ETV Bharat / city

Mahua Moitra summoned to Court : সাংবাদিকদের অপমান, মহুয়া মৈত্রকে সমন ব্যাঙ্কশাল কোর্টের

author img

By

Published : Jun 7, 2022, 8:15 PM IST

2020 সালের ডিসেম্বরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ‘দু-পয়সার সাংবাদিক’ বলে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ । এরপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী (Mahua Moitra summoned to Bankshall Court) ।

Mahua Moitra
মহুয়া মৈত্রকে সমন ব্যাঙ্কশাল কোর্টের

কলকাতা, 7 জুন : সাংবাদিকদের বিরুদ্ধে অসৌজন্যমূলক মন্তব্য ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আদালতে হাজিরার নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট । আগামী 14 জুন অর্থাৎ সোমবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর আবেদনের ভিত্তিতে এই সমন জারি করেছে আদালত ।

2020 সালের ডিসেম্বরে নদিয়ায় এক দলীয় কর্মিসভায় উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ‘দু-পয়সার সাংবাদিক’ বলে অসৌজন্যমূলক মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ । সে সময় নদিয়া জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি । দলের ওই বৈঠকে হঠাৎই তিনি বলে বসেন, ‘দু-পয়সার প্রেসকে কেন ডাকা হয়।’ বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠে সমস্ত মহলে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের সাংসদের এহেন মন্তব্যের বিরুদ্ধে নিজের মতামত জানিয়েছিলেন ।

আরও পড়ুন : মহুয়া মৈত্রর বিরুদ্ধে মানহানির মামলা সংবাদমাধ্যমের

সে সময় সাংবাদিক মহলের তরফ থেকে ক্ষমা চাওয়ার দাবি উঠলেও নিজের মন্তব্যে অনড় ছিলেন মহুয়া মৈত্র । বরং সোশ্যাল মিডিয়ায় একটি 2 পয়সার ছবি দিয়ে আবারও তির্যক মন্তব্য করেছিলেন । এরপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী ।

কলকাতা, 7 জুন : সাংবাদিকদের বিরুদ্ধে অসৌজন্যমূলক মন্তব্য ৷ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আদালতে হাজিরার নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট । আগামী 14 জুন অর্থাৎ সোমবার তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে । আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরীর আবেদনের ভিত্তিতে এই সমন জারি করেছে আদালত ।

2020 সালের ডিসেম্বরে নদিয়ায় এক দলীয় কর্মিসভায় উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ‘দু-পয়সার সাংবাদিক’ বলে অসৌজন্যমূলক মন্তব্য করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ । সে সময় নদিয়া জেলার সাংগঠনিক দায়িত্বে ছিলেন তিনি । দলের ওই বৈঠকে হঠাৎই তিনি বলে বসেন, ‘দু-পয়সার প্রেসকে কেন ডাকা হয়।’ বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠে সমস্ত মহলে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের সাংসদের এহেন মন্তব্যের বিরুদ্ধে নিজের মতামত জানিয়েছিলেন ।

আরও পড়ুন : মহুয়া মৈত্রর বিরুদ্ধে মানহানির মামলা সংবাদমাধ্যমের

সে সময় সাংবাদিক মহলের তরফ থেকে ক্ষমা চাওয়ার দাবি উঠলেও নিজের মন্তব্যে অনড় ছিলেন মহুয়া মৈত্র । বরং সোশ্যাল মিডিয়ায় একটি 2 পয়সার ছবি দিয়ে আবারও তির্যক মন্তব্য করেছিলেন । এরপরই বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী স্মরজিৎ রায়চৌধুরী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.