কলকাতা, 31 মে : একশো দিনের টাকা দাও, না হয় বিদায় নাও । মঙ্গলবার শিমুলিয়ায় দলের কর্মিসভা থেকে আবার 100 দিনের কাজ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee)। বিধানসভা নির্বাচনের পর গতকাল প্রথম পুরুলিয়া সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ।
এদিন ছিল সফরের দ্বিতীয় দিন । দ্বিতীয় দিন রাজনৈতিক মঞ্চ থেকেই 100 দিনের কাজের টাকা না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আরও একবার এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Slams Modi Government on MGNREGS Project)। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র । উল্টে দিল্লির সরকার টাকা তুলে নিয়ে যাচ্ছে । ডিসেম্বর থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র ।" মমতার দাবি, হয় টাকা দাও, নয় বিদায় নাও ।
পুরুলিয়ার সভা থেকে এদিন জ্বালানির দাম নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Party Meeting in Purulia) । তিনি বলেন, "কেন্দ্রের উজ্জ্বলা গ্যাস কিনতে গেলে গরিব মানুষকে দিতে হয় 800 টাকা । বাকিদের দিতে হয় হাজার টাকা । তাহলে উজ্জ্বলা ব্যবস্থা করার মানেটা কি? উনুনে রান্না করা ভালো ।"
গতকাল শ্যামনগরের কর্মিসভা থেকে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার একই সুর শোনা গেল মমতার গলায় । পুরুলিয়ার কর্মিসভা থেকে তিনি বলেন, "কখনও লালু প্রসাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি পাঠানো হচ্ছে, কখনও হেমন্ত সোরেনের বাড়িতে যাচ্ছে সিবিআই । কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে কেউ কোনও কথা বলছে না । বিজেপি নেতাদের গ্রেফতার করা উচিত । সবক'টাকে জেলে পুরুক সিবিআই ।"
কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধী দলের নেতাদেরই টার্গেট করা হচ্ছে বলে তোপ দাগেন তিনি । মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের কারণে বারবার আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য । তাঁর আরও অভিযোগ, "মোদি সরকার ভেজাল সরকার । ভোট এলে উজালা, ভোট কাটলে ঘোটালা । বাংলা থেকে টাকা তুলে নিয়ে বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে ।" মমতার একটাই দাবি, 100 দিনের টাকা দাও, নয়তো বিদায় নাও ।