কলকাতা, 17 ডিসেম্বর : একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলার প্রতিটি বিধানসভা আসনে প্রার্থী তিনি, মানুষ যেন তাঁকে দেখেই ভোট দেন ৷ তাঁর সেই আবেদনে সাড়া দিয়েছিল বাংলা ৷ এবার পৌরভোটের শেষবেলার প্রচারে নেমে কলকাতাবাসীর সেই মমতা-আবেগই উস্কে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishekh Banerjee says Mamata is the candidate in all 144 seats in KMC election )। গতকাল উত্তর কলকাতার পর শুক্রবার দক্ষিণ কলকাতার প্রার্থীদের নিয়ে বালিগঞ্জ থানা থেকে কালীঘাট পর্যন্ত 6 কিলোমিটার মিছিল করেন অভিষেক ।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলেন, "আগামী 19 ডিসেম্বরের নির্বাচনে ভারতবর্ষে আমাদের দৃষ্টান্ত তৈরি করতে হবে । বহিরাগত নেতা, বিজেপি শাসিত রাজ্য এবং বাংলার মধ্যে এটাই পার্থক্য । শান্তিপূর্ণ অবাধ ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে । মানুষ নিজের ভোট নিজে দেবেন এবং ভোকাট্টা করে ভারতীয় জনতা পার্টিকে কলকাতা ছাড়া করতে হবে । 144টি ওয়ার্ডের সবক‘টি বুথে যাতে উন্নয়ন অব্যাহত থাকে সেজন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জিতিয়ে আনতে হবে । কলকাতার এগারোটা বিধানসভার মধ্যে সবক‘টি বিধানসভায় 6 মাস আগে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে জিতিয়েছেন। এখানে তৃণমূলের বিধায়ক রয়েছেন, তৃণমূলের সাংসদ রয়েছেন । জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, সেখানে উন্নয়ন যাতে আরও ত্বরান্বিত হয়, তাই আপনার ওয়ার্ডে আপনার মনোনীত প্রার্থী যাতে তৃণমূল কংগ্রেসেরই হয় সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে ।"
এদিন অভিষেক আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া । এখানে কোনও নির্দিষ্ট প্রার্থীকে আপনি ভোট দিচ্ছেন না। ভোট দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ কলকাতার 144টি ওয়ার্ডে মমতাই প্রার্থী । একটা জোড়া ফুলে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া ।"
এদিন তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, 2021 সালের মে মাসে যেভাবে সবাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তার একটা অ্যাকশন রিপ্লে কলকাতার পৌরভোটেও দেখতে চান তিনি । তাঁর মতে বিরোধীদের পায়ের তলার মাটি নেই। তাই তাঁরা গোলমাল পাকিয়ে মিডিয়াকে দেখাতে চাইবেন । তাই সচেতন থাকতে হবে। যদি কেউ অশান্তি করতে যায় তাঁদের ঘাড় ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে ।
আরও পড়ুন : কলকাতা পৌরনিগম নির্বাচন নিয়ে তৃণমূল স্তুতি জয় বন্দ্যোপাধ্যায়ের
অভিষেক আরও বলেন, "আইনশৃঙ্খলার অবনতি যদি কোনও কারণে হয়, সঙ্গে সঙ্গে থানায় জানাবেন । নির্বাচন যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হয় তা আমাদের সবাইকে নিশ্চিত করতে হবে । গণতান্ত্রিক পদ্ধতিতে উৎসবের মেজাজে নির্বাচন হোক । আমি দায়িত্ব নিয়ে বলছি 135-এর বেশি আসন তৃণমূল কংগ্রেস কলকাতায় পাবে ।’’ এর পরেই দলীয় কর্মীদের সাবধান করে দেন অভিষেক । তাঁর স্পষ্ট বার্তা, কারও কারণে যদি দল কলুষিত হয়, দলকে অস্বস্তির মধ্যে পড়তে হয়, তার পিছনে যত বড় নেতারই হাত থাকুক না কেন তাকে দল রেওয়াত করবে না।