কলকাতা, 23 অগস্ট : রাজ্যে স্কুল-কলেজ (School-College) খুলবে কি না, তা নির্ভর করবে রাজ্যে করোনা (Covid-19) পরিস্থিতি কেমন থাকে তার উপর । পুজোর পরেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ (Covid Third Wave) আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে । এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশু ও বাচ্চাদের । এই অবস্থায় স্কুল খোলা হলে বড় ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন : Tarpaulins Theft Case : হাইকোর্টে ত্রিপল চুরি মামলায় শুনানি শেষ, রায়দান স্থগিত
তাই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, তৃতীয় ঢেউ ভয়াবহ আকার না নিলে পুজোর পর খুলবে স্কুল । সোমবার তিনি বলেন, ''পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।'' করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ । কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে । তাই তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ না করলে পুজোর পর স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার । সোমবার নবান্নে সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ।
এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ''পুজোর পর পরিস্থিতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।’’ মমতা যোগ করেন, ‘‘আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে । তার পর দীপাবলী-ভাইফোঁটার ছুটি থাকে স্কুলে । তার আগে তো স্কুল খোলা যাবে না । তবে সে ক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি মাথায় রাখতে হবে ।’’
আরও পড়ুন : Bengal In NFHS-5 Report: রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসায় কেন্দ্র, এনএফএইচএস 5-এ দেশের সেরা বাংলা
করোনাকালে বন্ধ ছিল সমস্ত স্কুল-কলেজ । কিন্তু বর্তমান পরিস্থিতিতে টিকাকরণের হার বেড়েছে । পুজোর আগে আরও অনেক মানুষ টিকাপ্রাপ্ত হয়ে যাবেন । সেই ক্ষেত্রে স্কুল খোলার পথ অনেকটাই প্রশস্ত হবে বলে মনে করছে রাজ্য সরকার ।
উল্লেখ্য, দেশের অনেক রাজ্য, বিশেষ করে উত্তর ভারতে করোনা সংক্রমণ প্রায় তলানিতে এসে যাওয়ায় সেখানে স্কুল খুলে গিয়েছে । কিছু কিছু রাজ্যে প্রাথমিক স্কুলও খুলে গিয়েছে । ফলে শিশুরা অনলাইন পড়াশোনার বোঝা সরিয়ে শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে । পশ্চিমবঙ্গেও অবিলম্বে স্কুল খোলার দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে ।
আরও পড়ুন : By-Election : 7 কেন্দ্রে দ্রুত নির্বাচন করাতে কমিশনকে করোনা রিপোর্ট দেবে তৃণমূল