ETV Bharat / city

Mamata bats for Sourav: সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

বিসিসিআই (BCCI)-এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আর থাকছেন না ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক চলছে ৷ সৌরভের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে অনেকে দাবি করছেন ৷ সোমবার এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷

mamata-banerjee-urges-pm-modi-to-nominate-sourav-ganguly-for-icc-chairman-post
Mamata bats for Sourav: সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জিকে মমতার
author img

By

Published : Oct 17, 2022, 2:33 PM IST

Updated : Oct 18, 2022, 1:07 PM IST

কলকাতা, 17 অক্টোবর : উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয় ব্যাট ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার (BCCI AGM 2022) 24 ঘণ্টা আগে সোমবার তিনি সৌরভকে আইসিসিতে পাঠানোর দাবি তুলেছেন । আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হস্তক্ষেপ চেয়েছেন ।

একই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে প্রতিহিংসার রাজনীতির শিকার । এদিন তাঁর স্পষ্ট বক্তব্য, সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । তাঁর (সৌরভ) বিরুদ্ধে অন্তত প্রতিহিংসার রাজনীতি শোভা পায় না । একই সঙ্গে এদিন তাঁর প্রশ্ন, ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহের (Amit Shah) ছেলে যদি থাকতে পারে, তাহলে কেন বাদ দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ?

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌরভ শুধু আমাদের নয়, গোটা দেশের গর্ব । সৌরভ ক্রিকেট জীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে যেমন খেলেছে, তেমনই যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে । এবং ও বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট ছিল । কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

এর পর তিনি বলেন, ‘‘অমিত শাহের ছেলে থাকুন তাতে আমার কিছু যায় আসে না । আমি তো বিজেপি নই রোজ গালিগালাজ করব । ভালো কাজ করলে সমর্থন করব । না করলে বলব ।’’ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘কোন উদ্দেশ্যে সৌরভকে বাদ দেওয়া হল ? আমরা এটা জানতে চাই ।’’

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁকে যেভাবে বিসিসিআই থেকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, তার একমাত্র কম্পেন্সেশন হতে পারে সৌরভকে যেন আইসিসিতে (ICC) পাঠানো হয় ।’’ এর তাঁর সংযোজন, ‘‘ভারতবর্ষ থেকে একজন মাত্র আইসিসিতে এমপ্যানেলড । আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আইসিসিতে সৌরভকে পাঠানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করুন । তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে ।’’ এই প্রসঙ্গে তিনি প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) প্রসঙ্গ টানেন ৷ দু’জনেই ভারত থেকে আইসিসি-তে প্রতিনিধিত্ব করেছেন, সেটাও এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন ৷

মমতা প্রশ্ন তুলেছেন, ‘‘কেন এ ধরনের অন্যায়ের শিকার হতে হল তাঁকে ? এখানে তার ভুল কোথায় ? গোটা বিশ্ব তাঁকে জানে । তার দক্ষতা ও প্রতিভাকে সালাম করে । আমরাও তার জন্য গর্বিত । তিনি বাঙালির দাদা । তবে এই পরিচয়ের বাইরে ও গোটা বিশ্ব জোড়া তাঁর সুনাম । তাঁর জনপ্রিয়তার জন্যই কি তাকে ডিপ্রাইভড (বঞ্চিত) করা হল ?’’

মমতার কথায়, যেভাবে সৌরভকে বাদ দেওয়া হয়েছে, এই ঘটনায় আমি অবাক । তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, এটাকে কোনও রাজনৈতিক দিক থেকে বিচার করবেন না । সৌরভের বিরুদ্ধে প্রতিহিংসা করবেন না । ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নিন । তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন । তিনি কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন চাই না ।

অন্যদিকে আগামিকাল মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সৌরভ স্বয়ং মুম্বইতে থাকবেন । তার আগে মুখ্যমন্ত্রীর এই সমর্থন কি সৌরভের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করল, সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও 24 ঘণ্টা ৷

আরও পড়ুন : হাতিয়ার সিএবি, দু-কদম পিছিয়ে ফের প্রত্যাবর্তনের শুরু 'প্রশাসক' সৌরভের

কলকাতা, 17 অক্টোবর : উত্তরবঙ্গে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হয় ব্যাট ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) । ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার (BCCI AGM 2022) 24 ঘণ্টা আগে সোমবার তিনি সৌরভকে আইসিসিতে পাঠানোর দাবি তুলেছেন । আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) হস্তক্ষেপ চেয়েছেন ।

একই সঙ্গে এটাও বুঝিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে প্রতিহিংসার রাজনীতির শিকার । এদিন তাঁর স্পষ্ট বক্তব্য, সৌরভের মতো ব্যক্তিত্ব শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব । তাঁর (সৌরভ) বিরুদ্ধে অন্তত প্রতিহিংসার রাজনীতি শোভা পায় না । একই সঙ্গে এদিন তাঁর প্রশ্ন, ক্রিকেট প্রশাসক হিসাবে অমিত শাহের (Amit Shah) ছেলে যদি থাকতে পারে, তাহলে কেন বাদ দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে ?

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সৌরভ শুধু আমাদের নয়, গোটা দেশের গর্ব । সৌরভ ক্রিকেট জীবনে যথেষ্ট দক্ষতার সঙ্গে যেমন খেলেছে, তেমনই যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রশাসনও চালিয়েছে । এবং ও বিসিসিআইয়ের (BCCI) প্রেসিডেন্ট ছিল । কোর্টের অর্ডারে তিন বছরের জন্য প্রশাসন সামলানোর সুযোগ যেমন সৌরভকেও দেওয়া হয়েছিল । একই ভাবে দেওয়া হয়েছিল অমিত শাহের ছেলেকেও । কিন্তু কেন জানি না কী কারণে অমিতবাবুর ছেলে রয়ে গেলেন সৌরভ বাদ ।’’

সৌরভকে আইসিসি-র চেয়ারম্যান মনোনীত করুক বিসিসিআই, মোদিকে আর্জি মমতার

এর পর তিনি বলেন, ‘‘অমিত শাহের ছেলে থাকুন তাতে আমার কিছু যায় আসে না । আমি তো বিজেপি নই রোজ গালিগালাজ করব । ভালো কাজ করলে সমর্থন করব । না করলে বলব ।’’ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘কোন উদ্দেশ্যে সৌরভকে বাদ দেওয়া হল ? আমরা এটা জানতে চাই ।’’

এর পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁকে যেভাবে বিসিসিআই থেকে অন্যায় ভাবে বাদ দেওয়া হয়েছে, তার একমাত্র কম্পেন্সেশন হতে পারে সৌরভকে যেন আইসিসিতে (ICC) পাঠানো হয় ।’’ এর তাঁর সংযোজন, ‘‘ভারতবর্ষ থেকে একজন মাত্র আইসিসিতে এমপ্যানেলড । আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আইসিসিতে সৌরভকে পাঠানোর ক্ষেত্রে হস্তক্ষেপ করুন । তাঁর সঙ্গে অন্যায় করা হয়েছে ।’’ এই প্রসঙ্গে তিনি প্রয়াত ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া ও এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের (NCP Chief Sharad Pawar) প্রসঙ্গ টানেন ৷ দু’জনেই ভারত থেকে আইসিসি-তে প্রতিনিধিত্ব করেছেন, সেটাও এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন ৷

মমতা প্রশ্ন তুলেছেন, ‘‘কেন এ ধরনের অন্যায়ের শিকার হতে হল তাঁকে ? এখানে তার ভুল কোথায় ? গোটা বিশ্ব তাঁকে জানে । তার দক্ষতা ও প্রতিভাকে সালাম করে । আমরাও তার জন্য গর্বিত । তিনি বাঙালির দাদা । তবে এই পরিচয়ের বাইরে ও গোটা বিশ্ব জোড়া তাঁর সুনাম । তাঁর জনপ্রিয়তার জন্যই কি তাকে ডিপ্রাইভড (বঞ্চিত) করা হল ?’’

মমতার কথায়, যেভাবে সৌরভকে বাদ দেওয়া হয়েছে, এই ঘটনায় আমি অবাক । তাই আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, এটাকে কোনও রাজনৈতিক দিক থেকে বিচার করবেন না । সৌরভের বিরুদ্ধে প্রতিহিংসা করবেন না । ক্রিকেটের স্বার্থে সিদ্ধান্ত নিন । তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন । তিনি কোনোভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন চাই না ।

অন্যদিকে আগামিকাল মঙ্গলবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে সৌরভ স্বয়ং মুম্বইতে থাকবেন । তার আগে মুখ্যমন্ত্রীর এই সমর্থন কি সৌরভের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করল, সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও 24 ঘণ্টা ৷

আরও পড়ুন : হাতিয়ার সিএবি, দু-কদম পিছিয়ে ফের প্রত্যাবর্তনের শুরু 'প্রশাসক' সৌরভের

Last Updated : Oct 18, 2022, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.