ETV Bharat / city

TMC-BJP : পাখির চোখ 24, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা-অভিষেকের ভিন রাজ্যে লড়াইয়ের ডাক - BJP

বঙ্গের বিধানসভা নির্বাচন জয়ের পর থেকেই তৃণমূলের লক্ষ্য যে সারা দেশে বিজেপির বিরুদ্ধে লড়াই করা ৷ তা আরও একবার স্পষ্ট হয়ে গেল শনিবার ৷ ত্রিপুরা-অসম-গুজরাতে লড়াইয়ের ডাক দিয়ে সেটাই বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

mamata-and-abhishek-again-specify-that-aitc-main-target-is-to-defeat-bjp-in-2024
TMC-BJP : লক্ষ্য 24, ত্রিপুরা-অসম-গুজরাতে লড়াইয়ের ডাক দিয়ে বোঝালেন মমতা-অভিষেক
author img

By

Published : Aug 28, 2021, 6:56 PM IST

কলকাতা, 28 অগস্ট : পাখির চোখ 24-এর লোকসভা নির্বাচন ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের পর থেকে বারবার বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস (AITC) ৷ শনিবার সেই বিষয়টিই আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়ে বার্তা দেন মমতা ও অভিষেক ৷ তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মোদি সরকারকে উৎখাত করার লক্ষ্যে সফল হতে দেশের অন্যান্য অংশেও বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

সেই কারণে তাঁদের ভাষণে বারবার চলে এসেছে ত্রিপুরা, অসম, গুজরাতের প্রসঙ্গ ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ৷ সেখানে বিপ্লব দেবের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি বলেও তিনি অভিযোগ করেছেন ৷ পাশাপাশি এখন সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও তাঁর অভিযোগ ৷

অসমের পরিস্থিতিও একই বলে অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর দাবি, সেখানেও তাঁদের সাংসদদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উত্তরপ্রদেশের হাথরসেও একই ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ গুজরাতে বিজেপির সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করেছিল, অভিযোগ মমতার

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে ৷ তৃণমূলকে রোখা যাবে না বলে দাবি করেছেন ৷ ত্রিপুরা দিয়েই বিজেপির পতনের শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার তৈরি করে মানুষের প্রকৃত উন্নয়ন করবে বলে তিনি দাবি করেছেন ৷ তাই তিনি অমিত শাহকেই তৃণমূলকে রুখে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই হয়েছে ৷ সেই লড়াইয়ে মমতা জিতেছেন ৷ তার ফলে মমতাই এখন জাতীয়স্তরে মোদি বিরোধী অন্যতম মুখ হয়ে উঠেছেন ৷

বিষয়টি উপলব্ধি করতে পেরে জাতীয়স্তরে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ৷ সেটা এর আগেও জানিয়েছেন অভিষেক ৷ ত্রিপুরায় সংগঠন বাড়ানোর চেষ্টা শুরু করেছে তৃণমূল ৷ এবার 21 জুলাইয়ের শহিদ দিবসে মমতার ভাষণ দেখানো হয়েছে নয়াদিল্লি-সহ বিভিন্ন রাজ্যে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

ত্রিপুরা-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গত 16 অগস্ট খেলা হবে দিবস পালন করেছেন তৃণমূল নেতারা ৷ তার পর বিভিন্ন রাজ্যে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও ৷

এদিনের অনুষ্ঠান থেকে মমতাও টিএমসিপিকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার বার্তা দিয়েছেন ৷ অন্যদিকে অভিষেক জানিয়েছেন, যেখানে যেখানে বিজেপি মানুষের অধিকার হরণ করছে, সেই সব জায়গায় তৃণমূল পালটা লড়াই করবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : কয়লা মাফিয়াদের সঙ্গে একই হোটেলে ছিলেন মোদির মন্ত্রীরা, পালটা তির মমতার

ফলে বোঝাই যাচ্ছে যে 2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা ও অভিষেক ৷ এখন দেখার সেই লক্ষ্যে তাঁরা সফল হন কি না !

কলকাতা, 28 অগস্ট : পাখির চোখ 24-এর লোকসভা নির্বাচন ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) জয়ের পর থেকে বারবার বুঝিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস (AITC) ৷ শনিবার সেই বিষয়টিই আরও একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷

এদিন ছিল তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ৷ সেই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এই নিয়ে বার্তা দেন মমতা ও অভিষেক ৷ তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে 2024 সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) মোদি সরকারকে উৎখাত করার লক্ষ্যে সফল হতে দেশের অন্যান্য অংশেও বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ঘাসফুল শিবির ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সাংবিধানিক কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের সমাবেশের ডাক মমতার

সেই কারণে তাঁদের ভাষণে বারবার চলে এসেছে ত্রিপুরা, অসম, গুজরাতের প্রসঙ্গ ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে ৷ সেখানে বিপ্লব দেবের সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেনি বলেও তিনি অভিযোগ করেছেন ৷ পাশাপাশি এখন সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলেও তাঁর অভিযোগ ৷

অসমের পরিস্থিতিও একই বলে অভিযোগ করেছেন মমতা ৷ তাঁর দাবি, সেখানেও তাঁদের সাংসদদের প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উত্তরপ্রদেশের হাথরসেও একই ঘটনা ঘটানো হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷ গুজরাতে বিজেপির সরকারের পারফরম্যান্স খুব খারাপ বলে তিনি দাবি করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করেছিল, অভিযোগ মমতার

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির দিকে ৷ তৃণমূলকে রোখা যাবে না বলে দাবি করেছেন ৷ ত্রিপুরা দিয়েই বিজেপির পতনের শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরকার তৈরি করে মানুষের প্রকৃত উন্নয়ন করবে বলে তিনি দাবি করেছেন ৷ তাই তিনি অমিত শাহকেই তৃণমূলকে রুখে দেখানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : মরতে রাজি আছি, কিন্তু দেশকে বিজেপির হাত থেকে বাঁচাতে হবে : মমতা

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই হয়েছে ৷ সেই লড়াইয়ে মমতা জিতেছেন ৷ তার ফলে মমতাই এখন জাতীয়স্তরে মোদি বিরোধী অন্যতম মুখ হয়ে উঠেছেন ৷

বিষয়টি উপলব্ধি করতে পেরে জাতীয়স্তরে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস ৷ সেটা এর আগেও জানিয়েছেন অভিষেক ৷ ত্রিপুরায় সংগঠন বাড়ানোর চেষ্টা শুরু করেছে তৃণমূল ৷ এবার 21 জুলাইয়ের শহিদ দিবসে মমতার ভাষণ দেখানো হয়েছে নয়াদিল্লি-সহ বিভিন্ন রাজ্যে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে রোখা যাবে না, চ্যালেঞ্জ অভিষেকের

ত্রিপুরা-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গত 16 অগস্ট খেলা হবে দিবস পালন করেছেন তৃণমূল নেতারা ৷ তার পর বিভিন্ন রাজ্যে পালিত হল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও ৷

এদিনের অনুষ্ঠান থেকে মমতাও টিএমসিপিকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ার বার্তা দিয়েছেন ৷ অন্যদিকে অভিষেক জানিয়েছেন, যেখানে যেখানে বিজেপি মানুষের অধিকার হরণ করছে, সেই সব জায়গায় তৃণমূল পালটা লড়াই করবে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : কয়লা মাফিয়াদের সঙ্গে একই হোটেলে ছিলেন মোদির মন্ত্রীরা, পালটা তির মমতার

ফলে বোঝাই যাচ্ছে যে 2024 সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন মমতা ও অভিষেক ৷ এখন দেখার সেই লক্ষ্যে তাঁরা সফল হন কি না !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.