ETV Bharat / city

Left front Takes Oath সুখী সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে গান্ধি ভবনের বাইরে শপথ বাক্য পাঠ বামেদের - 76th Independence Day

সোমবার বেলেঘাটার গান্ধি ভবনের বাইরে 76তম স্বাধীনতা দিবস (76th Independence Day) পালন করা হয় বামফ্রন্টের পক্ষ থেকে ৷ সেখানে সুখী সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করে বামেরা ৷ শপথ বাক্য পাঠ করান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (CPIM Leader Biman Bose) ।

left-front-takes-oath-to-make-better-india
Left front Takes Oath সুখী সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে গান্ধি ভবনের বাইরে শপথ বাক্য পাঠ বামেদের
author img

By

Published : Aug 15, 2022, 5:53 PM IST

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতার 75 বছর (75 Years Independence) পূর্তিতে জাতীয় পতাকা উত্তোলনের পর সুখী-সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করল রাজ্য বামফ্রন্ট । সোমবার বেলেঘাটার গান্ধি ভবনের সামনে শপথ বাক্য পাঠ করান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (CPIM Leader Biman Bose) ।

বামেদের অভিযোগ, স্বাধীনতার 75 বছর পরেও সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের যে যে গণতান্ত্রিক অধিকার পাওয়ার কথা তা থেকে বঞ্চিত করা হচ্ছে । জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে । যাদের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকায় ছিল না, বরং ব্রিটিশদের গোলামী করেছিল, তাদেরকেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামীর (Freedom Fighter) রূপ দিতে চাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার । সেই ফ্যাসিস্টিক সরকারের বিরুদ্ধে বামপন্থীরা ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা অবিরত থাকবে । সেই শপথই এদিন গ্রহণ করেন রাজ্য বামফ্রন্ট নেতৃবৃন্দ ।

Left front Takes Oath সুখী সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে গান্ধি ভবনের বাইরে শপথ বাক্য পাঠ বামেদের

এদিন বামেদের শপথ বাক্যে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, সকল নাগরিক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার যাতে পায়, সেই পরিস্থিতি তৈরি করা হবে ৷ প্রত্যেকে চিন্তার অভিব্যক্তি, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা নিশ্চিত করার শপথও নেওয়া হয়েছে বামেদের তরফে ৷

এদিন 14টি বামপন্থী ও সহযোগী দলের পক্ষ থেকে ভারতের স্বাধীনতার 76তম বার্ষিকী উদ্‌যাপন (76th Independence Day) করা হয় । কেন্দ্রীয়ভাবে কলকাতায় বেলেঘাটায় গান্ধি ভবনের বিপরীতে উদ্‌যাপন করা হয় । উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim), প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য প্রমুখ । জাতীয় পতাকা উত্তোলনের পরে প্রাথমিক বক্তৃতা সেরে তাঁরা গান্ধি ভবনের ভিতরে গান্ধি মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে দুবাইয়ে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠকে অভিষেক, দাবি সেলিমের

কলকাতা, 15 অগস্ট: স্বাধীনতার 75 বছর (75 Years Independence) পূর্তিতে জাতীয় পতাকা উত্তোলনের পর সুখী-সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করল রাজ্য বামফ্রন্ট । সোমবার বেলেঘাটার গান্ধি ভবনের সামনে শপথ বাক্য পাঠ করান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (CPIM Leader Biman Bose) ।

বামেদের অভিযোগ, স্বাধীনতার 75 বছর পরেও সংবিধান অনুযায়ী সাধারণ মানুষের যে যে গণতান্ত্রিক অধিকার পাওয়ার কথা তা থেকে বঞ্চিত করা হচ্ছে । জাতপাতের নামে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে । যাদের স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকায় ছিল না, বরং ব্রিটিশদের গোলামী করেছিল, তাদেরকেই প্রকৃত স্বাধীনতা সংগ্রামীর (Freedom Fighter) রূপ দিতে চাইছে কেন্দ্রের বিজেপি (BJP) সরকার । সেই ফ্যাসিস্টিক সরকারের বিরুদ্ধে বামপন্থীরা ধারাবাহিকভাবে যে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা অবিরত থাকবে । সেই শপথই এদিন গ্রহণ করেন রাজ্য বামফ্রন্ট নেতৃবৃন্দ ।

Left front Takes Oath সুখী সমৃদ্ধ ভারত গড়ার লক্ষ্যে গান্ধি ভবনের বাইরে শপথ বাক্য পাঠ বামেদের

এদিন বামেদের শপথ বাক্যে ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তোলার সংকল্প নেওয়া হয়েছে ৷ পাশাপাশি জানানো হয়েছে, সকল নাগরিক সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার যাতে পায়, সেই পরিস্থিতি তৈরি করা হবে ৷ প্রত্যেকে চিন্তার অভিব্যক্তি, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা নিশ্চিত করার শপথও নেওয়া হয়েছে বামেদের তরফে ৷

এদিন 14টি বামপন্থী ও সহযোগী দলের পক্ষ থেকে ভারতের স্বাধীনতার 76তম বার্ষিকী উদ্‌যাপন (76th Independence Day) করা হয় । কেন্দ্রীয়ভাবে কলকাতায় বেলেঘাটায় গান্ধি ভবনের বিপরীতে উদ্‌যাপন করা হয় । উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (CPIM State Secretary Md Salim), প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিআই নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য প্রমুখ । জাতীয় পতাকা উত্তোলনের পরে প্রাথমিক বক্তৃতা সেরে তাঁরা গান্ধি ভবনের ভিতরে গান্ধি মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন ।

আরও পড়ুন : স্বাধীনতা দিবসে দুবাইয়ে কয়লা মাফিয়ার সঙ্গে বৈঠকে অভিষেক, দাবি সেলিমের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.