ETV Bharat / city

ISRO-র বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে গর্বিত, পাশে থাকার বার্তা মমতার - istrac

টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "চন্দ্রযান-2-কে লক্ষ্যে পৌঁছানোর জন্য ISRO-র বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন । ISRO-র বিজ্ঞানীদের পাশে সব সময় আছি ।"

"ISRO-র বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমে গর্বিত", পাশে থাকার বার্তা দিয়ে টুইট মমতার
author img

By

Published : Sep 7, 2019, 2:41 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর : সারা দেশের মতো চন্দ্রাভিযানের জন্য ISRO-কে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি টুইটে লেখেন, "চন্দ্রযান-2-কে লক্ষ্যে পৌঁছানোর জন্য ISRO-র বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন । বিজ্ঞানে উন্নত দেশগুলির তালিকায় দেশকে এগিয়ে রাখতে আমাদের পূর্বপুরুষরা যে লড়াই করেছেন, তাঁদের উদ্দেশে যুগোপযোগী শ্রদ্ধা জানিয়েছে ISRO-র বিজ্ঞানীরা । ISRO-র বিজ্ঞানীদের পাশে সব সময় আছি ।"

ISRO-র বিজ্ঞানীরা জানিয়েছেন, ল্যান্ডার ব্যর্থ হলেও চন্দ্রযান-2 এর অর্বিটার ক্রমাগত চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে । তাঁদের দাবি, ল্যান্ডার বিক্রমের অবতরণ না হওয়ায় পুরো অভিযানের মাত্র 5 শতাংশ ক্ষতি হয়েছে । চন্দ্রযান-2 এর অর্বিটার স্বাভাবিকভাবে কাজ করায় আগামী এক বছর ISRO-র বিজ্ঞানীরা চাঁদ থেকে তথ্য সংগ্রহ করতে ও ছবি পেতে সক্ষম হবেন । তবে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ না করতে পারায় হতাশ হন ISRO-র বিজ্ঞানীরা ।

  • A testimony to the scientific temper they ingrained in us, and their unmatched caliber and dedication. My sincere gratitude and congratulations to @isro . We are all with you. May you continue to make us proud! (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রাভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ । বিজ্ঞানীদের প্রশংসা করেছেন রাহুল গান্ধিও । ল্যান্ডার বিক্রম অবতরণের সময় ISRO-র কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী । চন্দ্রাভিযান পুরোপুরি সফল না হওয়ায় হতাশ বিজ্ঞানীদের মনোবল বাড়িয়ে তোলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷ আপনারা দেশকে গর্বিত করেছেন ৷ গোটা ভারতবাসী পাশে আছে ৷ ব্যর্থতা অনেক কিছু শেখায় ৷ নতুন সম্ভাবনাকে জন্ম দেয় ।"

কলকাতা, 7 সেপ্টেম্বর : সারা দেশের মতো চন্দ্রাভিযানের জন্য ISRO-কে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ তিনি টুইটে লেখেন, "চন্দ্রযান-2-কে লক্ষ্যে পৌঁছানোর জন্য ISRO-র বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন । বিজ্ঞানে উন্নত দেশগুলির তালিকায় দেশকে এগিয়ে রাখতে আমাদের পূর্বপুরুষরা যে লড়াই করেছেন, তাঁদের উদ্দেশে যুগোপযোগী শ্রদ্ধা জানিয়েছে ISRO-র বিজ্ঞানীরা । ISRO-র বিজ্ঞানীদের পাশে সব সময় আছি ।"

ISRO-র বিজ্ঞানীরা জানিয়েছেন, ল্যান্ডার ব্যর্থ হলেও চন্দ্রযান-2 এর অর্বিটার ক্রমাগত চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে । তাঁদের দাবি, ল্যান্ডার বিক্রমের অবতরণ না হওয়ায় পুরো অভিযানের মাত্র 5 শতাংশ ক্ষতি হয়েছে । চন্দ্রযান-2 এর অর্বিটার স্বাভাবিকভাবে কাজ করায় আগামী এক বছর ISRO-র বিজ্ঞানীরা চাঁদ থেকে তথ্য সংগ্রহ করতে ও ছবি পেতে সক্ষম হবেন । তবে চতুর্থ দেশ হিসেবে চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ না করতে পারায় হতাশ হন ISRO-র বিজ্ঞানীরা ।

  • A testimony to the scientific temper they ingrained in us, and their unmatched caliber and dedication. My sincere gratitude and congratulations to @isro . We are all with you. May you continue to make us proud! (2/2)

    — Mamata Banerjee (@MamataOfficial) September 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চন্দ্রাভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ । বিজ্ঞানীদের প্রশংসা করেছেন রাহুল গান্ধিও । ল্যান্ডার বিক্রম অবতরণের সময় ISRO-র কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী । চন্দ্রাভিযান পুরোপুরি সফল না হওয়ায় হতাশ বিজ্ঞানীদের মনোবল বাড়িয়ে তোলার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, "বিজ্ঞান পরিণাম নিয়ে সন্তুষ্ট থাকে না ৷ নিরলস প্রচেষ্টার মাধ্যমে সাফল্য আসবেই ৷ আপনারা দেশকে গর্বিত করেছেন ৷ গোটা ভারতবাসী পাশে আছে ৷ ব্যর্থতা অনেক কিছু শেখায় ৷ নতুন সম্ভাবনাকে জন্ম দেয় ।"

Mumbai, Sep 07 (ANI): Prime Minister Narendra Modi arrived in Mumbai on September 07. He was received by newly appointed Maharashtra Governor Bhagat Singh Koshyari and state Chief Minister Devendra Fadnavis. After his arrival, PM Modi also offered prayers at Lokmanya Seva Sangh Tilak Mandir in Vile Parle area of Mumbai. PM Modi will lay foundation stone for three metro lines in Mumbai. It will together add more than 42 kms to the metro network of the city. Devendra Fadnavis and Governor Bhagat Singh Koshyari were also present during the event.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.