কলকাতা, 27 এপ্রিল : ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams Modi Government) ৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গ সরকার 97 হাজার কোটি টাকা পায় ৷ অথচ টাকা দেয় না বড় বড় ভাষণ ৷ রাজ্যের উপর দোষ চাপিয়ে সব সাধু সেজেছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, বুধবার কোভিড নিয়ে মুখ্যমন্ত্রীদের বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেখানে তিনি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অবিজেপি শাসিত রাজ্যগুলিকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী (PM Modi on Fuel Price Hike) ৷ অবিজেপি শাসিত রাজ্যগুলি ভ্যাট না কমানোয় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বলেও কটাক্ষ করেন মোদি ৷
সেখানে বেশ কয়েকটি রাজ্যের নামও ছিল ৷ তার মধ্যে পশ্চিমবঙ্গেরও নাম উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ কার্যত মোদির সেই মন্তব্যের জবাবই নবান্ন থেকে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata) ৷
মুখ্যমন্ত্রীর অভিযোগ, এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী একতরফা কথা বলেছেন ৷ কোনও রাজ্যকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি ৷ তাঁর প্রশ্ন, পেট্রল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র, তাহলে রাজ্যগুলি দাম কমাবে কী করে ? পশ্চিমবঙ্গ সরকারের থেকে 25 শতাংশ বেশি ট্যাক্স পেট্রোপণ্য থেকে কেন্দ্র পায় বলেও তিনি দাবি করেছেন ৷
একই সঙ্গে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারও পেট্রোপণ্যে ছাড় দেয় ৷ এক টাকা করে সাবসিডি দেয় ৷ এর জন্য বাংলার সরকারের দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয় ৷ একই সঙ্গে মমতার দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের থেকে অনেক বেশি অনুদান পায় ৷ অবিজেপি শাসিত তা পায় না ৷
এই নিয়ে মোদি সরকারকে আরও তোপ দাগেন মমতা ৷ তাঁর অভিযোগ, নভেম্বরে লোক দেখানো দাম কমিয়েছিল কেন্দ্র ৷ অথচ পেট্রোপণ্যের দাম বাড়িয়ে কেন্দ্র 17 লক্ষ কোটি আয় করেছে ৷ সেসব প্রধানমন্ত্রীর মুখে শোনা যায় না ৷ তাঁর আরও অভিযোগ, কেন্দ্রীয় সরকার সব টাকা নিয়ে চলে যায় ৷ রাজ্যকে কোনও টাকা দেয় না ৷
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বক্তব্য, কোভিডের বৈঠকে এই ধরনের কথা বলা উচিত নয় ৷ পাশাপাশি তিনি আবারও পেট্রল-ডিজেলের দাম কমানোর দাবিতে সরব হন ৷
আরও পড়ুন : Modi on Fuel Price : 'গত বছরেই কর ছাড় কেন্দ্রের, রাজ্যগুলিও ছাড় দিক', বিঁধলেন প্রধানমন্ত্রী