ETV Bharat / city

রাজ্যপালের ডাকে আজ রাজভবনে বাম-কংগ্রেস - রাজ্যপাল জগদীপ ধনকর

গণপিটুনি সংক্রান্ত বিল ও SC-ST বিল নিয়ে আজ রাজভবনে বিরোধীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিল দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল।

governor meet
রাজভবনে বাম-কংগ্রেস
author img

By

Published : Jan 21, 2020, 1:32 PM IST

কলকাতা, 21 জানুয়ারি : কখনও গোরুচোর তো কখনও ছেলেধরা । সন্দেহের বসে রাজ্যজুড়ে চলছে গণপিটুনির মতো অপরাধ । গণপিটুনিকে রুখতে কড়া আইন আনতে চলছে রাজ্য সরকার । ইতিমধ্যে সেই বিল আনা হয়েছে বিধানসভায় । বিধানসভায় পাশ হওয়ার পর সেটি আপাতত রয়েছে রাজভবনের ঠান্ডাঘরে । রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় । গণপিটুনি বিলের পাশাপাশি রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তপশিলি জাতি-উপজাতি সংক্রান্ত SC-ST বিলও । তবে এই বিল দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাই আজ বিকেল চারটের সময় রাজভবনে এই বিল দুটি নিয়ে বিরোধী দলগুলির পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ।

governor meet
বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ RSP, ফরওয়ার্ড ব্লকের পরিষদীয় নেতারাও । এর আগে ১৭ জানুয়ারি বিরোধী পরিষদীয় দলনেতাদের বিল নিয়ে আলোচনা করতে ডেকেছিলেন রাজ্যপাল । তবে তখন বাম-কংগ্রেসের দলীয় কর্মসূচি থাকায় সেই বৈঠক আজকে আয়োজন করা ।

governor meet
বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যে জানিয়েছেন, বিল দুটি নিয়ে আলোচনায় আন্তরিক কংগ্রেস । পাশাপাশি রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সাম্প্রতিককালে যে সংঘাত চলছে তার অবসান হওয়া উচিত । অন্যদিকে বিল দুটি নিয়ে রাজ্যপালের কাছে আপত্তি জানাবেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী । তাঁর অভিযোগ, গণপিটুনি রোধের বিলটিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে । তাই আজ রাজ্যপালের কাছে বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাতে চলেছেন সুজন চক্রবর্তী ।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত । তারই মাঝে বিরোধীদের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট বিল দুটি আইনে পরিণত হবে, নাকি রাজ্য সরকারের কাছে ফের পাঠিয়ে দিয়ে নতুন বিলের আবেদন জানাবেন রাজ্যপাল তাই এখন দেখার ।

কলকাতা, 21 জানুয়ারি : কখনও গোরুচোর তো কখনও ছেলেধরা । সন্দেহের বসে রাজ্যজুড়ে চলছে গণপিটুনির মতো অপরাধ । গণপিটুনিকে রুখতে কড়া আইন আনতে চলছে রাজ্য সরকার । ইতিমধ্যে সেই বিল আনা হয়েছে বিধানসভায় । বিধানসভায় পাশ হওয়ার পর সেটি আপাতত রয়েছে রাজভবনের ঠান্ডাঘরে । রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় । গণপিটুনি বিলের পাশাপাশি রাজ্যপালের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তপশিলি জাতি-উপজাতি সংক্রান্ত SC-ST বিলও । তবে এই বিল দুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে রাজ্যের বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাই আজ বিকেল চারটের সময় রাজভবনে এই বিল দুটি নিয়ে বিরোধী দলগুলির পরিষদীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যপাল ।

governor meet
বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

বৈঠকে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ RSP, ফরওয়ার্ড ব্লকের পরিষদীয় নেতারাও । এর আগে ১৭ জানুয়ারি বিরোধী পরিষদীয় দলনেতাদের বিল নিয়ে আলোচনা করতে ডেকেছিলেন রাজ্যপাল । তবে তখন বাম-কংগ্রেসের দলীয় কর্মসূচি থাকায় সেই বৈঠক আজকে আয়োজন করা ।

governor meet
বিরোধীদের সঙ্গে বৈঠক রাজ্যপালের

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ইতিমধ্যে জানিয়েছেন, বিল দুটি নিয়ে আলোচনায় আন্তরিক কংগ্রেস । পাশাপাশি রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সাম্প্রতিককালে যে সংঘাত চলছে তার অবসান হওয়া উচিত । অন্যদিকে বিল দুটি নিয়ে রাজ্যপালের কাছে আপত্তি জানাবেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী । তাঁর অভিযোগ, গণপিটুনি রোধের বিলটিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে । তাই আজ রাজ্যপালের কাছে বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাতে চলেছেন সুজন চক্রবর্তী ।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত । তারই মাঝে বিরোধীদের সঙ্গে আলোচনার পর সংশ্লিষ্ট বিল দুটি আইনে পরিণত হবে, নাকি রাজ্য সরকারের কাছে ফের পাঠিয়ে দিয়ে নতুন বিলের আবেদন জানাবেন রাজ্যপাল তাই এখন দেখার ।

Intro:গণপিটুনি রোধে যে বিলটি রাজ্য সরকার বিধানসভা এনেছিল সেটি আপাতত রাজভবনের ঠাণ্ডা ঘরে রয়েছে। রাজ্যপাল জগদীপ ধনকার বিলটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নিতে পারেননি। কেবলমাত্র গণপিটুনি রোধের বিল নয়, তপশিলি জাতি উপজাতি সংক্রান্ত এসসি এসটি একটি বিল রাজ্যপালের কাছে রয়েছে। রাজ্য বিধানসভায় বিলটি উত্থাপিত এবং আলোচনা হওয়ার পর সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে রাজভবনে। আইনে পরিণত করার জন্য। রাজ্যপাল জানিয়েছেন, সংশ্লিষ্ট বিল দুটি নিয়ে শাসক দল ছাড়াও রাজ্যের বিরোধী পরিষদীয় দলগুলির নের্তৃত্বের সঙ্গে তিনি আলোচনা করতে চান।


Body:এর আগে 17 তারিখে রাজ্যপাল ডেকেছিলেন বিরোধী দলগুলিকে। দলীয় কর্মসূচি থাকায় বাম এবং কংগ্রেস নেতৃত্ব রাজ্যপালকে জানিয়ে দিয়েছিল তারা রাজভবনে যেতে পারবেন না। বিকল্প সময় দেওয়া হয়েছিল বিরোধীদলের পক্ষ থেকে।
রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যপাল এবং রাজ্য সরকারের সম্পর্ক সাম্প্রতিককালে যে বিতর্কের জায়গায় গিয়ে পৌঁছেছে তা অবসান হওয়া উচিত। বিল দুটি নিয়ে আলোচনায় আন্তরিক কংগ্রেস।
বাম পরিষদীয় জননেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, রাজভবনে গিয়ে বিল দুটি সম্পর্কে তাদের যা মতামত তা রাজ্যপালকে জানাবেন সুজন চক্রবর্তী। আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইয়ের পরিষদীয় নেতারাও থাকবেন রাজ্যপালের বৈঠকে। এসসি এসটি বিলটি নিয়ে আপত্তি রয়েছে বামেদের। তাদের অভিযোগ বিলটিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে। রাজ্য সরকারের পাঠানো দুটি বিল নিয়েই রাজ্যপাল বিরোধীদলের পরিষদীয় নেতাদের মতামত শুনতে চান। তারপর সংশ্লিষ্ট বিল দুটি আইনে পরিণত হবে নাকি রাজ্য সরকারের কাছে ফের রাজ্যপাল পাঠিয়ে দেবেন নতুন বিলের আবেদন জানিয়ে, সেটাই এখন দেখার।
গণপিটুনি রোধে রাজ্য সরকারের বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন আব্দুল মান্নান। গণপিটুনি রোধে যাতে অপরাধী আইনের ফাঁক দিয়ে মুক্ত না হয়ে যায় সেই বিষয়টি নিয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করবেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বিলটি প্রত্যাহারের দাবিও জানাবেন বলে জানিয়েছেন।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.