ETV Bharat / city

Bagtui Protest : বগটুই-কাণ্ডের প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা - Left Intellectuals Rally against Bagtui Massacre

সোমবার বীরভূমের বগটুইয়ে অন্তত আট জনকে পুড়িয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ (Rampurhat Massacre) ৷ তার পর থেকে কেন বুদ্ধিজীবীরা নীরব, সেই প্রশ্ন উঠেছিল ৷ তবে শুক্রবার কলকাতায় মিছিল করলেন বামপন্থী বুদ্ধিজীবীরা (Left Intellectuals Rally against Bagtui Massacre) ৷

left intellectuals rally against bagtui massacre
Left Intellectuals Rally against Bagtui : বগটুই-কাণ্ডের প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা
author img

By

Published : Mar 25, 2022, 9:57 PM IST

কলকাতা, 25 মার্চ : বগটুই-কাণ্ডে এবার পথে নামলেন বামপন্থী বুদ্ধিজীবীরা (Left Intellectuals Rally against Bagtui Massacre) । শুক্রবার কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া মিছিল করেন তাঁরা । রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এদিন মিছিলে উপস্থিত থাকলেও তাঁরা ছিলেন পেছনের সারিতে । আর পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, অনিক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, চন্দন সেনের মতো বিশিষ্টরা এদিন ছিলেন সামনের সারিতে । মৌলালি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হয় ৷

মূলত, বাম ছাত্র যুবদের ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল । মিছিলের সামনেই ছিল 'এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়' লেখা একটি ব্যানার । তার পেছনে একে একে পা মেলান বুদ্ধিজীবীরা । প্রসঙ্গত, বগটুই কাণ্ডের (Rampurhat Massacre) পর রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছিল এই নৃশংস হত্যালীলার পর কেন নীরব বুদ্ধিজীবি মহল । এদিন সেই অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে বামপন্থী বুদ্ধিজীবীরা পথে নামায় উজ্জীবিত বাম ছাত্র-যুবরা ।

এদিন এই প্রসঙ্গে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ’’আমরা 2011 থেকে বারবার এই কথাটাই বলতে চাইছিলাম যার পরিণতি এখন দেখতে পাচ্ছি ৷ অতীতে বারবার প্রশাসনকে পক্ষপাত দুষ্ট আচরণ করতে দেখেও কিছু করতে পারছিলাম না । এখন বিচার বিভাগ সেই দায়িত্ব পালন করছে । আশা রাখছি আগামিদিনে মানুষ প্রকৃত বিচার পাবে ।’’

left intellectuals rally against bagtui massacre
বগটুই-কাণ্ডের প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা

আরও পড়ুন : Nawsad Siddique on Law & Order : রামপুরহাট কাণ্ডে রাজ্যের সমালোচনা করলেও রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন নওশাদ সিদ্দিকি

কলকাতা, 25 মার্চ : বগটুই-কাণ্ডে এবার পথে নামলেন বামপন্থী বুদ্ধিজীবীরা (Left Intellectuals Rally against Bagtui Massacre) । শুক্রবার কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া মিছিল করেন তাঁরা । রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এদিন মিছিলে উপস্থিত থাকলেও তাঁরা ছিলেন পেছনের সারিতে । আর পবিত্র সরকার, অম্বিকেশ মহাপাত্র, অনিক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, চন্দন সেনের মতো বিশিষ্টরা এদিন ছিলেন সামনের সারিতে । মৌলালি থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হয় ৷

মূলত, বাম ছাত্র যুবদের ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছিল । মিছিলের সামনেই ছিল 'এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয়' লেখা একটি ব্যানার । তার পেছনে একে একে পা মেলান বুদ্ধিজীবীরা । প্রসঙ্গত, বগটুই কাণ্ডের (Rampurhat Massacre) পর রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠেছিল এই নৃশংস হত্যালীলার পর কেন নীরব বুদ্ধিজীবি মহল । এদিন সেই অবস্থান থেকে কিছুটা সরে গিয়ে বামপন্থী বুদ্ধিজীবীরা পথে নামায় উজ্জীবিত বাম ছাত্র-যুবরা ।

এদিন এই প্রসঙ্গে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, ’’আমরা 2011 থেকে বারবার এই কথাটাই বলতে চাইছিলাম যার পরিণতি এখন দেখতে পাচ্ছি ৷ অতীতে বারবার প্রশাসনকে পক্ষপাত দুষ্ট আচরণ করতে দেখেও কিছু করতে পারছিলাম না । এখন বিচার বিভাগ সেই দায়িত্ব পালন করছে । আশা রাখছি আগামিদিনে মানুষ প্রকৃত বিচার পাবে ।’’

left intellectuals rally against bagtui massacre
বগটুই-কাণ্ডের প্রতিবাদে পথে বামপন্থী বুদ্ধিজীবীরা

আরও পড়ুন : Nawsad Siddique on Law & Order : রামপুরহাট কাণ্ডে রাজ্যের সমালোচনা করলেও রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন নওশাদ সিদ্দিকি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.