কলকাতা ও বালি, 25 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার কলকাতার নজরুল মঞ্চে গুণীজনদের বঙ্গভূষণ ও বঙ্গ বিভূষণ সম্মান প্রদান করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একের পর এক তোপ দাগেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ঘটনার পর থেকেই তাঁর গায়ে কাদা ছোড়ার চেষ্টা করা হচ্ছে ৷ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার সঙ্গে তাঁর ছবি জুড়ে দিয়ে প্রচার চালানো হচ্ছে ৷ মমতা এমন আচরণের কড়া প্রতিবাদ করেছেন ৷
প্রসঙ্গত, ইতিমধ্য়েই হাওড়ার বালি এলাকায় এমন পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ সেই পোস্টারে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এত পরিমাণ টাকা উদ্ধার হতে দেখে মমতারও মাথায় হাত পড়ে গিয়েছে ! ছবির এই কোলাজের নীচে লেখা হয়েছে, 'এটাই মমতা ব্য়ানার্জির আসল সত্যি !' এই পোস্টার দেখে বেজায় চটেছেন বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্য়ায় ৷ তৃণমূল সূত্রের দাবি, ইতিমধ্যে দলের বালি শাখার হোয়াট্সঅ্য়াপ গ্রুপে একটি 'মেসেজ' পাঠিয়েছেন তিনি ৷ তাতে নির্দেশ দেওয়া হয়েছে, বালির কোথাও এই পোস্টার দেখতে পেলেই তৃণমূল কর্মীরা যেন সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে ফেলেন ৷
আরও পড়ুন: Mamata Banerjee on Corruption: দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা
এই প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এত দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি 'সততার প্রতীক' হিসাবে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস ৷ তখন তো কেউ সেই পোস্টার ছেঁড়েনি ৷ তাহলে এখন কেন বালির বিধায়ক পোস্টার ছিঁড়তে বলছেন ?" উমেশের আশংকা, বিজেপি বিধায়কের এমন মন্তব্য়ে এলাকায় বিশৃঙ্খলা ছড়াবে !
যদিও এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক ৷ তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের দলনেত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷ এমন বহু মানুষ আছেন, যাঁরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পুরো ঘটনা জানেন না ৷ তাঁরা এই কোলাজ করা ছবি দেখলে ভুল বুঝবেন ! এমনটাই মনে করছেন পেশায় চিকিৎসক রানা চট্টোপাধ্যায় ৷ তিনি এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷
প্রতিবাদের এই একই সুর এদিন মমতার গলাতেও ছিল ৷ তাঁর কথায়, "অকারণ আমার দিকে কালি ছোড়ার চেষ্টা করবেন না ৷ আমার হাতেও আলকাতরা আছে ! ওয়াশিং মেশিনে আলকাতরার দাগ যাবে না ৷"