ETV Bharat / city

Mamata Banerjee on Corruption ভুল শোধরানোর সুযোগ পাইনি, দুর্নীতি প্রসঙ্গে মমতা

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠান ছিল সোমবার ৷ কলকাতার মেয়ো রোডে ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ দুর্নীতি প্রসঙ্গে তাঁর বক্তব্য, কাজ করলে ভুল হয় ৷ কিন্তু তাঁকে ভুল শোধরানোর সুযোগ দেওয়া হয়নি ৷

Mamata Banerjee says she did not get opportunity to rectify errors
Mamata Banerjee on Corruption ভুল শোধরানোর সুযোগ পাইনি, দুর্নীতি প্রসঙ্গে মমতা
author img

By

Published : Aug 29, 2022, 1:49 PM IST

Updated : Aug 29, 2022, 2:36 PM IST

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার কলকাতার মেয়ো রোডের ওই মঞ্চ থেকে মমতা জানালেন, কাজ করতে গেলে ভুল হয় ৷ ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে ৷ কিন্তু তিনি সেই সুযোগ পাননি ৷

এছাড়াও তিনি একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন ৷ তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে, আর তোমরা টিভিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে ৷’’ তাঁকে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া নিয়েও তিনি বিরোধীদের কটাক্ষ করেন ৷ প্রশ্ন করেন, ‘‘ব্রাত্য কেন আমায় পুরস্কার দিল, তা নিয়ে এত জ্বালা ?’’

মহারাষ্ট্রে সরকার (Maharashtra Political Crisis) বদল প্রসঙ্গও তিনি তোলেন ৷ বিজেপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে সরকার ভাঙার অভিযোগ তোলেন ৷ পাশাপাশি দাবি করেন যে ঝাড়খণ্ডেও একই প্রচেষ্টা করছিল বিজেপি (BJP) ৷ যা তিনি আটকে দিয়েছেন ৷ এই নিয়ে তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা কোথা থেকে এল ? আপনারা ঝাড়খণ্ড সরকার ভাঙতে চেয়েছিলেন ৷ আমি আটকে দিয়েছি ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়লা পাচারের (Coal Smuggling Scam) তদন্তে এখন রাজ্যের বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ একেক দিন একেকজন আইপিএস অফিসার দিল্লিতে গিয়ে ইডির (ED) প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘আমার পুলিশ অফিসারদের দিল্লিতে ডেকে হেনস্থা করা, আমিও সিবিআই (CBI), ইডি অফিসারদের ডাকব ৷’’

আরও পড়ুন : কয়লা বা গরু নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি, শাহকে নিশানা অভিষেকের

কলকাতা, 29 অগস্ট : তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সোমবার কলকাতার মেয়ো রোডের ওই মঞ্চ থেকে মমতা জানালেন, কাজ করতে গেলে ভুল হয় ৷ ভুল শুধরে নেওয়ার সুযোগ দিতে হবে ৷ কিন্তু তিনি সেই সুযোগ পাননি ৷

এছাড়াও তিনি একাধিক ইস্যুতে বিরোধীদের আক্রমণ করেন ৷ তিনি বলেন, ‘‘আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে, আর তোমরা টিভিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে আনবে ৷’’ তাঁকে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া নিয়েও তিনি বিরোধীদের কটাক্ষ করেন ৷ প্রশ্ন করেন, ‘‘ব্রাত্য কেন আমায় পুরস্কার দিল, তা নিয়ে এত জ্বালা ?’’

মহারাষ্ট্রে সরকার (Maharashtra Political Crisis) বদল প্রসঙ্গও তিনি তোলেন ৷ বিজেপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে সরকার ভাঙার অভিযোগ তোলেন ৷ পাশাপাশি দাবি করেন যে ঝাড়খণ্ডেও একই প্রচেষ্টা করছিল বিজেপি (BJP) ৷ যা তিনি আটকে দিয়েছেন ৷ এই নিয়ে তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র সরকার ভাঙতে টাকা কোথা থেকে এল ? আপনারা ঝাড়খণ্ড সরকার ভাঙতে চেয়েছিলেন ৷ আমি আটকে দিয়েছি ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কয়লা পাচারের (Coal Smuggling Scam) তদন্তে এখন রাজ্যের বেশ কয়েকজন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ একেক দিন একেকজন আইপিএস অফিসার দিল্লিতে গিয়ে ইডির (ED) প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘আমার পুলিশ অফিসারদের দিল্লিতে ডেকে হেনস্থা করা, আমিও সিবিআই (CBI), ইডি অফিসারদের ডাকব ৷’’

আরও পড়ুন : কয়লা বা গরু নয়, এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি, শাহকে নিশানা অভিষেকের

Last Updated : Aug 29, 2022, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.