কলকাতা, 1 নভেম্বর : প্রকাশিত হল আগামী বছর মাধ্যমিক,উচ্চমাধ্যমিকের নির্ঘণ্ট ৷ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 7 মার্চ, উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে ৷ সোববার এক সাংবাদিক বৈঠকে মাধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই দুই পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয় ৷ আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারেই হবে বলে সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে ৷
প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2022 এর 7 মার্চ ৷ ডিসেম্বরে হতে পারে মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও ৷
- 7 মার্চ প্রথম ভাষার পরীক্ষা ৷
- 8 মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা ৷
- 9 মার্চ ভূগোল পরীক্ষা ৷
- 11 মার্চ ইতিহাস পরীক্ষা ৷
- 12 মার্চ জীবন বিজ্ঞান পরীক্ষা ৷
- 14 মার্চ অঙ্ক পরীক্ষা ৷
- 15 মার্চ ভৌত বিজ্ঞান পরীক্ষা ৷
- 16 মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা ৷
আরও পড়ুন : Gariahat Double Murder: কাকুলিয়া জোড়াখুনে গ্রেফতার মূল অভিযুক্ত ভিকি ও তার শাগরেদ
অন্যদিকে, আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে ৷ চলবে 20 এপ্রিল পর্যন্ত ৷ পরীক্ষা শুরু হবে সকাল 10টায় চলবে দুপুর 1টা 15 পর্যন্ত ৷ এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে হোম সেন্টারেই ৷ অর্থাৎ নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা ৷ উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষা চলবে 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত ৷ 2 এপ্রিল থেকেই শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষাও ৷ দুপুরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে তারপর শুরু হবে একাদশ শ্রেণির পরীক্ষা ৷