ETV Bharat / city

TMC 21 July : পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান - narendra modi

2021-এর বিধানসভা নির্বাচনের জয়ে প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কৃতিত্ব রয়েছে, তা বোঝালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জয়ের জন্য ধন্যবাদ দিলেন মমতা ৷

mamata banerjee congratulate prashant kishor and abhishek banerjee for trinamool congress historic win in west bengal assembly poll
পিকে-অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ মমতা দিলেন আগামীর তৃণমূল গড়ার আহ্বান
author img

By

Published : Jul 21, 2021, 8:56 PM IST

কলকাতা, 21 জুলাই : কয়েক মাস আগেই গেল গেল রব উঠেছিল তৃণমূল কংগ্রেসকে নিয়ে ৷ অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস এবার আর বিধানসভা নির্বাচনে জিততে পারবে না ৷ কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে ভোটের ময়দানে ডাবল সেঞ্চুরি করেছে ঘাসফুল শিবির ৷ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তাঁকে এবং তাঁর দলকে তৃতীয়বারের জন্য জেতানোয় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা করতে গিয়েই শুরুতেই তিনি ‘মা-মাটি-মানুষ’-কে ধন্যবাদ দেন ৷ আর তার পরই তিনি ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের তথ্য-প্রযুক্তি অংশের সদস্যদের এবং প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাককে ৷

আরও পড়ুন : Bengal Politics : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত খারাপ ফল করেছিল তৃণমূল ৷ তার পর মূলত অভিষেকের উদ্যোগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর যুক্ত হন তৃণমূলের সঙ্গে ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে পিকে-র কৌশলই এবারের ভোটে বিজেপির বিরুদ্ধে মমতার লড়াইয়ের অন্যতম বড়শক্তি ছিল ৷ তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকেও অনস্বীকার্য বলে মনে করে রাজনৈতিক ৷

সেই কারণে ভোট মিটতেই দলে প্রোমোশন পেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ এতদিন তিনি ছিলেন তৃণমূলের যুব সভাপতি ৷ কিন্তু এখন তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ঘাসফুল শিবিরের অন্দর মহলের খবর, অভিষেক এখন দলের রণকৌশল ঠিক করেন ৷ কীভাবে কর্মসূচি পালন হবে, তাতেও তাঁর বড় ভূমিকা থাকে ৷ যেমন এদিন বক্তৃতার সময় মমতাকে মাঝেমাঝেই লিখে রাখা বক্তৃতা পাঠ করতে দেখা যাচ্ছিল ৷ যা সচরাচর তিনি করেন না ৷ এর মধ্যেও অভিষেকের পরিকল্পনা দেখতে পাচ্ছেন অনেকে ৷

আরও পড়ুন : Bengal Politics : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

অন্যদিকে মমতা এদিন নিজের ভাষণে আগামিদিনে তৃণমূল কোন পথে চলবে, তার দিশা দেখিয়েছেন ৷ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, দলের ভাবমূর্তি আরও ভালো করতে হবে ৷ উন্নততর তৃণমূল গড়তে হবে ৷ তবেই উন্নততর দেশ গড়ার আওয়াজ সকলের কাছে পৌঁছে দেওয়া যাবে ৷ নতুনদের নিয়ে আসতে হবে ৷ ছাত্র-যুবরা না এলে আগামী দিন দলটা কে করবে ?

রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে গত কয়েক বছরে বহু অভিযোগ উঠেছে, তা থেকে দলকে মুক্ত করতেই কার্যত এই বার্তা দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

কলকাতা, 21 জুলাই : কয়েক মাস আগেই গেল গেল রব উঠেছিল তৃণমূল কংগ্রেসকে নিয়ে ৷ অনেকেই ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস এবার আর বিধানসভা নির্বাচনে জিততে পারবে না ৷ কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে ভোটের ময়দানে ডাবল সেঞ্চুরি করেছে ঘাসফুল শিবির ৷ তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তাঁকে এবং তাঁর দলকে তৃতীয়বারের জন্য জেতানোয় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সমাবেশে বক্তৃতা করতে গিয়েই শুরুতেই তিনি ‘মা-মাটি-মানুষ’-কে ধন্যবাদ দেন ৷ আর তার পরই তিনি ধন্যবাদ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের তথ্য-প্রযুক্তি অংশের সদস্যদের এবং প্রশান্ত কিশোর ও তার সংস্থা আইপ্যাককে ৷

আরও পড়ুন : Bengal Politics : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত খারাপ ফল করেছিল তৃণমূল ৷ তার পর মূলত অভিষেকের উদ্যোগেই ভোটকুশলী প্রশান্ত কিশোর যুক্ত হন তৃণমূলের সঙ্গে ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে পিকে-র কৌশলই এবারের ভোটে বিজেপির বিরুদ্ধে মমতার লড়াইয়ের অন্যতম বড়শক্তি ছিল ৷ তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকেও অনস্বীকার্য বলে মনে করে রাজনৈতিক ৷

সেই কারণে ভোট মিটতেই দলে প্রোমোশন পেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ ৷ এতদিন তিনি ছিলেন তৃণমূলের যুব সভাপতি ৷ কিন্তু এখন তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ ঘাসফুল শিবিরের অন্দর মহলের খবর, অভিষেক এখন দলের রণকৌশল ঠিক করেন ৷ কীভাবে কর্মসূচি পালন হবে, তাতেও তাঁর বড় ভূমিকা থাকে ৷ যেমন এদিন বক্তৃতার সময় মমতাকে মাঝেমাঝেই লিখে রাখা বক্তৃতা পাঠ করতে দেখা যাচ্ছিল ৷ যা সচরাচর তিনি করেন না ৷ এর মধ্যেও অভিষেকের পরিকল্পনা দেখতে পাচ্ছেন অনেকে ৷

আরও পড়ুন : Bengal Politics : নিজেদের স্বার্থ ভুলে এক হতে হবে, বিজেপি বিরোধীদের বৈঠক ডাকার প্রস্তাব মমতার

অন্যদিকে মমতা এদিন নিজের ভাষণে আগামিদিনে তৃণমূল কোন পথে চলবে, তার দিশা দেখিয়েছেন ৷ কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, দলের ভাবমূর্তি আরও ভালো করতে হবে ৷ উন্নততর তৃণমূল গড়তে হবে ৷ তবেই উন্নততর দেশ গড়ার আওয়াজ সকলের কাছে পৌঁছে দেওয়া যাবে ৷ নতুনদের নিয়ে আসতে হবে ৷ ছাত্র-যুবরা না এলে আগামী দিন দলটা কে করবে ?

রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে গত কয়েক বছরে বহু অভিযোগ উঠেছে, তা থেকে দলকে মুক্ত করতেই কার্যত এই বার্তা দিয়ে রাখলেন তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন : Supreme Court : সুয়োমোটো করে দেশকে 'বাঁচাতে' সুপ্রিম কোর্টকে আবেদন মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.