ETV Bharat / city

Cyclone Asani : ঘূর্ণিঝড় অশনির জেরে দুই জেলা সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

11-13 মে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ৷ প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরেও ৷ সামগ্রিক পরিস্থিতি আগাম পর্যালোচনা করে তাঁর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা সফরের দিনবদল করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee revised her visit schedule to West Midnapore and Jhargram) ৷

Cyclone Asani
ঘূর্ণিঝড় অশনির জেরে দুই জেলা সফর পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
author img

By

Published : May 8, 2022, 6:15 PM IST

কলকাতা, 8 মে : ঘূর্ণিঝড় অশনির কারণে জেলা সফর সূচিতে বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 10 মে অর্থাৎ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 10 মে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ 11-13 মে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ৷ প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরেও ৷ সামগ্রিক পরিস্থিতি আগাম পর্যালোচনা করে জেলা সফরের দিনবদল করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee revised her visit schedule to West Midnapore and Jhargram) ৷

নবান্ন সূত্রে খবর, 10 মে-র পরিবর্তে আগামী 17 মে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরদিন অর্থাৎ, 18 মে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি । একইভাবে ঝাড়গ্রামেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক এবং পঞ্চায়েত স্তরীয় নেতাদের সঙ্গে বৈঠকে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে । ঝাড়গ্রামে 19 মে মুখ্যমন্ত্রী তাঁর কর্মসূচি রূপায়ণ করবেন বলে জানা যাচ্ছে ।

প্রসঙ্গত ইয়াস, আমফানের সময় নবান্নের তরফে যেভাবে কন্ট্রোলরুম খুলে নজরদারি চালানো হয়েছিল এবারও ঠিক তেমনটাই পরিকল্পনা রাজ্য সরকারের ৷ গোটা বিষয়টি তদারকির দায়িত্বে থাকছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ দুর্যোগের দিন মুখ্যমন্ত্রী নিজে নবান্নের কন্ট্রোল রুমে থাকতে পারেন বলে খবর । ইতিমধ্যেই সেচ, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ-সহ একাধিক দফতরকে নিয়ে সমন্বয় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপদকালীন দায়িত্বে থাকা সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হতে পারে বলে খবর ।

আরও পড়ুন : 12 ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি, উপকূলের জেলাগুলিতে জারি সতর্কতা

একইসঙ্গে উপকূলবর্তী যে সকল এলাকায় ঝড়ের ব্যাপক প্রভাবের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এলাকায় জেলা প্রশাসন এবং পুলিশকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে ৷ প্রয়োজনে নীচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷ পাশাপাশি জেলাশাসককে পর্যাপ্ত ত্রাণ এবং উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার কথা বলা হয়েছে ৷

কলকাতা, 8 মে : ঘূর্ণিঝড় অশনির কারণে জেলা সফর সূচিতে বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 10 মে অর্থাৎ, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী 10 মে থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে ৷ 11-13 মে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ৷ প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুরেও ৷ সামগ্রিক পরিস্থিতি আগাম পর্যালোচনা করে জেলা সফরের দিনবদল করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee revised her visit schedule to West Midnapore and Jhargram) ৷

নবান্ন সূত্রে খবর, 10 মে-র পরিবর্তে আগামী 17 মে মেদিনীপুর কলেজিয়েট স্কুল ময়দানে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । পরদিন অর্থাৎ, 18 মে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত স্তরীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি । একইভাবে ঝাড়গ্রামেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক এবং পঞ্চায়েত স্তরীয় নেতাদের সঙ্গে বৈঠকে এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে । ঝাড়গ্রামে 19 মে মুখ্যমন্ত্রী তাঁর কর্মসূচি রূপায়ণ করবেন বলে জানা যাচ্ছে ।

প্রসঙ্গত ইয়াস, আমফানের সময় নবান্নের তরফে যেভাবে কন্ট্রোলরুম খুলে নজরদারি চালানো হয়েছিল এবারও ঠিক তেমনটাই পরিকল্পনা রাজ্য সরকারের ৷ গোটা বিষয়টি তদারকির দায়িত্বে থাকছেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ দুর্যোগের দিন মুখ্যমন্ত্রী নিজে নবান্নের কন্ট্রোল রুমে থাকতে পারেন বলে খবর । ইতিমধ্যেই সেচ, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ-সহ একাধিক দফতরকে নিয়ে সমন্বয় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আপদকালীন দায়িত্বে থাকা সমস্ত সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করা হতে পারে বলে খবর ।

আরও পড়ুন : 12 ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি, উপকূলের জেলাগুলিতে জারি সতর্কতা

একইসঙ্গে উপকূলবর্তী যে সকল এলাকায় ঝড়ের ব্যাপক প্রভাবের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত এলাকায় জেলা প্রশাসন এবং পুলিশকে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে ৷ প্রয়োজনে নীচু এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷ পাশাপাশি জেলাশাসককে পর্যাপ্ত ত্রাণ এবং উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার কথা বলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.