ETV Bharat / city

Bengal Recruitment Scam: বিজয়া দশমীতে চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভে মিষ্টি বিতরণ বামেদের - বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে যাঁরা চাকরি পাননি, তাঁরা আন্দোলন করছেন ৷ বুধবার সেখানে যায় বামফ্রন্টের এক প্রতিনিধি দল ৷ ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও (Biman Basu) ৷

http://10.10.50.85:6060///finalout4/west-bengal-nle/finalout/05-October-2022/16559812_ssc_aspera.mp4
Bengal Recruitment Scam: বিজয়া দশমীতে চাকরী প্রার্থীদের অবস্থান বিক্ষোভে মিষ্টি বিতরণ বামেদের
author img

By

Published : Oct 5, 2022, 2:48 PM IST

Updated : Oct 5, 2022, 2:59 PM IST

কলকাতা, 5 অক্টোবর : নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) জেরে এখনও চাকরি পাননি অনেকে । বাঙালির বড় উৎসব দুর্গাপুজোতেও (Durga Puja 2022) তাঁরা রাস্তায় বসে আছেন । তাদের মধ্যে বহুজন 570 দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷ আবার অনেকে 100 দিন ।

বুধবার বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) নেতৃত্বে এক প্রতিনিধিদল ধর্মতলায় গান্ধি মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের 7টি দলের সঙ্গে দেখা করেন । তাদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে ফের পাশে থাকার বার্তা দেন । ন্যায্য অধিকারের দাবিতে অতীতে এতদিন ধরে কাউকে বিক্ষোভ করতে হয়নি বলেও বলতে শোনা যায় বিমান বসুকে ।

এদিন বামফ্রন্ট নেতৃবৃন্দকে পালটা প্রশ্ন করেন চাকরী প্রার্থীরা । তাঁরা আর কতদিন এই ভাবে বাচ্চা-পরিবার ছেড়ে রাস্তায় বসে থাকবেন, সেই প্রশ্নও তোলেন । দ্রুত সুরাহার আর্জি জানান ।

বিজয়া দশমীতে চাকরী প্রার্থীদের অবস্থান বিক্ষোভে মিষ্টি বিতরণ বামেদের

গান্ধি মূর্তির পাদদেশ-সহ গত বেশ সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চারটি ধর্ম মঞ্চ মিলিয়ে দেড়-দু’শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । উচ্চ প্রাথমিক, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে মোট চারটি বিভাগের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন । তাঁদের মধ্যে কারও কারও লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে সাত বছর আগে, কারও আবার চার বছর আগে । অনেকের আবার দু’বার ইন্টারভিউয়ের পরেও নিয়োগ হয়নি । অথচ ঘুরপথে অন্য অনেকে চাকরি করছেন বলে তাঁদের অভিযোগ ।

এই সার্বিক পরিস্থিতির কারণে সংসার চালাতে কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, কেউ বা এলাকায় অন্য কোনও কাজ শুরু করেছেন । কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাস করার পরও কেন নিয়োগ হচ্ছে না, এই হতাশায় অনেকেই মানসিক রোগীতে পরিণত হচ্ছেন বলেও তাঁদের অভিযোগ । এরকম পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে পরিবারের লোকজনকেও বিক্ষোভে সামিল হতে দেখা যায় ।

সরকারি তরফে বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে । কিন্তু কোনও নিয়োগ হয়নি । সব মিলিয়ে পরিস্থিতির কাছে তাদের হার মানতে হবে কি না, সেই সংশয়ে রয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ । তাঁদের মধ্যে মহম্মদ সইদুল্লা বলেন, "জানি না কতদিন এই ভাবে কাটাতে হবে । তবে, আমাদের ধর্ম মঞ্চ এখন মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে । বিজয় দশমীতে বামফ্রন্টের নেতৃত্ব এসেছিলেন তাঁদের স্বাগত জানিয়েছি । আগামীতে যাঁরা আসবেন, তাঁদেরকেও স্বাগত । কিন্তু আমাদের নিয়োগ কবে হবে, সেই সমস্যায় কিন্তু রয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : হরিয়ানায় নিয়োগ দুর্নীতিতে জেল হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, বাংলাতেও কড়া ব্যবস্থার প্রয়োজন, দাবি শুভেন্দুর

কলকাতা, 5 অক্টোবর : নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) জেরে এখনও চাকরি পাননি অনেকে । বাঙালির বড় উৎসব দুর্গাপুজোতেও (Durga Puja 2022) তাঁরা রাস্তায় বসে আছেন । তাদের মধ্যে বহুজন 570 দিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷ আবার অনেকে 100 দিন ।

বুধবার বামফ্রন্ট (Left Front) চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu) নেতৃত্বে এক প্রতিনিধিদল ধর্মতলায় গান্ধি মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের 7টি দলের সঙ্গে দেখা করেন । তাদের লড়াইকে কুর্ণিশ জানিয়ে ফের পাশে থাকার বার্তা দেন । ন্যায্য অধিকারের দাবিতে অতীতে এতদিন ধরে কাউকে বিক্ষোভ করতে হয়নি বলেও বলতে শোনা যায় বিমান বসুকে ।

এদিন বামফ্রন্ট নেতৃবৃন্দকে পালটা প্রশ্ন করেন চাকরী প্রার্থীরা । তাঁরা আর কতদিন এই ভাবে বাচ্চা-পরিবার ছেড়ে রাস্তায় বসে থাকবেন, সেই প্রশ্নও তোলেন । দ্রুত সুরাহার আর্জি জানান ।

বিজয়া দশমীতে চাকরী প্রার্থীদের অবস্থান বিক্ষোভে মিষ্টি বিতরণ বামেদের

গান্ধি মূর্তির পাদদেশ-সহ গত বেশ সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চারটি ধর্ম মঞ্চ মিলিয়ে দেড়-দু’শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । উচ্চ প্রাথমিক, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে মোট চারটি বিভাগের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন । তাঁদের মধ্যে কারও কারও লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে সাত বছর আগে, কারও আবার চার বছর আগে । অনেকের আবার দু’বার ইন্টারভিউয়ের পরেও নিয়োগ হয়নি । অথচ ঘুরপথে অন্য অনেকে চাকরি করছেন বলে তাঁদের অভিযোগ ।

এই সার্বিক পরিস্থিতির কারণে সংসার চালাতে কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন, কেউ বা এলাকায় অন্য কোনও কাজ শুরু করেছেন । কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাস করার পরও কেন নিয়োগ হচ্ছে না, এই হতাশায় অনেকেই মানসিক রোগীতে পরিণত হচ্ছেন বলেও তাঁদের অভিযোগ । এরকম পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে পরিবারের লোকজনকেও বিক্ষোভে সামিল হতে দেখা যায় ।

সরকারি তরফে বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে । কিন্তু কোনও নিয়োগ হয়নি । সব মিলিয়ে পরিস্থিতির কাছে তাদের হার মানতে হবে কি না, সেই সংশয়ে রয়েছেন চাকরি প্রার্থীদের একাংশ । তাঁদের মধ্যে মহম্মদ সইদুল্লা বলেন, "জানি না কতদিন এই ভাবে কাটাতে হবে । তবে, আমাদের ধর্ম মঞ্চ এখন মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে । বিজয় দশমীতে বামফ্রন্টের নেতৃত্ব এসেছিলেন তাঁদের স্বাগত জানিয়েছি । আগামীতে যাঁরা আসবেন, তাঁদেরকেও স্বাগত । কিন্তু আমাদের নিয়োগ কবে হবে, সেই সমস্যায় কিন্তু রয়ে গিয়েছে ।"

আরও পড়ুন : হরিয়ানায় নিয়োগ দুর্নীতিতে জেল হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর, বাংলাতেও কড়া ব্যবস্থার প্রয়োজন, দাবি শুভেন্দুর

Last Updated : Oct 5, 2022, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.