ETV Bharat / city

Mamata Banerjee: 'অকারণ কালি ছোড়ার চেষ্টা করবেন না, আমার হাতেও আলকাতরা আছে', পোস্টার বিতর্কে তোপ মমতার

author img

By

Published : Jul 25, 2022, 6:26 PM IST

Updated : Jul 25, 2022, 6:49 PM IST

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee) গ্রেফতার হওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) পোস্টারে ছেয়ে গিয়েছে হাওড়ার বালি বিধানসভা এলাকা ৷ তাতে উদ্ধার হওয়া টাকার সঙ্গেই মমতার ছবি কোলাজ করা হয়েছে ৷ এই ঘটনার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী স্বয়ং ৷ পোস্টার ছেঁড়ার নির্দেশ বালির বিধায়কের ৷

Mamata Banerjee reaction on poster controversy regarding SSC Recruitment Scam
Mamata Banerjee: 'অকারণ কালি ছোড়ার চেষ্টা করবেন না, আমার হাতেও আলকাতরা আছে !', পোস্টার বিতর্কে তোপ মমতার

কলকাতা ও বালি, 25 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার কলকাতার নজরুল মঞ্চে গুণীজনদের বঙ্গভূষণ ও বঙ্গ বিভূষণ সম্মান প্রদান করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একের পর এক তোপ দাগেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ঘটনার পর থেকেই তাঁর গায়ে কাদা ছোড়ার চেষ্টা করা হচ্ছে ৷ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার সঙ্গে তাঁর ছবি জুড়ে দিয়ে প্রচার চালানো হচ্ছে ৷ মমতা এমন আচরণের কড়া প্রতিবাদ করেছেন ৷

প্রসঙ্গত, ইতিমধ্য়েই হাওড়ার বালি এলাকায় এমন পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ সেই পোস্টারে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এত পরিমাণ টাকা উদ্ধার হতে দেখে মমতারও মাথায় হাত পড়ে গিয়েছে ! ছবির এই কোলাজের নীচে লেখা হয়েছে, 'এটাই মমতা ব্য়ানার্জির আসল সত্যি !' এই পোস্টার দেখে বেজায় চটেছেন বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্য়ায় ৷ তৃণমূল সূত্রের দাবি, ইতিমধ্যে দলের বালি শাখার হোয়াট্সঅ্য়াপ গ্রুপে একটি 'মেসেজ' পাঠিয়েছেন তিনি ৷ তাতে নির্দেশ দেওয়া হয়েছে, বালির কোথাও এই পোস্টার দেখতে পেলেই তৃণমূল কর্মীরা যেন সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে ফেলেন ৷

আরও পড়ুন: Mamata Banerjee on Corruption: দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা

এই প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এত দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি 'সততার প্রতীক' হিসাবে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস ৷ তখন তো কেউ সেই পোস্টার ছেঁড়েনি ৷ তাহলে এখন কেন বালির বিধায়ক পোস্টার ছিঁড়তে বলছেন ?" উমেশের আশংকা, বিজেপি বিধায়কের এমন মন্তব্য়ে এলাকায় বিশৃঙ্খলা ছড়াবে !

যদিও এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক ৷ তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের দলনেত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷ এমন বহু মানুষ আছেন, যাঁরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পুরো ঘটনা জানেন না ৷ তাঁরা এই কোলাজ করা ছবি দেখলে ভুল বুঝবেন ! এমনটাই মনে করছেন পেশায় চিকিৎসক রানা চট্টোপাধ্যায় ৷ তিনি এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷

প্রতিবাদের এই একই সুর এদিন মমতার গলাতেও ছিল ৷ তাঁর কথায়, "অকারণ আমার দিকে কালি ছোড়ার চেষ্টা করবেন না ৷ আমার হাতেও আলকাতরা আছে ! ওয়াশিং মেশিনে আলকাতরার দাগ যাবে না ৷"

কলকাতা ও বালি, 25 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ও তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্য়ায়ের (Arpita Mukherjee) গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ সোমবার কলকাতার নজরুল মঞ্চে গুণীজনদের বঙ্গভূষণ ও বঙ্গ বিভূষণ সম্মান প্রদান করা হয় ৷ সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে একের পর এক তোপ দাগেন মমতা ৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, এই ঘটনার পর থেকেই তাঁর গায়ে কাদা ছোড়ার চেষ্টা করা হচ্ছে ৷ অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার সঙ্গে তাঁর ছবি জুড়ে দিয়ে প্রচার চালানো হচ্ছে ৷ মমতা এমন আচরণের কড়া প্রতিবাদ করেছেন ৷

প্রসঙ্গত, ইতিমধ্য়েই হাওড়ার বালি এলাকায় এমন পোস্টার ঘিরে বিতর্ক ছড়িয়েছে ৷ সেই পোস্টারে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এত পরিমাণ টাকা উদ্ধার হতে দেখে মমতারও মাথায় হাত পড়ে গিয়েছে ! ছবির এই কোলাজের নীচে লেখা হয়েছে, 'এটাই মমতা ব্য়ানার্জির আসল সত্যি !' এই পোস্টার দেখে বেজায় চটেছেন বালির তৃণমূল বিধায়ক রানা চট্টোপাধ্য়ায় ৷ তৃণমূল সূত্রের দাবি, ইতিমধ্যে দলের বালি শাখার হোয়াট্সঅ্য়াপ গ্রুপে একটি 'মেসেজ' পাঠিয়েছেন তিনি ৷ তাতে নির্দেশ দেওয়া হয়েছে, বালির কোথাও এই পোস্টার দেখতে পেলেই তৃণমূল কর্মীরা যেন সঙ্গে সঙ্গে তা ছিঁড়ে ফেলেন ৷

আরও পড়ুন: Mamata Banerjee on Corruption: দুর্নীতিকে সমর্থন করা আমার নেশাও নয়, পেশাও নয়: মমতা

এই প্রসঙ্গে বিজেপি-র রাজ্য সম্পাদক উমেশ রাই বলেন, "এত দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছবি 'সততার প্রতীক' হিসাবে প্রচার করেছে তৃণমূল কংগ্রেস ৷ তখন তো কেউ সেই পোস্টার ছেঁড়েনি ৷ তাহলে এখন কেন বালির বিধায়ক পোস্টার ছিঁড়তে বলছেন ?" উমেশের আশংকা, বিজেপি বিধায়কের এমন মন্তব্য়ে এলাকায় বিশৃঙ্খলা ছড়াবে !

যদিও এমন অভিযোগ মানতে নারাজ তৃণমূল বিধায়ক ৷ তাঁর বক্তব্য, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের দলনেত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে ৷ এমন বহু মানুষ আছেন, যাঁরা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত পুরো ঘটনা জানেন না ৷ তাঁরা এই কোলাজ করা ছবি দেখলে ভুল বুঝবেন ! এমনটাই মনে করছেন পেশায় চিকিৎসক রানা চট্টোপাধ্যায় ৷ তিনি এই ধরনের আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷

প্রতিবাদের এই একই সুর এদিন মমতার গলাতেও ছিল ৷ তাঁর কথায়, "অকারণ আমার দিকে কালি ছোড়ার চেষ্টা করবেন না ৷ আমার হাতেও আলকাতরা আছে ! ওয়াশিং মেশিনে আলকাতরার দাগ যাবে না ৷"

Last Updated : Jul 25, 2022, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.