ETV Bharat / city

Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট ঘিরে বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত, পাওয়ারের বৈঠকে থাকছেন না ‘অভিমানী’ মমতা

আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election 2022) প্রার্থী বাছাইয়ে বিরোধীদের বৈঠক ডেকেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) ৷ কিন্তু সেই বৈঠক নিয়ে বিরোধীদের মধ্য়ে মতভেদ তৈরি হয়েছে ৷ বিশেষ করে অসন্তুষ্ট তৃণমূল ৷ বৈঠকে থাকছেন না ‘অভিমানী’ মমতা (Mamata Banerjee will not Attend Opposition Meeting on Presidential Election 2022) ৷

mamata-banerjee-will-not-attend-opposition-meeting-on-presidential-election-2022
Presidential Election 2022 : রাষ্ট্রপতি ভোট ঘিরে বিরোধী ঐক্যে ফাটলের ইঙ্গিত, পাওয়ারের বৈঠকে থাকছেন না ‘অভিমানী’ মমতা
author img

By

Published : Jun 19, 2022, 3:29 PM IST

কলকাতা, 19 জুন : রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) কেন্দ্র করে ক্রমশ বিরোধীদের মধ্যে দূরত্ব বাড়ছে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে পরবর্তী বৈঠকে বিরোধীদের তরফ থেকে কে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । আর এই অনিশ্চয়তায় অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়ও (TMC Chief Mamata Banerjee) । আর তাতেই হাতে অস্ত্র পেয়েছে বিজেপি ।

এই মুহূর্তে যা খবর তাতে বিরোধীদের ডাকা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী বৈঠকে নাও উপস্থিত থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোকে একজোট করে সলতে পাকানো কাজে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু হঠাৎ করে তার এই অবস্থান বদল কেন ? সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে ।

তৃণমূল কংগ্রেস সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে, এই নির্বাচন ঘিরে মন কষাকষি শুরু হয়ে গিয়েছে মমতা ও শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) মধ্যে । এমনকি প্রার্থী ঠিক করতে পাওয়ার আগামী মঙ্গলবার যে বৈঠক ডেকেছেন পাওয়ার, সেখানে আগের বৈঠকের কোনও উল্লেখ নেই । আর তাতেই চটেছেন তৃণমূল সুপ্রিমো । কারণ, ওই বৈঠকে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারকে পরবর্তী বৈঠক ডাকার কথা বলা হয়েছিল । এটা ছিল সর্বসম্মত সিদ্ধান্ত । তার পরও রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ পাওয়ারের তরফে উপেক্ষা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ৷ তাতেই ক্ষুব্ধ মমতা ।

তৃণমূলের তরফে কে যোগ দেবেন, তা-ও এখনও নিশ্চিত নয় । তবে শেষ মুহূর্তের আপডেট থেকে যা জানা যাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, তাঁর বদলে যাচ্ছেন অভিষেক । ক্ষোভ থাকলেও বিরোধী ঐক্যের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) পাঠাচ্ছেন মমতা । মনে করা হচ্ছে, এতেই এক ঢিলে দুই পাখি মারলেন তিনি । প্রথমত, যেভাবে তার উদ্যোগে উপেক্ষা করা হয়েছে তার বিরুদ্ধে বার্তা দেওয়া । দ্বিতীয়ত, বিরোধী ঐক্যের স্বার্থে ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ সরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠিয়ে তৃণমূল নেত্রী বার্তা দিতে চাইছেন যে বিরোধী ঐক্যের প্রশ্নে তিনি কতটা সিরিয়াস । তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই চান না বিরোধী ঐক্য বিঘ্নিত হোক । এক্ষেত্রে সর্বসম্মত বিরোধী প্রার্থী হিসাবে যাকে, ঠিক করা হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থন করবে বলে জানা গিয়েছে ।

এদিকে শরদ-মমতার এই দূরত্বের মধ্যে কংগ্রেসের সঙ্গে জাতীয়স্তরে কিছুটা হলেও তৃণমূলের দূরত্ব কমেছে ৷ ইতিমধ্যেই বাম এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অন্যতম প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধিকে রাষ্ট্রপতি করার বিষয়ে সমর্থনের কথা জানিয়েছে । তবে এখনও পর্যন্ত যা খবর, সাম্প্রতিক অতীতে ভালো সম্পর্ক থাকা শিবসেনাও রাষ্ট্রপতি নির্বাচন গোপালকৃষ্ণ গান্ধির নামে সিলমোহর নাও দিতে পারে । ফলে শুরুতে যে ঐক্যের ছবি বিরোধীদের মধ্যে দেখা গিয়েছিল, যত সময় যাচ্ছে তা ক্রমশ ফিকে হচ্ছে । এখন দেখার শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা সর্বসম্মতভাবে কোনও প্রার্থীকে দিতে পারে কি না !

আরও পড়ুন : Presidential Poll : মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা

কলকাতা, 19 জুন : রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) কেন্দ্র করে ক্রমশ বিরোধীদের মধ্যে দূরত্ব বাড়ছে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে পরবর্তী বৈঠকে বিরোধীদের তরফ থেকে কে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । আর এই অনিশ্চয়তায় অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়ও (TMC Chief Mamata Banerjee) । আর তাতেই হাতে অস্ত্র পেয়েছে বিজেপি ।

এই মুহূর্তে যা খবর তাতে বিরোধীদের ডাকা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী বৈঠকে নাও উপস্থিত থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোকে একজোট করে সলতে পাকানো কাজে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু হঠাৎ করে তার এই অবস্থান বদল কেন ? সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে ।

তৃণমূল কংগ্রেস সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে, এই নির্বাচন ঘিরে মন কষাকষি শুরু হয়ে গিয়েছে মমতা ও শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) মধ্যে । এমনকি প্রার্থী ঠিক করতে পাওয়ার আগামী মঙ্গলবার যে বৈঠক ডেকেছেন পাওয়ার, সেখানে আগের বৈঠকের কোনও উল্লেখ নেই । আর তাতেই চটেছেন তৃণমূল সুপ্রিমো । কারণ, ওই বৈঠকে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারকে পরবর্তী বৈঠক ডাকার কথা বলা হয়েছিল । এটা ছিল সর্বসম্মত সিদ্ধান্ত । তার পরও রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ পাওয়ারের তরফে উপেক্ষা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ৷ তাতেই ক্ষুব্ধ মমতা ।

তৃণমূলের তরফে কে যোগ দেবেন, তা-ও এখনও নিশ্চিত নয় । তবে শেষ মুহূর্তের আপডেট থেকে যা জানা যাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, তাঁর বদলে যাচ্ছেন অভিষেক । ক্ষোভ থাকলেও বিরোধী ঐক্যের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) পাঠাচ্ছেন মমতা । মনে করা হচ্ছে, এতেই এক ঢিলে দুই পাখি মারলেন তিনি । প্রথমত, যেভাবে তার উদ্যোগে উপেক্ষা করা হয়েছে তার বিরুদ্ধে বার্তা দেওয়া । দ্বিতীয়ত, বিরোধী ঐক্যের স্বার্থে ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ সরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠিয়ে তৃণমূল নেত্রী বার্তা দিতে চাইছেন যে বিরোধী ঐক্যের প্রশ্নে তিনি কতটা সিরিয়াস । তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই চান না বিরোধী ঐক্য বিঘ্নিত হোক । এক্ষেত্রে সর্বসম্মত বিরোধী প্রার্থী হিসাবে যাকে, ঠিক করা হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থন করবে বলে জানা গিয়েছে ।

এদিকে শরদ-মমতার এই দূরত্বের মধ্যে কংগ্রেসের সঙ্গে জাতীয়স্তরে কিছুটা হলেও তৃণমূলের দূরত্ব কমেছে ৷ ইতিমধ্যেই বাম এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অন্যতম প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধিকে রাষ্ট্রপতি করার বিষয়ে সমর্থনের কথা জানিয়েছে । তবে এখনও পর্যন্ত যা খবর, সাম্প্রতিক অতীতে ভালো সম্পর্ক থাকা শিবসেনাও রাষ্ট্রপতি নির্বাচন গোপালকৃষ্ণ গান্ধির নামে সিলমোহর নাও দিতে পারে । ফলে শুরুতে যে ঐক্যের ছবি বিরোধীদের মধ্যে দেখা গিয়েছিল, যত সময় যাচ্ছে তা ক্রমশ ফিকে হচ্ছে । এখন দেখার শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা সর্বসম্মতভাবে কোনও প্রার্থীকে দিতে পারে কি না !

আরও পড়ুন : Presidential Poll : মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.