ETV Bharat / city

‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার - VJP

হিন্দি ভাষীদের নিয়ে অনুষ্ঠান হল তৃণমূল ভবনে৷ সেখানে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী আক্রমণ শানালেন কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে৷ হিন্দি ভাষা নিয়েও তিনি নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন৷

‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার
‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার
author img

By

Published : Jan 28, 2021, 6:38 PM IST

কলকাতা, 28 জানুয়ারি : হিন্দি ভাষা নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কটাক্ষ, ‘‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব৷’’ বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দি ভাষীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই তিনি এই কথা বলেন৷ একই সঙ্গে একাধিক ইশুতে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করেছেন এদিন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কোনও জনসভায় ভাষণ দেন, তখন সামনে টেলিপ্রম্পটার রাখা থাকে৷ এদিন সেই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ তবে একবারও তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি৷ শুধু বলেছেন, ‘‘আমি হিন্দি ভালোভাবে পড়তে পারি৷ ওরা পড়তে পারে না৷ গুজরাতিতে লেখা থাকে৷ টেলি প্রম্পটার দেখে পড়ে৷’’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গুজরাতের ভূমিপুত্র৷ গুজরাতি ভাষায় তিনি অন্য অনেকের চেয়ে বেশি সড়গড়৷ ফলে বোঝাই যাচ্ছে যে মমতা প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন৷ আর এই প্রসঙ্গেই তিনি বলেছেন, ‘‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব৷’’ আর তিনি যে ভালো হিন্দি বলতে পারেন, তা বোঝাতে এদিনের অনুষ্ঠানে আগাগোড়া হিন্দিতে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি একটি কাগজ তুলে ধরে হিন্দিতে লেখা পড়ে শোনান৷

তাছাড়া পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী-সহ অন্য ভাষাভাষিদের জন্য তিনি কী করেছেন, সেই কথাও এদিন তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন যে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর হিন্দি ভাষীদের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে তৃণমূল৷

মমতা এদিন কৃষক বিক্ষোভ নিয়েও মুখ খুলেছেন৷ তাঁর দাবি, কৃষকদের আন্দোলন অপচ্ছন্দ হলেই কাউকে জঙ্গি বলা উচিত নয়৷ 20 লাখ লোক গিয়েছিল দিল্লির আন্দোলনে৷ সেখানে ছোটোখাট ঘটনা ঘটতেই পারে বলে মমতা এদিন দাবি করেছেন৷ একই সঙ্গে তাঁর দাবি, কৃষকরা বিশৃঙ্খলা করেছে বলে যা ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়৷ কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন৷

আরও পড়ুন : সৌরভকে দেখতে হাসপাতালে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এত ঔদ্ধত্য এর আগে কোনও সরকারের ছিল না৷ এমন সরকার আগে দেখিনি৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন যে 300 সাংসদ নিয়ে বিজেপির এত ঔদ্ধত্য কেন?

কলকাতা, 28 জানুয়ারি : হিন্দি ভাষা নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কটাক্ষ, ‘‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব৷’’ বৃহস্পতিবার তৃণমূল ভবনে হিন্দি ভাষীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ সেখানেই তিনি এই কথা বলেন৷ একই সঙ্গে একাধিক ইশুতে তিনি কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করেছেন এদিন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কোনও জনসভায় ভাষণ দেন, তখন সামনে টেলিপ্রম্পটার রাখা থাকে৷ এদিন সেই বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ তবে একবারও তিনি প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করেননি৷ শুধু বলেছেন, ‘‘আমি হিন্দি ভালোভাবে পড়তে পারি৷ ওরা পড়তে পারে না৷ গুজরাতিতে লেখা থাকে৷ টেলি প্রম্পটার দেখে পড়ে৷’’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গুজরাতের ভূমিপুত্র৷ গুজরাতি ভাষায় তিনি অন্য অনেকের চেয়ে বেশি সড়গড়৷ ফলে বোঝাই যাচ্ছে যে মমতা প্রধানমন্ত্রীকেই নিশানা করেছেন৷ আর এই প্রসঙ্গেই তিনি বলেছেন, ‘‘কান ধরে হিন্দি শিখিয়ে দেব৷’’ আর তিনি যে ভালো হিন্দি বলতে পারেন, তা বোঝাতে এদিনের অনুষ্ঠানে আগাগোড়া হিন্দিতে কথা বলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি একটি কাগজ তুলে ধরে হিন্দিতে লেখা পড়ে শোনান৷

তাছাড়া পশ্চিমবঙ্গে হিন্দি ভাষী-সহ অন্য ভাষাভাষিদের জন্য তিনি কী করেছেন, সেই কথাও এদিন তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন যে বিধানসভা নির্বাচন হয়ে যাওয়ার পর হিন্দি ভাষীদের জন্য আন্তর্জাতিক সম্মেলন করবে তৃণমূল৷

মমতা এদিন কৃষক বিক্ষোভ নিয়েও মুখ খুলেছেন৷ তাঁর দাবি, কৃষকদের আন্দোলন অপচ্ছন্দ হলেই কাউকে জঙ্গি বলা উচিত নয়৷ 20 লাখ লোক গিয়েছিল দিল্লির আন্দোলনে৷ সেখানে ছোটোখাট ঘটনা ঘটতেই পারে বলে মমতা এদিন দাবি করেছেন৷ একই সঙ্গে তাঁর দাবি, কৃষকরা বিশৃঙ্খলা করেছে বলে যা ছড়ানো হচ্ছে, তা ঠিক নয়৷ কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন৷

আরও পড়ুন : সৌরভকে দেখতে হাসপাতালে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এত ঔদ্ধত্য এর আগে কোনও সরকারের ছিল না৷ এমন সরকার আগে দেখিনি৷ তাই তিনি প্রশ্ন তুলেছেন যে 300 সাংসদ নিয়ে বিজেপির এত ঔদ্ধত্য কেন?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.