ETV Bharat / city

Mamata Thanks Bengal People : 2 মে মা-মাটি-মানুষ দিবস পালন করুন, একুশের জয়ের বর্ষপূর্তিতে টুইট মমতার - Mamata Banerjee thanks Ma Mati Manush on 1st anniversary of TMC third tenure

তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার বর্ষপূর্তিতে বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee thanks Ma-Mati-Manush on 1st anniversary of TMC third tenure) ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক টুইটে উঠে এল বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য ৷

Mamata Thanks Bengal People
'গণতন্ত্রে মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু নেই', ক্ষমতার বর্ষপূর্তিতে স্মরণ করালেন মমতা
author img

By

Published : May 2, 2022, 4:01 PM IST

Updated : May 2, 2022, 4:37 PM IST

কলকাতা, 2 মে : গতবছর এইদিনেই তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস ৷ বদলে গিয়েছিল অনেক সমীকরণ ৷ নির্বাচনের আগে যে বিজেপিকে ঘাসফুল শিবিরের জন্য প্রচ্ছন্ন হুমকি বলে মনে হচ্ছিল, ভোটের ফল বেরোতে দেখা যায় সেই গেরুয়া শিবির নীলবাড়ি দখলের লড়াইয়ে তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতাই ছুড়ে দিতে পারেনি ৷ প্রমাণ হয়ে গিয়েছিল বাংলার মানুষের এক এবং অদ্বিতীয় ভরসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷ তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার বর্ষপূর্তিতে বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee thanks Ma-Mati-Manush on 1st anniversary of TMC third tenure) ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক টুইটে উঠে এল বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য ৷

এদিন তিনটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর মধ্যে প্রথম টুইটে তিনি লেখেন, "পরাক্রমশালীদের আস্ফালনের বিরুদ্ধে গতবছর এইদিনে বাংলার মা-মাটি-মানুষ যে অদম্য সাহসের পরিচয় দিয়েছিল সেজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ৷" পরের টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার মানুষ পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিল গণতন্ত্রে মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না ৷ আমাদের শক্তিশালী রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা জারি থাকবে ৷ আরও অনেক লড়াই সামনে আসবে এবং আমরা একসঙ্গেই সেই লড়াই জিতব ৷"

তৃতীয় এবং শেষ টুইটে 2 মে দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালনের ডাক দেন মমতা ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আমি এই দিনটিকে মা, মাটি এবং মানুষকে উৎসর্গ করছি এবং এই দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে অভিহিত করার দাবি জানাচ্ছি ৷" এদিন টুইটে বাংলার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

আরও পড়ুন : গত একবছর বাংলার রাজনীতিতে কলঙ্কময় অধ্যায়, দাবি দিলীপের

অভিষেক লেখেন, "2মে 2011 দিনটি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন ৷ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর ভরসা রাখায় বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ আরও একবার ৷"

কলকাতা, 2 মে : গতবছর এইদিনেই তৃতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস ৷ বদলে গিয়েছিল অনেক সমীকরণ ৷ নির্বাচনের আগে যে বিজেপিকে ঘাসফুল শিবিরের জন্য প্রচ্ছন্ন হুমকি বলে মনে হচ্ছিল, ভোটের ফল বেরোতে দেখা যায় সেই গেরুয়া শিবির নীলবাড়ি দখলের লড়াইয়ে তেমন কোনও প্রতিদ্বন্দ্বিতাই ছুড়ে দিতে পারেনি ৷ প্রমাণ হয়ে গিয়েছিল বাংলার মানুষের এক এবং অদ্বিতীয় ভরসা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷ তৃতীয়বার বাংলায় ক্ষমতায় আসার বর্ষপূর্তিতে বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee thanks Ma-Mati-Manush on 1st anniversary of TMC third tenure) ৷ পাশাপাশি মুখ্যমন্ত্রীর একাধিক টুইটে উঠে এল বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য ৷

এদিন তিনটি টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর মধ্যে প্রথম টুইটে তিনি লেখেন, "পরাক্রমশালীদের আস্ফালনের বিরুদ্ধে গতবছর এইদিনে বাংলার মা-মাটি-মানুষ যে অদম্য সাহসের পরিচয় দিয়েছিল সেজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ৷" পরের টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "বাংলার মানুষ পৃথিবীকে বুঝিয়ে দিয়েছিল গণতন্ত্রে মানুষের চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না ৷ আমাদের শক্তিশালী রাষ্ট্র নির্মাণের প্রচেষ্টা জারি থাকবে ৷ আরও অনেক লড়াই সামনে আসবে এবং আমরা একসঙ্গেই সেই লড়াই জিতব ৷"

তৃতীয় এবং শেষ টুইটে 2 মে দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে পালনের ডাক দেন মমতা ৷ মুখ্যমন্ত্রী লেখেন, "আমি এই দিনটিকে মা, মাটি এবং মানুষকে উৎসর্গ করছি এবং এই দিনটিকে মা-মাটি-মানুষ দিবস হিসেবে অভিহিত করার দাবি জানাচ্ছি ৷" এদিন টুইটে বাংলার জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷

আরও পড়ুন : গত একবছর বাংলার রাজনীতিতে কলঙ্কময় অধ্যায়, দাবি দিলীপের

অভিষেক লেখেন, "2মে 2011 দিনটি আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে আজীবন ৷ তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর ভরসা রাখায় বাংলার প্রতিটি মানুষকে ধন্যবাদ আরও একবার ৷"

Last Updated : May 2, 2022, 4:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.