ETV Bharat / city

Mamata Slams Modi Govt : এজেন্সি দিয়ে দেশ শাসন করছে কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার - Prime Minister Narendra Modi

ফের কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহারের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাঁর অভিযোগ, এজেন্সি দিয়ে দেশ শাসন করছে কেন্দ্র ৷

mamata-banerjee-slams-modi-government-on-using-central-agency-issue
Mamata Slams Modi Govt : এজেন্সি দিয়ে দেশ শাসন করছে কেন্দ্র, মোদি সরকারকে আক্রমণ মমতার
author img

By

Published : May 23, 2022, 8:05 PM IST

Updated : May 23, 2022, 9:13 PM IST

কলকাতা, 23 মে : এজেন্সি দিয়ে শাসন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার (Mamata Banerjee Slams Modi Government on using Central Agency Issue) । সব ব্যাপারে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র । সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

মমতার কথায়, যুক্তরাষ্ট্রীয় ক্ষমতাকে বুলডোজ করা হচ্ছে । তাঁর দাবি, স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সিগুলি । একই সঙ্গে তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এক্সাইজের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে । রাজ্যের সেই ক্ষমতা নেই ।

মমতা বন্দোপাধ্যায় এদিন দাবি তুলেছেন, ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিকে স্বশাসিত হোক । নিরপেক্ষভাবে কাজ করুক তারা । কেন্দ্রের চাপেই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সিগুলি ।

এদিন আরও একবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী । সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি । একই সঙ্গে লালুপ্রসাদ যাদবের প্রসঙ্গও টেনেও কেন্দ্রকে দুষলেন তিনি । বাংলার মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিরোধীদের দুর্বল করতেই এসব করা হচ্ছে । ভারতে স্বৈরাচারী শাসন চলছে ৷ তা বোঝাতে হিটলার, স্তালিন এবং মুসোলিনির কথাও টানে আনেন মমতা ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিটলার শাসনের সময়ে, কিংবা স্তালিন, মুসোলিনির সময়েও এই রকম হয়নি । চূড়ান্ত বর্বরতা চলছে । মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে । বিহার থেকে এসে মালদহে মানুষের বাড়ি ভেঙে দিয়ে চলে গেল । বাংলার পুলিশকে একবার জানাল না ।’’

গত 19 মে মালদার হরিশ্চন্দ্রপুরে বিহার সীমান্তবর্তী সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিহার পুলিশের একটি দল এসে জবরদখলের অভিযোগে একের পর এক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় । যে জায়গায় এই বাড়িগুলি ছিল সেই অংশ বিহারের সীমানার মধ্যে পড়ে বলে দাবি বিহার পুলিশের । সেই অংশের মধ্যে তৈরি হওয়া বাড়ি ভাঙতেই বুলডোজার নিয়ে আসে বিহার পুলিশের একটি দল । এ দিন তা নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা ।

আরও পড়ুন : Mamata on Fuel Price : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা

কলকাতা, 23 মে : এজেন্সি দিয়ে শাসন চালাচ্ছে কেন্দ্রীয় সরকার (Mamata Banerjee Slams Modi Government on using Central Agency Issue) । সব ব্যাপারে এজেন্সি ব্যবহার করে তুঘলকি কায়দায় সরকার চালাতে চাইছে কেন্দ্র । সোমবার নবান্নের সাংবাদিক সম্মেলন করে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ।

মমতার কথায়, যুক্তরাষ্ট্রীয় ক্ষমতাকে বুলডোজ করা হচ্ছে । তাঁর দাবি, স্বশাসিত হোক কেন্দ্রীয় এজেন্সিগুলি । একই সঙ্গে তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার এক্সাইজের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করছে । রাজ্যের সেই ক্ষমতা নেই ।

মমতা বন্দোপাধ্যায় এদিন দাবি তুলেছেন, ইডি, সিবিআই-সহ কেন্দ্রীয় এজেন্সিকে স্বশাসিত হোক । নিরপেক্ষভাবে কাজ করুক তারা । কেন্দ্রের চাপেই নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না কেন্দ্রীয় এজেন্সিগুলি ।

এদিন আরও একবার কেন্দ্রীয় এজেন্সি নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী । সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি । একই সঙ্গে লালুপ্রসাদ যাদবের প্রসঙ্গও টেনেও কেন্দ্রকে দুষলেন তিনি । বাংলার মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিরোধীদের দুর্বল করতেই এসব করা হচ্ছে । ভারতে স্বৈরাচারী শাসন চলছে ৷ তা বোঝাতে হিটলার, স্তালিন এবং মুসোলিনির কথাও টানে আনেন মমতা ।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিটলার শাসনের সময়ে, কিংবা স্তালিন, মুসোলিনির সময়েও এই রকম হয়নি । চূড়ান্ত বর্বরতা চলছে । মানুষের বাড়ি ভেঙে দিচ্ছে । বিহার থেকে এসে মালদহে মানুষের বাড়ি ভেঙে দিয়ে চলে গেল । বাংলার পুলিশকে একবার জানাল না ।’’

গত 19 মে মালদার হরিশ্চন্দ্রপুরে বিহার সীমান্তবর্তী সাদলিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় বিহার পুলিশের একটি দল এসে জবরদখলের অভিযোগে একের পর এক বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় । যে জায়গায় এই বাড়িগুলি ছিল সেই অংশ বিহারের সীমানার মধ্যে পড়ে বলে দাবি বিহার পুলিশের । সেই অংশের মধ্যে তৈরি হওয়া বাড়ি ভাঙতেই বুলডোজার নিয়ে আসে বিহার পুলিশের একটি দল । এ দিন তা নিয়েই কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা ।

আরও পড়ুন : Mamata on Fuel Price : রাজ্য তেলের উপর ভ্যাট ছাড়ে অপারগ : মমতা

Last Updated : May 23, 2022, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.