কলকাতা, 1 অক্টোবর : বাবুল সুপ্রিয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার জন্য সময়ই চাননি ৷ লোকসভার সচিবালয় সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷ যদিও অভিযোগ উঠেছে, বাবুল সুপ্রিয় সময় চেয়েও পাননি ৷ সেই অভিযোগকেই নস্যাৎ করে দিল লোকসভার সচিবালয়ের ওই সূত্র ৷
প্রসঙ্গত, বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ ৷ তিনি 2014 ও 2019 সালে বিজেপির টিকিটে ওই কেন্দ্র থেকে জিতেছেন ৷ সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ৷ ফলে হয় তাঁকে পদত্যাগ করতে হবে, অথবা তাঁর সাংসদ পদ দলবিরোধী আইন অনুযায়ী বাতিল হয়ে যাবে ৷
আরও পড়ুন : raiganj bjp mla resigned : বিজেপি ছাড়লেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী
তৃণমূলের একটি সূত্র থেকে জানা গিয়েছিল যে বাবুল সুপ্রিয় শীঘ্রই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করবেন আর আসানসোলের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন ৷ কিন্তু সেই ঘটনা এখনও ঘটেনি ৷ অভিযোগ, বাবুলকে দেখা করার জন্য এখনও সময় দেননি অধ্যক্ষ ৷
শুক্রবার সংবাদসংস্থা এএনআই লোকসভার সচিবালয়কে উদ্ধৃত করে জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বাবুল সুপ্রিয় লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করার সময় চেয়েও সময় পাননি ৷ কিন্তু তিনি যোগাযোগই করেননি ৷
আরও পড়ুন : Bhabanipur By-Poll : ভবানীপুরে জিতবেন মমতা, ভুলের মাশুল দেবে বিজেপি; বিস্ফোরক জয় বন্দ্যোপাধ্যায়
লোকসভার সচিবালয় জানিয়েছে, আগামী 2 থেকে 5 অক্টোবর দিল্লিতেই থাকবেন ওম বিড়লা ৷ বাবুল চাইলে ওই সময় অধ্যক্ষের সঙ্গে দেখা করে ইস্তফা দিতেই পারেন ৷
এই নিয়ে অবশ্য বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷ তিনি এই বিষয়ে কিছু জানান নাকি সরাসরি অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে ইস্তফা দেন, এখন সেটাই দেখার ৷
আরও পড়ুন : Bhabanipur By-Poll : 50 হাজারের বেশি ভোটে জয়ী হবেন মমতা, দাবি ফিরহাদের