ETV Bharat / city

মেদিনীপুরের মন পেতে তাজপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর - মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, তাজপুর গভীর সমুদ্র বন্দরে 15 হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে। এতে কর্মসংস্থান হবে প্রায় 25 হাজার। আর এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না।

mamata announced about tajpur harbor
মেদিনীপুরের মন পেতে তাজপুর নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Dec 24, 2020, 8:29 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর: তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই তাজপুর বন্দর নিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। দেশ-বিদেশের সংস্থাগুলির কাছে এই বন্দরে বিনিয়োগ করার আবেদন জানানো হবে।

মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, তাজপুর গভীর সমুদ্র বন্দরে 15 হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে। এতে কর্মসংস্থান হবে প্রায় 25 হাজার। আর এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাজপুর বন্দর চালু হয়ে গেলে দুই মেদিনীপুরের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। ইস্পাত রফতানি বৃদ্ধি পাবে। সি ফুড রফতানিও বাড়বে। মত্স্য চাষিরা উপকৃত হবেন।

আরও পড়ুন: সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক : মুখ্যমন্ত্রী

তাজপুর বন্দর পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। আর সেই জেলারই ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর তাই এর পিছনে অন্য কারণ খুঁজতে শুরু করেছেন অনেকে । আর সেই কারণেই বোধহয় তাজপুর বন্দর নিয়ে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, "এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।"

কলকাতা, 24 ডিসেম্বর: তাজপুর গভীর সমুদ্র বন্দর নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, শীঘ্রই তাজপুর বন্দর নিয়ে বিজ্ঞাপন দেওয়া হবে। দেশ-বিদেশের সংস্থাগুলির কাছে এই বন্দরে বিনিয়োগ করার আবেদন জানানো হবে।

মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, তাজপুর গভীর সমুদ্র বন্দরে 15 হাজার কোটি টাকার বিনিয়োগ হতে পারে। এতে কর্মসংস্থান হবে প্রায় 25 হাজার। আর এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তাজপুর বন্দর চালু হয়ে গেলে দুই মেদিনীপুরের ব্যবসা-বাণিজ্যে ব্যাপক পরিবর্তন আসবে। ইস্পাত রফতানি বৃদ্ধি পাবে। সি ফুড রফতানিও বাড়বে। মত্স্য চাষিরা উপকৃত হবেন।

আরও পড়ুন: সিঙ্গুরে তৈরি হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক : মুখ্যমন্ত্রী

তাজপুর বন্দর পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। আর সেই জেলারই ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। আর তাই এর পিছনে অন্য কারণ খুঁজতে শুরু করেছেন অনেকে । আর সেই কারণেই বোধহয় তাজপুর বন্দর নিয়ে ঘোষণা করার পর মুখ্যমন্ত্রী বলেছেন, "এটা একটা যুগান্তকারী পদক্ষেপ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.