কলকাতা, 17 অগস্ট: রাজ্যে তৈরি হবে প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Mamata Announces Sports University)৷ যেখানে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে ফুটবলের জন্য প্রশিক্ষণ পাবে। ইস্টবেঙ্গল ক্লাবে গিয়ে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ এ ছাড়াও মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গল ক্লাব ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে 50 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই সত্যমের সঙ্গে এই নিয়ে কথা হয়েছে বলে এ দিন জানান মমতা ৷ পাশাপাশি এই ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে সাহায্য করবে ইমামিও ৷
এ দিন ইস্টবেঙ্গলের আর্কাইভের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান বা মহমেডান নয়, এ ধরনের আর্কাইভ প্রত্যেকটা ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত সংগঠনের থাকা উচিত । তিনিও বলেন, ইস্টবেঙ্গলের এই আর্কাইভ শুধু রাজ্য বা দেশের নয় বিশ্বের অন্যতম সেরা আর্কাইভগুলির মধ্যে একটি । এটা মুখে বলে প্রকাশ করা যাবে না । আমি ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ জানাব, তারা ভবিষ্যতের জন্য একটা আর্কাইভ করে গেলেন ।"
ক্রীড়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলতে গিয়ে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি একটু আগেই একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম । তিনি আর কেউ নন, আমাদের শিক্ষামন্ত্রী । আমি যে কোনও কাজ করার আগে যে দায়িত্বে আছে তাঁকে ছুঁয়ে নিই । সেই মতো আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে নিলাম । আমি গোয়েঙ্কাদের সঙ্গেও কথা বলে নিয়েছি । আমাদের সব আছে কিন্তু কোনও স্পোর্টস ইউনিভার্সিটি নেই । আসুন একটা স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করি ।"
আরও পড়ুন: খেলা হবে দিবস নিয়ে রাজনৈতিক তরজা, বিজেপি ও তৃণমূল জমি ছাড়ছে না কেউ
মমতার কথায়, "আগামী দিনে এখান থেকে অনেক ছেলেমেয়ে ক্রীড়া নিয়ে পড়াশোনা করতে পারবে । আগামিদিনে একাধিক স্পোর্টস স্কুল তৈরি হবে । আমরা জানি এভাবেই চিন তাদের দেশে স্পোর্টস স্কুল তৈরি করেছিল । আসুন, এই বাংলায় একটা সরকারি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করি । সেখানে ইমামিরাও সঙ্গে থাকবে । চুঁচুড়ায় ইতিমধ্যেই সত্যমদের এ ধরনের একটা বিশ্ববিদ্যালয় করার কথা বলেছি । সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ।" মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে চিন্তা করার দরকার নেই তিনি দেখে নেবেন । তাঁর মতে, ক্রীড়া বিশ্ববিদ্যালয় হলে ছেলেমেয়েরা ছোটবেলা থেকেই খেলাধুলায় প্রশিক্ষিত হবে । এখানে ওখানে ঘুরে বেড়াতে হবে না ।
এ বারের দুর্গাপুজোয় অন্যান্য ক্লাবের সঙ্গে তিনি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহমেডানকেও উৎসবে শামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "এ বারের পুজোয় আপনারা সবাই পাড়ায় পাড়ায় যাবেন । এ বারের পুজো কিন্তু বিশ্বসেরা । আমাদের দুর্গা পুজো ইউনেস্কোর বিশ্বসেরা অ্যাওয়ার্ড পেয়েছে । আগামী 21 তারিখে পুজোর ক্লাবগুলোর সঙ্গে মিটিং আছে । 1 তারিখে দুর্গাপুজো ক্লাবগুলিকে নিয়ে মিছিল হবে । আমি মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহমেডান ক্লাবকেও এই উৎসবে আমন্ত্রণ জানিয়ে গেলাম ।"
এ দিন এই মঞ্চ থেকেই তাঁর খেলা হবে স্লোগান নিয়েও ব্যাখ্যা দিয়েছেন মমতা । মুখ্যমন্ত্রীর ভাষায়, "আমি ফুটবল ভালোবাসি বলেই খেলা হবে স্লোগানটা দিয়েছিলাম । মনে রাখবেন, আমি বাড়িতে 100 বার ফুটবল নাচাই । খেলা হবে এটাকে মনে রাখার জন্য আমি এসব করি । আমি খেলতে ভালোবাসি । তবে মার খেতে খেতে সিপিএমের আমলে আমার দুটো হাতেই অপারেশন হয়েছে । আমার দুটো পায়ে অপারেশন হয়েছে । কোমরেও চোট আছে । তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি এবং খেলি ।"