কলকাতা, 19 জুন : রাষ্ট্রপতি নির্বাচনকে (Presidential Election 2022) কেন্দ্র করে ক্রমশ বিরোধীদের মধ্যে দূরত্ব বাড়ছে ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে পরবর্তী বৈঠকে বিরোধীদের তরফ থেকে কে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা । আর এই অনিশ্চয়তায় অন্যতম নাম মমতা বন্দ্যোপাধ্যায়ও (TMC Chief Mamata Banerjee) । আর তাতেই হাতে অস্ত্র পেয়েছে বিজেপি ।
এই মুহূর্তে যা খবর তাতে বিরোধীদের ডাকা রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে পরবর্তী বৈঠকে নাও উপস্থিত থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোকে একজোট করে সলতে পাকানো কাজে নেমেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী । কিন্তু হঠাৎ করে তার এই অবস্থান বদল কেন ? সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এমন প্রশ্ন ঘোরাফেরা করছে ।
তৃণমূল কংগ্রেস সূত্র থেকে যতদূর জানা যাচ্ছে, এই নির্বাচন ঘিরে মন কষাকষি শুরু হয়ে গিয়েছে মমতা ও শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) মধ্যে । এমনকি প্রার্থী ঠিক করতে পাওয়ার আগামী মঙ্গলবার যে বৈঠক ডেকেছেন পাওয়ার, সেখানে আগের বৈঠকের কোনও উল্লেখ নেই । আর তাতেই চটেছেন তৃণমূল সুপ্রিমো । কারণ, ওই বৈঠকে সর্বসম্মতভাবে শরদ পাওয়ারকে পরবর্তী বৈঠক ডাকার কথা বলা হয়েছিল । এটা ছিল সর্বসম্মত সিদ্ধান্ত । তার পরও রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগ পাওয়ারের তরফে উপেক্ষা করা হয়েছে বলে তৃণমূলের অভিযোগ৷ তাতেই ক্ষুব্ধ মমতা ।
তৃণমূলের তরফে কে যোগ দেবেন, তা-ও এখনও নিশ্চিত নয় । তবে শেষ মুহূর্তের আপডেট থেকে যা জানা যাচ্ছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নন, তাঁর বদলে যাচ্ছেন অভিষেক । ক্ষোভ থাকলেও বিরোধী ঐক্যের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) পাঠাচ্ছেন মমতা । মনে করা হচ্ছে, এতেই এক ঢিলে দুই পাখি মারলেন তিনি । প্রথমত, যেভাবে তার উদ্যোগে উপেক্ষা করা হয়েছে তার বিরুদ্ধে বার্তা দেওয়া । দ্বিতীয়ত, বিরোধী ঐক্যের স্বার্থে ব্যক্তিগত ক্ষোভ বিক্ষোভ সরিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে পাঠিয়ে তৃণমূল নেত্রী বার্তা দিতে চাইছেন যে বিরোধী ঐক্যের প্রশ্নে তিনি কতটা সিরিয়াস । তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই চান না বিরোধী ঐক্য বিঘ্নিত হোক । এক্ষেত্রে সর্বসম্মত বিরোধী প্রার্থী হিসাবে যাকে, ঠিক করা হবে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমর্থন করবে বলে জানা গিয়েছে ।
এদিকে শরদ-মমতার এই দূরত্বের মধ্যে কংগ্রেসের সঙ্গে জাতীয়স্তরে কিছুটা হলেও তৃণমূলের দূরত্ব কমেছে ৷ ইতিমধ্যেই বাম এবং কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের অন্যতম প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধিকে রাষ্ট্রপতি করার বিষয়ে সমর্থনের কথা জানিয়েছে । তবে এখনও পর্যন্ত যা খবর, সাম্প্রতিক অতীতে ভালো সম্পর্ক থাকা শিবসেনাও রাষ্ট্রপতি নির্বাচন গোপালকৃষ্ণ গান্ধির নামে সিলমোহর নাও দিতে পারে । ফলে শুরুতে যে ঐক্যের ছবি বিরোধীদের মধ্যে দেখা গিয়েছিল, যত সময় যাচ্ছে তা ক্রমশ ফিকে হচ্ছে । এখন দেখার শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা সর্বসম্মতভাবে কোনও প্রার্থীকে দিতে পারে কি না !
আরও পড়ুন : Presidential Poll : মমতাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ালেন ফারুখ আবদুল্লা