ETV Bharat / city

Mamata Banerjee Slams BJP : লজ্জিত হওয়া উচিত, দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির পর বিজেপিকে তোপ মমতার - কলকাতার দুর্গাপুজো হেরিটেজ স্বীকৃতি দিল ইউনেসকো

বিজেপি-র অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্য়ায় বাংলায় দুর্গাপুজো করতে দেন না ৷ এদিকে দুর্গাপুজোকে (Durga Puja) হেরিটেজ (Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ তারপরই এ নিয়ে বিজেপি-কে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee Slams BJP Over Durga Puja) ৷

mamata banerjee slams bjp over kolkata durga puja after unesco declared it as heritage festival
Mamata Banerjee Slams BJP : ইউনেসকোর হেরিটেজ তালিকায় কলকাতার দুর্গাপুজো, মমতার নিশানায় বিজেপি
author img

By

Published : Dec 16, 2021, 8:29 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ (Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ আর তারপরই বিরোধী বিজেপি-কে তুলোধনা করতে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams BJP Over Kolkata Durga Puja) ৷

আরও পড়ুন : KMC Election 2021: শেষবেলার প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে অভিষেক, দক্ষিণে মমতা

একুশের বিধানসভা ভোটের প্রচারে বাংলাতেও হিন্দুত্বকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ সেই সময় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে ‘হিন্দুবিরোধী’ তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির ৷ তাদের অভিযোগ ছিল, তৃণমূল সরকারের অধীনে বাংলায় নাকি হিন্দুদের দুর্গাপুজো করতে দেওয়া হয় না ! এই প্রেক্ষাপটে দুর্গোৎসবকে ইউনেসকো-র ‘হেরিটেজ’ স্বীকৃতি নিঃসন্দেহে মমতার বড় জয় ৷ আসন্ন কলকাতা পৌর নির্বাচনের আগে এই স্বীকৃতিকে মমতা আরও বেশি করে প্রচারের আলোয় আনবেন বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

বৃহস্পতিবার এই প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁর উপর হিন্দুবিরোধী তকমা সাঁটার চেষ্টা করেছিলেন, যাঁরা বলেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, ইউনেসকোর স্বীকৃতি তাঁদের মাথা হেঁট করে দিয়েছে ৷ মমতার কথায়, ‘‘কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন ৷ তাঁদের দাবি, আমি নাকি রাজ্যে দুর্গাপুজো করতে দিই না ৷ আজ তাঁদের মিথ্যে সকলের সামনে প্রকাশ হয়ে গিয়েছে ৷ তাঁদের লজ্জা হওয়া উচিত ৷ আমরা যা অর্জন করেছি, তার জন্য আজ আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি ৷’’

আরও পড়ুন : Subrata Bakshi Viral Audio Clip : কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রামে হার মমতার, ভাইরাল অডিয়োয় নাম জড়াল সুব্রত বক্সির

উল্লেখ্য, বুধবারই কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকো তাদের হেরিটেজ তালিকায় জায়গা করে দিয়েছে ৷ আর তারপরই এ নিয়ে বিজেপি-র বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো ৷

কলকাতা, 16 ডিসেম্বর : দুর্গাপুজোকে (Durga Puja in Kolkata) হেরিটেজ (Heritage) স্বীকৃতি দিয়েছে ইউনেসকো (UNESCO) ৷ আর তারপরই বিরোধী বিজেপি-কে তুলোধনা করতে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Slams BJP Over Kolkata Durga Puja) ৷

আরও পড়ুন : KMC Election 2021: শেষবেলার প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে অভিষেক, দক্ষিণে মমতা

একুশের বিধানসভা ভোটের প্রচারে বাংলাতেও হিন্দুত্বকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ সেই সময় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের গায়ে ‘হিন্দুবিরোধী’ তকমা সেঁটে দেওয়ার চেষ্টা করে গেরুয়া শিবির ৷ তাদের অভিযোগ ছিল, তৃণমূল সরকারের অধীনে বাংলায় নাকি হিন্দুদের দুর্গাপুজো করতে দেওয়া হয় না ! এই প্রেক্ষাপটে দুর্গোৎসবকে ইউনেসকো-র ‘হেরিটেজ’ স্বীকৃতি নিঃসন্দেহে মমতার বড় জয় ৷ আসন্ন কলকাতা পৌর নির্বাচনের আগে এই স্বীকৃতিকে মমতা আরও বেশি করে প্রচারের আলোয় আনবেন বলেই মত ওয়াকিবহাল মহলের ৷

বৃহস্পতিবার এই প্রসঙ্গে মমতা বলেন, যাঁরা তাঁর উপর হিন্দুবিরোধী তকমা সাঁটার চেষ্টা করেছিলেন, যাঁরা বলেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না, ইউনেসকোর স্বীকৃতি তাঁদের মাথা হেঁট করে দিয়েছে ৷ মমতার কথায়, ‘‘কিছু মানুষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছেন ৷ তাঁদের দাবি, আমি নাকি রাজ্যে দুর্গাপুজো করতে দিই না ৷ আজ তাঁদের মিথ্যে সকলের সামনে প্রকাশ হয়ে গিয়েছে ৷ তাঁদের লজ্জা হওয়া উচিত ৷ আমরা যা অর্জন করেছি, তার জন্য আজ আমি গর্বিত ও সম্মানিত বোধ করছি ৷’’

আরও পড়ুন : Subrata Bakshi Viral Audio Clip : কর্মীদের অসহযোগিতাতেই নন্দীগ্রামে হার মমতার, ভাইরাল অডিয়োয় নাম জড়াল সুব্রত বক্সির

উল্লেখ্য, বুধবারই কলকাতার দুর্গাপুজোকে ইউনেসকো তাদের হেরিটেজ তালিকায় জায়গা করে দিয়েছে ৷ আর তারপরই এ নিয়ে বিজেপি-র বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সুপ্রিমো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.