ETV Bharat / city

Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা

উপনির্বাচনে ভোটের প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ জনসংযোগ সারলেন কলকাতার 77 নম্বর ওয়ার্ডে ৷ পৌঁছে গেলেন মানুষের দরজায় ৷ সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ৷

Mamata Banerjee on election campaign at 77 number ward
Mamata Banerjee : ভোটের প্রচারে আচমকাই 77 নম্বর ওয়ার্ডে মমতা
author img

By

Published : Sep 13, 2021, 8:09 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজের নিজের মতো করে ভোটের প্রচার শুরু করে দিয়েছে ৷ প্রচারে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করেছেন তিনি ৷ আর সোমবার প্রশাসনিক কাজ সেরে 77 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন মমতা ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

করোনা আবহে ভোটের প্রচারে বড় সভা, সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ করা যাবে না মিছিলও ৷ এই অবস্থায় ছোট ছোট মিটিংই ভরসা প্রার্থীদের ৷ সোমবার সেই লক্ষ্যেই পথে নেমে প্রয়োজনীয় জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী ৷ শুধু তাই নয় ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ভাল-মন্দের খবরও নিলেন তিনি ৷

এদিন আচমকাই নবান্ন থেকে বেরিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 77 নম্বর ওয়ার্ডে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডে তৃণমূলের প্রচারের দায়িত্বে থাকা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা ৷ তাঁদের খবরাখবর নেন তিনি ৷ প্রসঙ্গত, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হল, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ ৷ সেই স্লোগানকে সত্যি করেই মমতা এদিন কার্যত স্থানীয় বাসিন্দাদের ঘরের একজন হয়ে ওঠেন ৷ খিদিরপুর 25 পল্লির দুর্গাপুজো যেখানে হয়, এদিন সেখানেও কিছুক্ষণ আড্ডা দেন মমতা ৷ এরপর স্থানীয় মসজিদে গিয়ে সেখানকার ইমামের সঙ্গে কথা বলেন তিনি ৷ তারপর রওনা দেন বাড়ির উদ্দেশে ৷

Mamata Banerjee on election campaign at 77 number ward
ভবানীপুরে ভোটের প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

মমতা যে উপনির্বাচনের লড়াইকেও হালকাভাবে নিচ্ছেন না, তাঁর এদিনের প্রচার কৌশলেই তা স্পষ্ট ৷ অন্তত এমনই মত সংশ্লিষ্ট মহলের ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, নন্দীগ্রাম থেকে শিক্ষা নিয়েই নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটকৌশল, সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিচ্ছেন দলনেত্রী নিজে ৷ তৃণমূল সূত্রের খবর, আগামী দিনেও একইভাবে নবান্নের কাজ সেরে মানুষের দরজায় পৌঁছে যেতে পারেন মমতা ৷ তাঁর মূল লক্ষ্য একটাই ৷ ভবানীপুরে জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়া ৷

কলকাতা, 13 সেপ্টেম্বর : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের নির্ঘণ্ট আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷ ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল নিজের নিজের মতো করে ভোটের প্রচার শুরু করে দিয়েছে ৷ প্রচারে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভা করেছেন তিনি ৷ আর সোমবার প্রশাসনিক কাজ সেরে 77 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারলেন মমতা ৷

আরও পড়ুন : Bhabanipur By Election: ‘ভবানীপুরের ঘরের মেয়ে’, মমতার হয়ে প্রচারে বললেন ফিরহাদ

করোনা আবহে ভোটের প্রচারে বড় সভা, সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন ৷ করা যাবে না মিছিলও ৷ এই অবস্থায় ছোট ছোট মিটিংই ভরসা প্রার্থীদের ৷ সোমবার সেই লক্ষ্যেই পথে নেমে প্রয়োজনীয় জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী ৷ শুধু তাই নয় ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ভাল-মন্দের খবরও নিলেন তিনি ৷

এদিন আচমকাই নবান্ন থেকে বেরিয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 77 নম্বর ওয়ার্ডে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন এই ওয়ার্ডে তৃণমূলের প্রচারের দায়িত্বে থাকা রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ৷ স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন মমতা ৷ তাঁদের খবরাখবর নেন তিনি ৷ প্রসঙ্গত, উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হল, ‘উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে’ ৷ সেই স্লোগানকে সত্যি করেই মমতা এদিন কার্যত স্থানীয় বাসিন্দাদের ঘরের একজন হয়ে ওঠেন ৷ খিদিরপুর 25 পল্লির দুর্গাপুজো যেখানে হয়, এদিন সেখানেও কিছুক্ষণ আড্ডা দেন মমতা ৷ এরপর স্থানীয় মসজিদে গিয়ে সেখানকার ইমামের সঙ্গে কথা বলেন তিনি ৷ তারপর রওনা দেন বাড়ির উদ্দেশে ৷

Mamata Banerjee on election campaign at 77 number ward
ভবানীপুরে ভোটের প্রচারে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন : Bhabanipur By-Election : চাই রেকর্ড ব্যবধান, ভবানীপুরে অবাঙালি ভোটব্যাঙ্কে বাড়তি নজর তৃণমূলের

মমতা যে উপনির্বাচনের লড়াইকেও হালকাভাবে নিচ্ছেন না, তাঁর এদিনের প্রচার কৌশলেই তা স্পষ্ট ৷ অন্তত এমনই মত সংশ্লিষ্ট মহলের ৷ বিশেষজ্ঞরা মনে করছেন, নন্দীগ্রাম থেকে শিক্ষা নিয়েই নির্বাচনী প্রচার থেকে শুরু করে ভোটকৌশল, সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিচ্ছেন দলনেত্রী নিজে ৷ তৃণমূল সূত্রের খবর, আগামী দিনেও একইভাবে নবান্নের কাজ সেরে মানুষের দরজায় পৌঁছে যেতে পারেন মমতা ৷ তাঁর মূল লক্ষ্য একটাই ৷ ভবানীপুরে জয়ের ব্যবধান বাড়িয়ে নেওয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.