কলকাতা, 1 জুলাই : নিজ বাসভবনের কাছে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা । অভিযোগ স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে । নিউটাউনের জোতভীম এলাকার ঘটনা । ঘটনাস্থানে KLC থানার পুলিশ আসে । পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙচুর করা হয় তাঁর গাড়ি । আক্রান্ত হয়েছেন তিনি ।
দিলীপ ঘোষ বলেন, "আমার উপর হামলা প্রায়ই হয় । নিউটাউনের বাড়ির পাশে চা খেতে যাই । আমার কর্মীরা অপেক্ষা করছিল । আমি যাওয়ার আগেই সেখানে চেয়ার ভেঙে ফেলা হয় । ছবি ছিঁড়ে ফেলা হয় । বাজার চত্বরে আমাকে ঢুকতে বাধা দেওয়া হয় । আমার সঙ্গেও ধাক্কাধাক্কি করে তারা । তাও বাজারে যাই । আমার সুরক্ষা কর্মীদের মারধর করা হয় । বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।"
দিলীপবাবু অভিযোগ করেন, তিনি যখন বাজার থেকে বেরিয়ে যান তারপর দলের কর্মীদের মারধর করে ফোন কেড়ে নেওয়া হয় । তাঁর কথায়, নিউটাউনে আসার পরেই কয়েকদিনের মধ্যে স্থানীয় তৃণমূলের কান গরম হয়ে গেছে । বাড়ির মালিককে ধমকানো হচ্ছে । বাড়ির কাগজপত্র ও প্ল্যান দেখানোর জন্য জোরজবরদস্তি করা হচ্ছে । শেষ পর্যন্ত গতকাল লালবাজার থানায় গিয়ে বাড়ির মালিককে কাগজপত্র দেখিয়ে আসতে হয় ।
তিনি আরও জানান, "আমাকে নিয়ে কী সমস্যা হচ্ছে TMC-র তা বুঝে উঠতে পারছি না । আমাকে চা খেতে দিচ্ছে না, পাড়ায় বেরোতে দিচ্ছে না । বিভিন্নভাবে আমাকে রোখার চেষ্টা করছে । আমার উপর হামলা চালিয়েছে স্থানীয় তৃণমূল কর্মী মহসীনসহ বেশ কয়েকজন কর্মী ।"