লাইভস্টক অফিসার ও স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) । মোট 204টি পদে নিয়োগ করা হবে । নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে । আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন । এই পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও যাবতীয় তথ্য নিচে দেওয়া হল...
1. লাইভস্টক অফিসার
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 3টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভেটেরিনারি সায়েন্স এবং অ্যানিমেল হাসবেনড্রি-তে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
2. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (অ্যানাস্থেশিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 62টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
3. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (এপিডেমিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 1টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
4. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (জেনেরাল সার্জারি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 54টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
5. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (মাইক্রোবায়োলজি বা ব্যাকটেরিওলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 15টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
6. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নেফ্রোলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 12টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
7. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (প্যাথোলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 17টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
8. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (পেডিয়াট্রিক নেফ্রোলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 3টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
9. স্পেশালিস্ট গ্রেড III অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ফার্মাকোলজি)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 11টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি সঙ্গে অন্তত তিন বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে ।
10. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (টেকনিক্যাল)
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 25টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিস্টিক বা অঙ্ক বা অর্থনীতি বা বাণিজ্যে মাস্টার ডিগ্রি থাকতে হবে ।
11. অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্য আসন : এই পদের জন্য শূন্য আসন রয়েছে 1টি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ড্রিলিং বা মাইনিং বা মেকানিকেল বা সিভিল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোলিয়াম টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে ।
আবেদনের ফি : 25 টাকা, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে কোনেও শাখায় নগদে বা SBI নেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ডের মাধ্যমে ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি : UPSC-র অফিশিয়াল ওয়েবসাইটে (www.upsconline.nic.in) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে । বৈধ ইমেল আই ডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 1 অক্টোবর রাত 23.59 পর্যন্ত ।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ : 01.10.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ৷