ETV Bharat / city

রান্না খাবারের পাশাপাশি রোজ ৪০০ মাস্ক বিলির উদ্যোগ MAKAUT-এর - mask

MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, "হরিণঘাটা ক্যাম্পাসে ত্রি-স্তরীয় মাস্ক তৈরির কাজ শুরু হয়েছে । নদিয়ার হরিণঘাটা এলাকার সাধারণ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করা হবে ।

MAKAUT
কলকাতা
author img

By

Published : Apr 7, 2020, 6:00 PM IST

কলকাতা, 7 এপ্রিল: কোরোনার জেরে তৈরি এই কঠিন পরিস্থিততে বিশ্ববিদ্যালয়ের আউটরিচ অ্যাক্টিভিটির অংশ হিসেবে একাধিকভাবে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । স্যানিটাইজার, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, এমনকী রান্না খাবারও বিলির কাজ করে চলেছেন তাঁরা । এবার সেই উদ্যোগে নতুন সংযোজন মাস্ক । কাপড়ের তৈরি ত্রি-স্তরীয় মাস্ক তৈরি করে প্রতিদিন বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে । MAKAUT-এর জয়েন্ট রেজিস্ট্রার অনুপ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম প্রতিদিন এলাকার মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে এই মাস্ক বিলি করতে ।

MAKAUT
এই ভাবেই চলছে মাস্ক তৈরির কাজ ৷

মাস্ক তৈরির বিষয়ে MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, "হরিণঘাটা ক্যাম্পাসে ত্রি-স্তরীয় মাস্ক তৈরির কাজ শুরু হয়েছে । নদিয়ার হরিণঘাটা এলাকার সাধারণ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করা হবে । পাশাপাশি এই মাস্ক বিলি করা হবে হাসপাতাল ও পুলিশ স্টেশনেও ।"

কীভাবে তৈরি করা হচ্ছে মাস্ক?

এই প্রশ্ন করায় সৈকতবাবু বলেন, "এগুলো কাপড়ের মাস্ক । কাপড়ের যে কোয়ালিটি দিয়ে মাস্ক তৈরির নিয়ম, যেভাবে করার নিয়ম, আমরা সেভাবেই তৈরি করছি । আমাদের ৪০০ পিস করে তৈরি হয়ে গেছে ৷ প্রতিদিন সেই ৪০০টি মাস্ক বিলিও করা হচ্ছে । দেখা যাক পরে আরও বাড়ানো যায় কিনা । যতটা সম্ভব হয় করব ।"

মাস্কের ব্যবহারযোগ্যতা কতটা ?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন , "এই মাস্ক পুনরায় ব্যবহারযোগ্য । "

তাঁর কথায়, "মাস্ক তৈরি ছাড়াও তৈরি হচ্ছে স্যানিটাইজারও ৷ এই জিনিসগুলি তৈরিতে সাহায্য করছে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল আউটরিচ অ্যাক্টিভিটির জন্য তৈরি একটি তহবিল । সেই তহবিল থেকেই প্রথমে ১০ হাজারের বেশি স্যানিটাইজারের বোতল তৈরি করে তা বিলি করা হয় । পাশাপশি এই টাকা থেকে লকডাউনের জেরে সমস্যায় পড়া দুস্থ পরিবারদের সাহায্যে করতে রান্না খাবারও বিলি করার হয় ।"

কলকাতা, 7 এপ্রিল: কোরোনার জেরে তৈরি এই কঠিন পরিস্থিততে বিশ্ববিদ্যালয়ের আউটরিচ অ্যাক্টিভিটির অংশ হিসেবে একাধিকভাবে মানুষের সাহায্যে এগিয়ে এসেছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT) তথা রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় । স্যানিটাইজার, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, এমনকী রান্না খাবারও বিলির কাজ করে চলেছেন তাঁরা । এবার সেই উদ্যোগে নতুন সংযোজন মাস্ক । কাপড়ের তৈরি ত্রি-স্তরীয় মাস্ক তৈরি করে প্রতিদিন বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিলি করা হচ্ছে । MAKAUT-এর জয়েন্ট রেজিস্ট্রার অনুপ কুমার মুখোপাধ্যায়ের নেতৃত্বে যে টিম প্রতিদিন এলাকার মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে তাঁদেরই দায়িত্ব দেওয়া হয়েছে এই মাস্ক বিলি করতে ।

MAKAUT
এই ভাবেই চলছে মাস্ক তৈরির কাজ ৷

মাস্ক তৈরির বিষয়ে MAKAUT-এর উপাচার্য সৈকত মৈত্র বলেন, "হরিণঘাটা ক্যাম্পাসে ত্রি-স্তরীয় মাস্ক তৈরির কাজ শুরু হয়েছে । নদিয়ার হরিণঘাটা এলাকার সাধারণ মানুষদের মধ্যে এই মাস্ক বিলি করা হবে । পাশাপাশি এই মাস্ক বিলি করা হবে হাসপাতাল ও পুলিশ স্টেশনেও ।"

কীভাবে তৈরি করা হচ্ছে মাস্ক?

এই প্রশ্ন করায় সৈকতবাবু বলেন, "এগুলো কাপড়ের মাস্ক । কাপড়ের যে কোয়ালিটি দিয়ে মাস্ক তৈরির নিয়ম, যেভাবে করার নিয়ম, আমরা সেভাবেই তৈরি করছি । আমাদের ৪০০ পিস করে তৈরি হয়ে গেছে ৷ প্রতিদিন সেই ৪০০টি মাস্ক বিলিও করা হচ্ছে । দেখা যাক পরে আরও বাড়ানো যায় কিনা । যতটা সম্ভব হয় করব ।"

মাস্কের ব্যবহারযোগ্যতা কতটা ?

এই প্রশ্নের উত্তরে তিনি বলেন , "এই মাস্ক পুনরায় ব্যবহারযোগ্য । "

তাঁর কথায়, "মাস্ক তৈরি ছাড়াও তৈরি হচ্ছে স্যানিটাইজারও ৷ এই জিনিসগুলি তৈরিতে সাহায্য করছে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল আউটরিচ অ্যাক্টিভিটির জন্য তৈরি একটি তহবিল । সেই তহবিল থেকেই প্রথমে ১০ হাজারের বেশি স্যানিটাইজারের বোতল তৈরি করে তা বিলি করা হয় । পাশাপশি এই টাকা থেকে লকডাউনের জেরে সমস্যায় পড়া দুস্থ পরিবারদের সাহায্যে করতে রান্না খাবারও বিলি করার হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.