ETV Bharat / city

Mamata Banerjee : আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারে, ভোটপ্রচারে বললেন মমতা - Bhabanipur assembly by election

উপনির্বাচনেও কি হারের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ? আজ ভবানীপুরের প্রচারে আজ মমতার ভাষণের পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যেখানে একবালপুরের ভোটারদের উদ্দেশে মমতা বলেন, তিনি না জিতলে অন্য কেউ মুখ্য়মন্ত্রী হয়ে যেতে পারেন ৷ আর তাঁর এই বক্তব্যকে নিয়েই ময়দানে নেমেছে অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷

Mamata Banerjee
‘‘আমি না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে’’, একবালপুরের জনসভায় বললেন মমতার
author img

By

Published : Sep 22, 2021, 5:33 PM IST

Updated : Sep 22, 2021, 6:57 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : মুখ্য়মন্ত্রীর পদে বহাল থাকতে হলে তাঁকে ভোটে জিতে বিধায়ক হয়ে আসতে হবে ৷ আর সেই ভোটে জেতার জন্য তাই তাঁর পুরনো ভবানীপুর বিধানসভা কেন্দ্রকেই বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, সেখানেও কোথাও যেন আত্মবিশ্বাসের অভাব মমতার মধ্যে ৷ একবালপুরে পুলিশ লাইনের কাছে জনসভায় মমতার ভাষণে তেমনই মনে করছেন রাজনীতিকরা ৷ যেখানে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন ৷’’

প্রসঙ্গত, এদিন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে একবালপুর এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের ভোট নষ্ট করবেন না ৷ দিদি সহজে জিতে যাবে, এটা ভেবে ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না ৷ এতে ওরা লাভবান হবে ৷ আর আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন ৷’’ সাধারণ তৃণমূল সমর্থকরা এটাকে কেবল ভোট চাওয়ার কৌশল ভাবতে পারে ৷ কিন্তু, রাজনৈতিকমহলের মতে, মমতা ভোট কাটাকাটি হওয়ার আশঙ্কা করছেন ৷ পাশাপাশি, এও প্রশ্ন উঠছে, মমতা হেরে গেলে তৃণমূলে কী তাহলে কারও যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার ? নাকি তিনিই নিজের বিধায়কদের কারও উপর ভরসা করেন না ? প্রশ্ন একাধিক, কিন্তু তাঁর উত্তর নেই ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে মাত্র উনিশ’র কিছু বেশি ভোটে শুভেন্দু তাঁকে হারিয়ে দেন ৷ যা নিয়ে কারচুপি এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা ৷ কলকাতা হাইকোর্ট এ নিয়ে মামলাও চলছে ৷ আজ একবালপুরের প্রচারে সেই প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ অভিযোগ করেন, ‘‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল ৷ ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছিল ৷ সেখানে ঠিক কী হয়েছিল, তা আদালতের রায়ে সামনে আসবে ৷’’ আর তার পরেই ভোটারদের উদ্দেশে মমতা বলেন, নিজেদের ভোট যেন কেউ নষ্ট না করেন ৷ সকলে গিয়ে যেন তাঁকে ভোট দেন ৷ প্রসঙ্গত, একবালপুর সংলগ্ন ভোটারদের ভোট যে তৃণমূল সুপ্রিমো পাবেন তা নিয়ে তিনি নিশ্চিত ৷ কিন্তু, সেই মমতা জিতে যাবে এই ভেবে অনেকেই ভোট নাও দিতে পারেন ৷ এতে বিজেপি প্রার্থীর সুবিধা হয়ে যেতে পারে বলেই মনে করছেন তিনি ৷ আর সেই থেকেই তাঁর ভোটাদের কাছে এই আবেদন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী মাসে দুর্গাপুজো ৷ হিন্দু ভোট টানতে এই মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় হাতিয়ার মমতার ৷ তাই বিজেপি’র বাংলায় দুর্গাপুজো হতে না দেওয়ার অভিযোগকে এদিন ফের একবার অপ্রচার বলে নিশানা করলেন তিনি ৷ জানালেন, করোনা পরিস্থিতির মধ্যেও বিধিনিষেধ মেনে দুর্গাপুজো হবে ৷ আর এ প্রসঙ্গে, ত্রিপুরায় 144 ধারা জারি করা নিয়ে বিজেপিকে খোঁচা দেন মমতা ৷ বলেন, ত্রিপুরাতেও বড় করে দুর্গাপুজো হয় ৷ কিন্তু, সেখানে করোনার নাম করে 144 ধারা জারি করেছে বিজেপি শাসিত সরকার ৷ তাঁর অভিযোগ, তৃণমূলকে রুখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবও বিজেপি বন্ধ করে দিয়েছে ত্রিপুরায় ৷

আরও পড়ুন : BJP: পেট্রোপণ্য জিএসটি-র আওতায় আনতে বাধা, তৃণমূলকে আক্রমণ সুকান্তর

কলকাতা, 22 সেপ্টেম্বর : মুখ্য়মন্ত্রীর পদে বহাল থাকতে হলে তাঁকে ভোটে জিতে বিধায়ক হয়ে আসতে হবে ৷ আর সেই ভোটে জেতার জন্য তাই তাঁর পুরনো ভবানীপুর বিধানসভা কেন্দ্রকেই বেছে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, সেখানেও কোথাও যেন আত্মবিশ্বাসের অভাব মমতার মধ্যে ৷ একবালপুরে পুলিশ লাইনের কাছে জনসভায় মমতার ভাষণে তেমনই মনে করছেন রাজনীতিকরা ৷ যেখানে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন ৷’’

প্রসঙ্গত, এদিন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রথম জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে একবালপুর এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের ভোট নষ্ট করবেন না ৷ দিদি সহজে জিতে যাবে, এটা ভেবে ভোট না দিতে যাওয়ার সিদ্ধান্ত নেবেন না ৷ এতে ওরা লাভবান হবে ৷ আর আমি না জিতলে, অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন ৷’’ সাধারণ তৃণমূল সমর্থকরা এটাকে কেবল ভোট চাওয়ার কৌশল ভাবতে পারে ৷ কিন্তু, রাজনৈতিকমহলের মতে, মমতা ভোট কাটাকাটি হওয়ার আশঙ্কা করছেন ৷ পাশাপাশি, এও প্রশ্ন উঠছে, মমতা হেরে গেলে তৃণমূলে কী তাহলে কারও যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়ার ? নাকি তিনিই নিজের বিধায়কদের কারও উপর ভরসা করেন না ? প্রশ্ন একাধিক, কিন্তু তাঁর উত্তর নেই ৷

আরও পড়ুন : Mamata Banerjee : জাতীয় স্তরে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতার হাতিয়ার সম্প্রীতি

প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে মাত্র উনিশ’র কিছু বেশি ভোটে শুভেন্দু তাঁকে হারিয়ে দেন ৷ যা নিয়ে কারচুপি এবং ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা ৷ কলকাতা হাইকোর্ট এ নিয়ে মামলাও চলছে ৷ আজ একবালপুরের প্রচারে সেই প্রসঙ্গও টেনে আনেন তিনি ৷ অভিযোগ করেন, ‘‘নন্দীগ্রামে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল ৷ ষড়যন্ত্র করে আমাকে হারিয়েছিল ৷ সেখানে ঠিক কী হয়েছিল, তা আদালতের রায়ে সামনে আসবে ৷’’ আর তার পরেই ভোটারদের উদ্দেশে মমতা বলেন, নিজেদের ভোট যেন কেউ নষ্ট না করেন ৷ সকলে গিয়ে যেন তাঁকে ভোট দেন ৷ প্রসঙ্গত, একবালপুর সংলগ্ন ভোটারদের ভোট যে তৃণমূল সুপ্রিমো পাবেন তা নিয়ে তিনি নিশ্চিত ৷ কিন্তু, সেই মমতা জিতে যাবে এই ভেবে অনেকেই ভোট নাও দিতে পারেন ৷ এতে বিজেপি প্রার্থীর সুবিধা হয়ে যেতে পারে বলেই মনে করছেন তিনি ৷ আর সেই থেকেই তাঁর ভোটাদের কাছে এই আবেদন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : ভবানীপুরে রেকর্ড ভোটে জিতবেন মমতা, দাবি কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

পাশাপাশি, এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগামী মাসে দুর্গাপুজো ৷ হিন্দু ভোট টানতে এই মুহূর্তে বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবচেয়ে বড় হাতিয়ার মমতার ৷ তাই বিজেপি’র বাংলায় দুর্গাপুজো হতে না দেওয়ার অভিযোগকে এদিন ফের একবার অপ্রচার বলে নিশানা করলেন তিনি ৷ জানালেন, করোনা পরিস্থিতির মধ্যেও বিধিনিষেধ মেনে দুর্গাপুজো হবে ৷ আর এ প্রসঙ্গে, ত্রিপুরায় 144 ধারা জারি করা নিয়ে বিজেপিকে খোঁচা দেন মমতা ৷ বলেন, ত্রিপুরাতেও বড় করে দুর্গাপুজো হয় ৷ কিন্তু, সেখানে করোনার নাম করে 144 ধারা জারি করেছে বিজেপি শাসিত সরকার ৷ তাঁর অভিযোগ, তৃণমূলকে রুখতে বাঙালির শ্রেষ্ঠ উৎসবও বিজেপি বন্ধ করে দিয়েছে ত্রিপুরায় ৷

আরও পড়ুন : BJP: পেট্রোপণ্য জিএসটি-র আওতায় আনতে বাধা, তৃণমূলকে আক্রমণ সুকান্তর

Last Updated : Sep 22, 2021, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.