ETV Bharat / city

Mamata Banerjee : দেবীপক্ষে ধনকড়ের হাতেই ‘বিধায়ক’ মমতা - West Bengal Assembly

বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিধানসভায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান হয় ৷ তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়৷

mamata banerjee take oath as mla of bhabanipur at west bengal assembly
Mamata Banerjee : বিধানসভায় বিধায়ক মমতার শপথ গ্রহণ
author img

By

Published : Oct 7, 2021, 2:22 PM IST

Updated : Oct 7, 2021, 3:21 PM IST

কলকাতা, 7 অক্টোবর : বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার বিধানসভায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান হয় ৷ তাঁকে শপথগ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

এতদিন বিধায়কদের শপথ গ্রহণ করাতেন বিধানসভার অধ্যক্ষ ৷ কিন্তু এবার সেই রীতি ভাঙা হল ৷ নিয়ম অনুসারে বিধায়কদের শপথ গ্রহণ করানোর অনুমতি অধ্যক্ষকে দেন রাজ্যপাল ৷ এই ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনকড় অধ্যক্ষকে সেই অনুমতি দেননি ৷ তাই তিনিই শপথ গ্রহণ করালেন মমতাকে ৷

আরও পড়ুন : By-Poll : খড়দায় মনোনয়ন জমা শোভনদেবের

একই সঙ্গে এদিন রাজ্যপাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করান জঙ্গিপুরের জাকির হোসেন ও সামশেরগঞ্জের আমিনুল ইসলামকে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি ৷ কারণ, তিনি ভোটে জিততে পারেননি ৷ তাই মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য তাঁকে ছ’মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতেই হত ৷ আর সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী 5 নভেম্বর ৷

আরও পড়ুন : PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

তার আগেই ভবানীপুর (Bhabanipur) থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হলেন মমতা ৷ ফলে মুখ্যমন্ত্রিত্বে বহাল থাকার জন্য তাঁর আর কোনও বাধা রইল না ৷

অন্যদিকে প্রার্থীদের মৃত্যুর কারণে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হয়নি ৷ সেই ভোট গত 30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গেই হয়েছে ৷ সেখানেও জিতেছেন দুই তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও আমিনুল ইসলাম ৷

আরও পড়ুন : Durga Puja : ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া থাকলে সিঁদুর খেলা-অঞ্জলিতে অনুমতি হাইকোর্টের

কলকাতা, 7 অক্টোবর : বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার বিধানসভায় তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠান হয় ৷ তাঁকে শপথগ্রহণ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

এতদিন বিধায়কদের শপথ গ্রহণ করাতেন বিধানসভার অধ্যক্ষ ৷ কিন্তু এবার সেই রীতি ভাঙা হল ৷ নিয়ম অনুসারে বিধায়কদের শপথ গ্রহণ করানোর অনুমতি অধ্যক্ষকে দেন রাজ্যপাল ৷ এই ক্ষেত্রে রাজ্যপাল জগদীপ ধনকড় অধ্যক্ষকে সেই অনুমতি দেননি ৷ তাই তিনিই শপথ গ্রহণ করালেন মমতাকে ৷

আরও পড়ুন : By-Poll : খড়দায় মনোনয়ন জমা শোভনদেবের

একই সঙ্গে এদিন রাজ্যপাল বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করান জঙ্গিপুরের জাকির হোসেন ও সামশেরগঞ্জের আমিনুল ইসলামকে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত মে মাসে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি ৷ কারণ, তিনি ভোটে জিততে পারেননি ৷ তাই মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য তাঁকে ছ’মাসের মধ্যে বিধায়ক নির্বাচিত হতেই হত ৷ আর সেই সময়সীমা শেষ হচ্ছিল আগামী 5 নভেম্বর ৷

আরও পড়ুন : PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

তার আগেই ভবানীপুর (Bhabanipur) থেকে উপনির্বাচনে জিতে বিধায়ক হলেন মমতা ৷ ফলে মুখ্যমন্ত্রিত্বে বহাল থাকার জন্য তাঁর আর কোনও বাধা রইল না ৷

অন্যদিকে প্রার্থীদের মৃত্যুর কারণে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট হয়নি ৷ সেই ভোট গত 30 সেপ্টেম্বর ভবানীপুরের উপনির্বাচনের সঙ্গেই হয়েছে ৷ সেখানেও জিতেছেন দুই তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও আমিনুল ইসলাম ৷

আরও পড়ুন : Durga Puja : ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া থাকলে সিঁদুর খেলা-অঞ্জলিতে অনুমতি হাইকোর্টের

Last Updated : Oct 7, 2021, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.