ETV Bharat / city

কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক বামেদের - Biman Basu

জেলায় জেলায় কৃষকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের জন্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে । 25 সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে বামেদের তরফে ৷

Left call for a nationwide movement
বিমান
author img

By

Published : Sep 22, 2020, 12:08 AM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে চলতি মাসে 25 তারিখে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন করবে বামফ্রন্ট । আজ 16 টি বামপন্থী ও সহযোগী দলসমূহের বৈঠকের পর বিবৃতিতে একথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় কৃষকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের জন্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে আজ। সংসদীয় রীতি-নীতিকে ধ্বংস করে সংসদের অভ্যন্তরে কৃষি সংক্রান্ত তিনটি বিল পাশ হয়ে গিয়েছে । কৃষক বিরোধী এই বিল মনে করছে বামেরা ৷ বিলের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে 25 তারিখ আন্দোলনের ডাক দিলেন বিমান বসু।

বামেদের দাবি, কৃষক ফসলের এখনও যেটুকু দাম পেতে পারতেন, কেন্দ্রীয় সরকারের বিল তিনটি কৃষকদের সেটুকু দাম থেকেও বঞ্চিত করবে । কৃষক ফসল ফলাবে অথচ ফসলের ন্যায্য মূল্য পাবে না । কিছু কর্পোরেট সংস্থা কৃষকদের বঞ্চিত করে সেই ফসল দেশ এবং বিদেশের বাজারে বিক্রি করে দেবে । অত্যাবশ্যকীয় পণ্য আইন হিসেবে যা ছিল, তা রদ করায় দাম নির্ধারণের দণ্ডমুণ্ডের কর্তা হবেন বড় বড় কর্পোরেট ও ব্যবসায়ী মহল, আশঙ্কা বামফ্রন্টের । ফলে কৃষকদের কর্পোরেটের ধার্য করা দামের উপরে নির্ভর করতে হবে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এর ফলে কৃষকদের অভাব আরও বাড়বে। অন্যদিকে লোকসভায় বিল পাশ হওয়ার পরে রাজ্যসভায় যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি লংঘন করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের পার্লামেন্টের সিলেট কমিটিতে পাঠানোর দাবি নস্যাৎ করে ধ্বনি ভোটে বিল পাশ করানো হয়েছে, তা ন‍্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বিমান বসু ।

এরই বিরুদ্ধে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে 25 সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে । সারা দেশের সঙ্গে এ রাজ‍্যেও বিক্ষোভ হবে সমানতালে । সেখানে 16 টি বাম দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে । থাকবে শ্রমিক সংগঠনগুলিও । 25 সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য গণসংগঠন ধর্মতলার লেলিন মূর্তির সামনে মিছিল করে এসে জমায়েত করবে। সিদ্ধান্ত রাজ্য বামফ্রন্টের ।

কলকাতা, 21 সেপ্টেম্বর : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে চলতি মাসে 25 তারিখে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন করবে বামফ্রন্ট । আজ 16 টি বামপন্থী ও সহযোগী দলসমূহের বৈঠকের পর বিবৃতিতে একথা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে জেলায় জেলায় কৃষকদের বিক্ষোভ এবং রাস্তা অবরোধের জন্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানানো হয়েছে আজ। সংসদীয় রীতি-নীতিকে ধ্বংস করে সংসদের অভ্যন্তরে কৃষি সংক্রান্ত তিনটি বিল পাশ হয়ে গিয়েছে । কৃষক বিরোধী এই বিল মনে করছে বামেরা ৷ বিলের তীব্র নিন্দা জানিয়ে রাজ্যজুড়ে 25 তারিখ আন্দোলনের ডাক দিলেন বিমান বসু।

বামেদের দাবি, কৃষক ফসলের এখনও যেটুকু দাম পেতে পারতেন, কেন্দ্রীয় সরকারের বিল তিনটি কৃষকদের সেটুকু দাম থেকেও বঞ্চিত করবে । কৃষক ফসল ফলাবে অথচ ফসলের ন্যায্য মূল্য পাবে না । কিছু কর্পোরেট সংস্থা কৃষকদের বঞ্চিত করে সেই ফসল দেশ এবং বিদেশের বাজারে বিক্রি করে দেবে । অত্যাবশ্যকীয় পণ্য আইন হিসেবে যা ছিল, তা রদ করায় দাম নির্ধারণের দণ্ডমুণ্ডের কর্তা হবেন বড় বড় কর্পোরেট ও ব্যবসায়ী মহল, আশঙ্কা বামফ্রন্টের । ফলে কৃষকদের কর্পোরেটের ধার্য করা দামের উপরে নির্ভর করতে হবে।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এর ফলে কৃষকদের অভাব আরও বাড়বে। অন্যদিকে লোকসভায় বিল পাশ হওয়ার পরে রাজ্যসভায় যেভাবে গণতান্ত্রিক রীতিনীতি লংঘন করে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের পার্লামেন্টের সিলেট কমিটিতে পাঠানোর দাবি নস্যাৎ করে ধ্বনি ভোটে বিল পাশ করানো হয়েছে, তা ন‍্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বিমান বসু ।

এরই বিরুদ্ধে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির পক্ষ থেকে 25 সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে । সারা দেশের সঙ্গে এ রাজ‍্যেও বিক্ষোভ হবে সমানতালে । সেখানে 16 টি বাম দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে । থাকবে শ্রমিক সংগঠনগুলিও । 25 সেপ্টেম্বর বিকেল পাঁচটায় ট্রেড ইউনিয়ন ও অন্যান্য গণসংগঠন ধর্মতলার লেলিন মূর্তির সামনে মিছিল করে এসে জমায়েত করবে। সিদ্ধান্ত রাজ্য বামফ্রন্টের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.