ETV Bharat / city

TMC Working Committee Meeting : তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার, সঙ্গে অভিষেকের ভাগ্য নির্ধারণও - TMC Working Committee Meeting

শুক্রবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক বসবে কালীঘাটে (Mamata Banerjee will Meet Working Committee Members on Tomorrow) ৷ ওই বৈঠকেই দলে কে কী পদ পাবেন, তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) নির্ধারণ করবেন বলে খবর ৷ সেই পদ বণ্টনে কি আবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee), সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল ৷

mamata-banerjee-will-meet-working-committee-members-on-tomorrow
TMC Working Committee Meeting : তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার, সঙ্গে অভিষেকের ভাগ্য নির্ধারণও
author img

By

Published : Feb 17, 2022, 7:10 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : দ্বন্দ্ব-বিতর্ক-জল্পনা অনেকটাই মাত্র একটি বৈঠকেই ইতি করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ গত 12 ফেব্রুয়ারি শনিবার দলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নির্ধারণ করতে গিয়ে এক ঝাটকায় সকলকেই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা । এবার আবার ঘর গোছানোর পালা ৷ শুক্রবার বিকেল তিনটে কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক (TMC All India Working Committee Meeting) । আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ সকলেই জানতে আগ্রহী যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ফিরে পান কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) !

তৃণমূলে কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব চলছে বলে সাম্প্রতিককালে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল ৷ তা উপভোগ করছিল বিরোধীরা ৷ কিন্তু মাত্র একটি বৈঠকে এসব হইচই থামিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ তার পর জল্পনা থেমেছে (Mamata Banerjee will Meet Working Committee Members on Tomorrow) ৷ মমতা ও অভিষেকের মধ্যে দ্বন্দ্বের তত্ত্ব বাংলার রাজনৈতিক মহলে ঘুরছিল, তাও আর নেই ৷

যদিও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের পর বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক হবে দিল্লিতে । তবে নতুন ঘোষণা অনুযায়ী, সেই বৈঠক যে দিল্লিতে হচ্ছে না ৷ মনে করা হচ্ছে, এই বৈঠকে জাতীয় কর্মসমিতির সকল সদস্যই উপস্থিত থাকবেন ।

এই মুহূর্তে তৃণমূলে সাংগঠনিক পদাধিকারী একজনই, তিনি চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেবেন দলনেত্রী । কাকে কোন পদ দেওয়া হবে, তা শুক্রবারের বৈঠকেই ঠিক হবে বলে তৃণমূল সূত্রে খবর ৷ এদিকে আগের বৈঠকে জাতীয় কর্মসমিতির সদস্যদের বাছতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী এবং প্রবীণ নেতাদের প্রতি আস্থা দেখিয়েছিলেন ৷

তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, সেই পন্থা কি পদ বণ্টনের ক্ষেত্রেও বজায় থাকবে ? সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব আবার এককভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেবেন কি মমতা ? নাকি অন্য কোনও প্রবীণ নেতার সঙ্গে অভিষেককে যৌথভাবে দায়িত্ব দেওয়া হবে ? তাছাড়া সার্বিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে কোন পথে তৃণমূল এগোবে তাও এই বৈঠক থেকেই নির্ধারিত হবে বলে খবর ।

এদিকে বাকি 108 পৌরসভায় (Bengal Civic Polls 2022) তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার যখন সপ্তমে, ঠিক তখন নির্দল হয়ে দাঁড়ানো তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী । দলীয় সূত্রে খবর, যদিও এখন নতুন করে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই, তবুও তৃণমূল কংগ্রেসে থাকা নির্দল প্রার্থীদের 48 ঘণ্টার মধ্যে ভোট প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে হবে । এই নির্দেশের বিচ্যুতি হলেই দলের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে । এক্ষেত্রে যারা দলকে উপেক্ষা করে করবে, তাদের বহিস্কৃত করতেও দ্বিধা করবে না তৃণমূল । এমনকী বহিষ্কৃতরা নির্বাচনে জিতলেও তাদের তৃণমূলে ফেরানো হবে না ।

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় নাটকের পর প্রায় সব পৌরসভায় একাধিক ওয়ার্ডে কার্যত 2 জন করে তৃণমূল প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন । একজন তৃণমূলের ঘাসফুল প্রতীকে লড়াই করছেন ৷ আর একদল তৃণমূলের টিকিট না পেয়ে কেউ জোড়া পাতা, আপেল, আবার টিউবওয়েল প্রতীক নিয়েই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ।

আরও পড়ুন : TMC Dissolve All Post : রইলেন শুধু মমতা, তৃণমূলে অভিষেক-সহ সবার পদ অবলুপ্ত

কলকাতা, 17 ফেব্রুয়ারি : দ্বন্দ্ব-বিতর্ক-জল্পনা অনেকটাই মাত্র একটি বৈঠকেই ইতি করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC Chairperson Mamata Banerjee) ৷ গত 12 ফেব্রুয়ারি শনিবার দলের জাতীয় কর্মসমিতির সদস্যদের নির্ধারণ করতে গিয়ে এক ঝাটকায় সকলকেই পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা । এবার আবার ঘর গোছানোর পালা ৷ শুক্রবার বিকেল তিনটে কালীঘাটে বসছে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক (TMC All India Working Committee Meeting) । আপাতত সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷ সকলেই জানতে আগ্রহী যে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ ফিরে পান কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC Leader Abhishek Banerjee) !

তৃণমূলে কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব চলছে বলে সাম্প্রতিককালে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছিল ৷ তা উপভোগ করছিল বিরোধীরা ৷ কিন্তু মাত্র একটি বৈঠকে এসব হইচই থামিয়ে দেন তৃণমূল নেত্রী ৷ তার পর জল্পনা থেমেছে (Mamata Banerjee will Meet Working Committee Members on Tomorrow) ৷ মমতা ও অভিষেকের মধ্যে দ্বন্দ্বের তত্ত্ব বাংলার রাজনৈতিক মহলে ঘুরছিল, তাও আর নেই ৷

যদিও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের পর বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক হবে দিল্লিতে । তবে নতুন ঘোষণা অনুযায়ী, সেই বৈঠক যে দিল্লিতে হচ্ছে না ৷ মনে করা হচ্ছে, এই বৈঠকে জাতীয় কর্মসমিতির সকল সদস্যই উপস্থিত থাকবেন ।

এই মুহূর্তে তৃণমূলে সাংগঠনিক পদাধিকারী একজনই, তিনি চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার নেতাদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেবেন দলনেত্রী । কাকে কোন পদ দেওয়া হবে, তা শুক্রবারের বৈঠকেই ঠিক হবে বলে তৃণমূল সূত্রে খবর ৷ এদিকে আগের বৈঠকে জাতীয় কর্মসমিতির সদস্যদের বাছতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘদিনের সহকর্মী এবং প্রবীণ নেতাদের প্রতি আস্থা দেখিয়েছিলেন ৷

তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, সেই পন্থা কি পদ বণ্টনের ক্ষেত্রেও বজায় থাকবে ? সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব আবার এককভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ছেড়ে দেবেন কি মমতা ? নাকি অন্য কোনও প্রবীণ নেতার সঙ্গে অভিষেককে যৌথভাবে দায়িত্ব দেওয়া হবে ? তাছাড়া সার্বিকভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে কোন পথে তৃণমূল এগোবে তাও এই বৈঠক থেকেই নির্ধারিত হবে বলে খবর ।

এদিকে বাকি 108 পৌরসভায় (Bengal Civic Polls 2022) তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার যখন সপ্তমে, ঠিক তখন নির্দল হয়ে দাঁড়ানো তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী । দলীয় সূত্রে খবর, যদিও এখন নতুন করে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ নেই, তবুও তৃণমূল কংগ্রেসে থাকা নির্দল প্রার্থীদের 48 ঘণ্টার মধ্যে ভোট প্রক্রিয়া থেকে সরে দাঁড়াতে হবে । এই নির্দেশের বিচ্যুতি হলেই দলের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে । এক্ষেত্রে যারা দলকে উপেক্ষা করে করবে, তাদের বহিস্কৃত করতেও দ্বিধা করবে না তৃণমূল । এমনকী বহিষ্কৃতরা নির্বাচনে জিতলেও তাদের তৃণমূলে ফেরানো হবে না ।

প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় নাটকের পর প্রায় সব পৌরসভায় একাধিক ওয়ার্ডে কার্যত 2 জন করে তৃণমূল প্রার্থীরা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন । একজন তৃণমূলের ঘাসফুল প্রতীকে লড়াই করছেন ৷ আর একদল তৃণমূলের টিকিট না পেয়ে কেউ জোড়া পাতা, আপেল, আবার টিউবওয়েল প্রতীক নিয়েই ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন ।

আরও পড়ুন : TMC Dissolve All Post : রইলেন শুধু মমতা, তৃণমূলে অভিষেক-সহ সবার পদ অবলুপ্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.