ETV Bharat / city

Biman Bose blames Mamata Banerjee : রাজ্যে করোনা বাড়লে দায়ী মুখ্যমন্ত্রী, তোপ বিমানের

আগামী দিনে রাজ্যে করোনার প্রকোপ বাড়লে তার জন্য দায়ী হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ বুধবার এই অভিযোগ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose blames Mamata Banerjee for Corona) ৷

biman bose blames mamata banerjee for corona in state
Biman Bose blames Mamata Banerjee : রাজ্যে করোনা বাড়লে দায়ী মুখ্যমন্ত্রী, তোপ বিমানের
author img

By

Published : Dec 29, 2021, 7:46 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর : রাজ্যে যদি ওমিক্রন (Omicron Variant) ছড়িয়ে পড়ে, বা নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়, তবে তার জন্য দায়ী হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ৷ বুধবার কার্যত এভাবেই মমতাকে কাঠগড়ায় তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose blames Mamata Banerjee) ৷ কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অনিয়মের অভিযোগ তুলে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান বামেরা ৷ পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয় ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বিমান ৷

আরও পড়ুন : Alipore Zoo in Christmas : ওমিক্রন আতঙ্ক দূরে রেখে বড়দিনে মাতল চিড়িয়াখানা

এদিকে, করোনা আবহে আবারও বকেয়া পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন (Municipal Election 2021) নিয়ে অনিশ্চয়তা ধীরে ধীরে বাড়ছে ৷ এই প্রসঙ্গে বিমান বলেন, বিশেষজ্ঞরা অনেক আগেই ওমিক্রন নিয়ে প্রশাসনকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু রাজ্য প্রশাসন সেদিকে কোনও নজরই দেয়নি ৷ তাই ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে ৷ এর জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ী করেছেন বিমান ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা চান যত দ্রুত সম্ভব বকেয়া সমস্ত ভোটপ্রক্রিয়া সেরে ফেলা হোক ৷

ওমিক্রন নিয়ে রাজ্য প্রশাসনের সমালোচনায় সরব বিমান বসু ৷

আরও পড়ুন : Omicron in West Bengal : রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 5

বিমানের অভিযোগ, বড়দিন, বর্ষবরণের মতো অনুষ্ঠান করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার আদতে করোনার বাড়বাড়ন্তকেই নিশ্চিত করছে ৷ তাই আগামী দিনে যদি রাজ্যে ফের কোভিডের সংক্রমণ বাড়ে, তাহলে তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর সরকারই দায়ী হবে বলে মনে করেন বিমান বসুরা ৷

কলকাতা, 29 ডিসেম্বর : রাজ্যে যদি ওমিক্রন (Omicron Variant) ছড়িয়ে পড়ে, বা নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়, তবে তার জন্য দায়ী হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ৷ বুধবার কার্যত এভাবেই মমতাকে কাঠগড়ায় তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose blames Mamata Banerjee) ৷ কলকাতা পৌর নির্বাচনে (KMC Election 2021) অনিয়মের অভিযোগ তুলে এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান বামেরা ৷ পরে পুলিশ গিয়ে বিক্ষোভ তুলে দেয় ৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বিমান ৷

আরও পড়ুন : Alipore Zoo in Christmas : ওমিক্রন আতঙ্ক দূরে রেখে বড়দিনে মাতল চিড়িয়াখানা

এদিকে, করোনা আবহে আবারও বকেয়া পৌরসভা ও পৌরনিগমগুলির নির্বাচন (Municipal Election 2021) নিয়ে অনিশ্চয়তা ধীরে ধীরে বাড়ছে ৷ এই প্রসঙ্গে বিমান বলেন, বিশেষজ্ঞরা অনেক আগেই ওমিক্রন নিয়ে প্রশাসনকে সতর্ক করেছিলেন ৷ কিন্তু রাজ্য প্রশাসন সেদিকে কোনও নজরই দেয়নি ৷ তাই ধীরে ধীরে সংক্রমণ বাড়ছে ৷ এর জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই দায়ী করেছেন বিমান ৷ একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা চান যত দ্রুত সম্ভব বকেয়া সমস্ত ভোটপ্রক্রিয়া সেরে ফেলা হোক ৷

ওমিক্রন নিয়ে রাজ্য প্রশাসনের সমালোচনায় সরব বিমান বসু ৷

আরও পড়ুন : Omicron in West Bengal : রাজ্যে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, নতুন করে আক্রান্ত 5

বিমানের অভিযোগ, বড়দিন, বর্ষবরণের মতো অনুষ্ঠান করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার আদতে করোনার বাড়বাড়ন্তকেই নিশ্চিত করছে ৷ তাই আগামী দিনে যদি রাজ্যে ফের কোভিডের সংক্রমণ বাড়ে, তাহলে তার জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর সরকারই দায়ী হবে বলে মনে করেন বিমান বসুরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.