ETV Bharat / city

মাধ্যমিকের মাঝেই মাইক বাজিয়ে বৈঠক মন্ত্রীর, সরব BJP - loud Sound

মাধ্যমিক পরীক্ষার মাঝেই তৃণমূলের বৈঠকে মাইক ব্যবহারের অভিযোগ উঠল ।

Sujit Bose
সুজিত বোস
author img

By

Published : Feb 24, 2020, 8:29 PM IST

লেকটাউন, 24 ফেব্রুয়ারি : চলছে মাধ্যমিক পরীক্ষা । তারই মাঝে দক্ষিণ দমদম পৌরসভার লেকটাউন দক্ষিণ দাঁড়িতে তৃণমূলের একটি বৈঠকে মাইক বাজানোর অভিযোগ উঠল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, "আমরা একটি ঘরের মধ্যে মিটিং করেছি ৷ বিরোধীরা তো অনেক কথা বলবে ৷ তাঁরা 34 বছর ধরে কিছু করেনি ৷ আর এখানে ঘরের মধ্যে মিটিং হচ্ছে ৷ বাইরে কোথাও মাইক লাগানো হয়নি ৷"

গতকাল রাতে লেকটাউন দক্ষিণ দাঁড়িতে খেলার মাঠের পাশে একটি কমিউনিটি হলে বস্তিবাসীদের জমির পাট্টা বিলি নিয়ে বৈঠক করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ছিলেন সুজিত বোস ৷ ছিলেন স্থানীয় কাউন্সিলর টিংকু ভার্মা ৷ সেখানেই মাইক ব্যবহার করা হয় । যার জেরে ওই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়েছে । স্বয়ং মন্ত্রীর বৈঠকে নিয়ম ভেঙে মাইক বাজিয়ে প্রচার চলায় সরব হয়েছে BJP-ও ।

BJP-র উত্তর 24 পরগনার জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন, "সম্প্রতি আমাদের দলের মশারি বিতরণ অনুষ্ঠান ছিল । লেকটাউন থানা অনুমতি দেয়নি । কিন্তু শাসক দলের কোনও অনুমতি লাগে না বলেই মনে হচ্ছে ।" বিরোধী ও শাসক দলের জন্য আইন আলাদা হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন ওই BJP নেতা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন । পুলিশ-প্রশাসনের তরফেও কোনও অনুষ্ঠানেই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না । কিন্তু তা সত্ত্বেও কীভাবে গতকালের ওই বৈঠকে মাইক ব্যবহার করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

লেকটাউন, 24 ফেব্রুয়ারি : চলছে মাধ্যমিক পরীক্ষা । তারই মাঝে দক্ষিণ দমদম পৌরসভার লেকটাউন দক্ষিণ দাঁড়িতে তৃণমূলের একটি বৈঠকে মাইক বাজানোর অভিযোগ উঠল ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, "আমরা একটি ঘরের মধ্যে মিটিং করেছি ৷ বিরোধীরা তো অনেক কথা বলবে ৷ তাঁরা 34 বছর ধরে কিছু করেনি ৷ আর এখানে ঘরের মধ্যে মিটিং হচ্ছে ৷ বাইরে কোথাও মাইক লাগানো হয়নি ৷"

গতকাল রাতে লেকটাউন দক্ষিণ দাঁড়িতে খেলার মাঠের পাশে একটি কমিউনিটি হলে বস্তিবাসীদের জমির পাট্টা বিলি নিয়ে বৈঠক করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব । ছিলেন সুজিত বোস ৷ ছিলেন স্থানীয় কাউন্সিলর টিংকু ভার্মা ৷ সেখানেই মাইক ব্যবহার করা হয় । যার জেরে ওই এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীরা সমস্যার মধ্যে পড়েছে । স্বয়ং মন্ত্রীর বৈঠকে নিয়ম ভেঙে মাইক বাজিয়ে প্রচার চলায় সরব হয়েছে BJP-ও ।

BJP-র উত্তর 24 পরগনার জেলা সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন, "সম্প্রতি আমাদের দলের মশারি বিতরণ অনুষ্ঠান ছিল । লেকটাউন থানা অনুমতি দেয়নি । কিন্তু শাসক দলের কোনও অনুমতি লাগে না বলেই মনে হচ্ছে ।" বিরোধী ও শাসক দলের জন্য আইন আলাদা হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন ওই BJP নেতা ৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক বাজানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন । পুলিশ-প্রশাসনের তরফেও কোনও অনুষ্ঠানেই মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না । কিন্তু তা সত্ত্বেও কীভাবে গতকালের ওই বৈঠকে মাইক ব্যবহার করা হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.