ETV Bharat / city

21 July-CPM : একুশে জুলাইয়ের মঞ্চে সিপিএমের সমালোচনা করতেই ভুলে গেলেন মমতা ! - Trinamool Congress latest news today

বামফ্রন্টকে কাঠগড়ায় তুলে এতদিন পালন করা হয়েছে একুশে জুলাইয়ের শহিদ দিবস ৷ কিন্তু বুধবার একবারও সিপিএমের নাম মুখে আনলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুধুই বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন ৷

mamata banerjee forget to attack cpim from 21 july meeting
একুশে জুলাইয়ের মঞ্চে সিপিএমের সমালোচনা করতে ভুলেই গেলেন মমতা !
author img

By

Published : Jul 21, 2021, 9:38 PM IST

কলকাতা, 21 জুলাই : শহিদ দিবস ৷ 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি প্রতি বছর পালন করা হয় ৷ যেহেতু তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই আন্দোলনের পুরোভাগে, তাই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর শহিদ দিবসের মূল অনুষ্ঠান মমতার নেতৃত্বেই হয় ৷

এবারও তার ব্যতিক্রম হল না ৷ পার্থক্য শুধু করোনা পরিস্থিতির জন্য এবারের সমাবেশ ভিক্টোরিয়া হাউজের সামনে না হয়ে হল ভার্চুয়ালি ৷ কালীঘাটে নিজের বাড়ি থেকে ভাষণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই ভাষণের কোথাও সিপিএম বা বামফ্রন্টের নাম উল্লেখ করলেন তৃণমূল নেত্রী ৷ যা দেখে রীতিমতো বিস্মিত রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার

তাদের বক্তব্য, যেদিন এই ঘটনা ঘটেছিল, তখন বাংলার মসনদে বামফ্রন্ট সরকার ৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাই এতদিন এই ঘটনা নিয়ে বামফ্রন্টকেই কাঠগড়ায় তুলেছেন মমতা ৷ প্রতি বছর শহিদ দিবসের মঞ্চ থেকে কড়া ভাষায় সিপিএমের সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী ৷ মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনও সমালোচনা করতেন সিপিএমের ৷ এমনকি, মুখ্যমন্ত্রী হওয়ার পরও একুশের মঞ্চ থেকে সিপিএম বিরোধিতা থেকে একবারও সরেননি ৷

অথচ এদিন তিনি একবার সিপিএম-কংগ্রেস কারও নাম উল্লেখ করলেন না ৷ বরং টানা বিরোধিতা করে গেলেন বিজেপির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা ইস্যুতে সমালোচনা করলেন ৷ করোনা পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলেও এদিন অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Bengal Politics : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

তাছাড়া তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলকে এখন থেকেই এক জোট হওয়ার বার্তা দিয়েছেন ৷ তিনি যখন দিল্লি সফর করবেন, তখন বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাবও দেন মমতা ৷ এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও মমতা বিঁধেছেন মোদি সরকারকে ৷ সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে সুয়োমোটো মামলা করার আর্জি জানিয়েছেন ৷

তাঁর আরও অভিযোগ, বিজেপি শুধু স্বৈরতন্ত্রে বিশ্বাসী ৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি গণতন্ত্র ? মমতা এদিন দাবি করেন, ভোটের পর কোনও হিংসা হয়নি রাজ্যে ৷ বিজেপি নেতারা মানবাধিকার কমিশনের সদস্য ৷ গণতন্ত্র সংকটে রয়েছে বলে দাবি করেন তিনি ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

তাই কেন্দ্রে বিজেপিকে সরিয়ে প্রো-পিপল সরকার গড়ার আহ্বান জানিয়েছেন মমতা ৷ সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে এবার রাজ্যে রাজ্যে খেলা হবে স্লোগান নিয়ে ঝড় তুলবে তৃণমূল ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে কেন এমন করলেন তৃণমূল নেত্রী ? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সিপিএম এখন আর তৃণমূলের পক্ষে বিপজ্জনক নয় ৷ বরং বিজেপি এখন অনেক বেশি কঠিন প্রতিপক্ষ ৷ সেই কারণেই এদিন চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

কলকাতা, 21 জুলাই : শহিদ দিবস ৷ 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই কর্মসূচি প্রতি বছর পালন করা হয় ৷ যেহেতু তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই আন্দোলনের পুরোভাগে, তাই তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর শহিদ দিবসের মূল অনুষ্ঠান মমতার নেতৃত্বেই হয় ৷

এবারও তার ব্যতিক্রম হল না ৷ পার্থক্য শুধু করোনা পরিস্থিতির জন্য এবারের সমাবেশ ভিক্টোরিয়া হাউজের সামনে না হয়ে হল ভার্চুয়ালি ৷ কালীঘাটে নিজের বাড়ি থেকে ভাষণ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সেই ভাষণের কোথাও সিপিএম বা বামফ্রন্টের নাম উল্লেখ করলেন তৃণমূল নেত্রী ৷ যা দেখে রীতিমতো বিস্মিত রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার

তাদের বক্তব্য, যেদিন এই ঘটনা ঘটেছিল, তখন বাংলার মসনদে বামফ্রন্ট সরকার ৷ মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাই এতদিন এই ঘটনা নিয়ে বামফ্রন্টকেই কাঠগড়ায় তুলেছেন মমতা ৷ প্রতি বছর শহিদ দিবসের মঞ্চ থেকে কড়া ভাষায় সিপিএমের সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী ৷ মমতা যখন বিরোধী নেত্রী ছিলেন, তখনও সমালোচনা করতেন সিপিএমের ৷ এমনকি, মুখ্যমন্ত্রী হওয়ার পরও একুশের মঞ্চ থেকে সিপিএম বিরোধিতা থেকে একবারও সরেননি ৷

অথচ এদিন তিনি একবার সিপিএম-কংগ্রেস কারও নাম উল্লেখ করলেন না ৷ বরং টানা বিরোধিতা করে গেলেন বিজেপির ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা ইস্যুতে সমালোচনা করলেন ৷ করোনা পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী ব্যর্থ বলেও এদিন অভিযোগ করেছেন ৷

আরও পড়ুন : Bengal Politics : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

তাছাড়া তিনি 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলকে এখন থেকেই এক জোট হওয়ার বার্তা দিয়েছেন ৷ তিনি যখন দিল্লি সফর করবেন, তখন বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাবও দেন মমতা ৷ এছাড়া পেগাসাস ইস্যু নিয়েও মমতা বিঁধেছেন মোদি সরকারকে ৷ সুপ্রিম কোর্টের কাছে এই নিয়ে সুয়োমোটো মামলা করার আর্জি জানিয়েছেন ৷

তাঁর আরও অভিযোগ, বিজেপি শুধু স্বৈরতন্ত্রে বিশ্বাসী ৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন, এটা কি গণতন্ত্র ? মমতা এদিন দাবি করেন, ভোটের পর কোনও হিংসা হয়নি রাজ্যে ৷ বিজেপি নেতারা মানবাধিকার কমিশনের সদস্য ৷ গণতন্ত্র সংকটে রয়েছে বলে দাবি করেন তিনি ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

তাই কেন্দ্রে বিজেপিকে সরিয়ে প্রো-পিপল সরকার গড়ার আহ্বান জানিয়েছেন মমতা ৷ সঙ্গে তিনি ঘোষণা করেছেন যে এবার রাজ্যে রাজ্যে খেলা হবে স্লোগান নিয়ে ঝড় তুলবে তৃণমূল ৷

স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে কেন এমন করলেন তৃণমূল নেত্রী ? রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সিপিএম এখন আর তৃণমূলের পক্ষে বিপজ্জনক নয় ৷ বরং বিজেপি এখন অনেক বেশি কঠিন প্রতিপক্ষ ৷ সেই কারণেই এদিন চড়া সুরে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Martyrs' Day 21 July : শহিদ দিবস সর্বভারতীয়, দিল্লিতে 21 জুলাইয়ের মঞ্চে জয়া-চিদম্বরম-শরদরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.