কলকাতা, 2 জুন : কলকাতা পৌরনিগমে (Kolkata Municipal Corporation) ফের বাম কংগ্রেস জোট । পৌরনিগমের পাবলিক অ্যাকাউন্টস কমিটির নির্বাচন ঘিরে এই সমঝোতা (Left-Cong Alliance for KMC PAC Election) ।
কোনও রাজনৈতিক দলই বিরোধী দলের স্বীকৃতি পায়নি কলকাতা পৌরনিগমে । বিরোধী বাম ও কংগ্রেসের ঝুলিতে দু’টি করে ও বিজেপির ঝুলিতে তিনজন কাউন্সিলর রয়েছে । পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee) নির্বাচনে মনোয়ন জমা দিতে হলে প্রার্থীকে একজন প্রথম প্রস্তাবক ও একজন দ্বিতীয় প্রস্তাবকের দরকার । বিজেপির তিনজন কাউন্সিলর থাকায় সেটা নিয়ে সমস্যা না হলেও সেই অঙ্কে সমস্যায় পড়েছে বাম কংগ্রেস ৷ দুই দলই প্রথম প্রস্তাবক পেলেও দ্বিতীয় প্রস্তাবক কে হবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
বিধানসভা ভোট মেটার পরেই জোট ভেঙেছে বাম-কংগ্রেস (Left-Congress Alliance) । এখন দুই পক্ষই একলা চলো নীতি নিয়েছে । তবে প্রয়োজনে ফের তারা এক মঞ্চে । বাম প্রার্থী মধুছন্দা দেবের প্রথম প্রস্তাবক সিপিআইএম কাউন্সিলর নন্দিতা রায় হলেও দ্বিতীয় প্রস্তাবক 137 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ওয়াসিম আনসারী ।
আবার কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের প্রথম প্রস্তাবক ওয়াসিম আনসারী হলেও দ্বিতীয় প্রস্তাবক 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব । সাধারণত পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা পিএসি-র চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়া হয় । সেই পদে বিজেপিকে ঠেকাতে তৎপর বাম-কংগ্রেস উভয় পক্ষই ।
পৌরনিগম সূত্রে খবর, পিএসি চেয়ারম্যান পদে বিজেপিকে (BJP) চাইছে না শাসকদল তৃণমূলও (Trinamool Congress) । তাঁরা বামেদের দিকে ঝুঁকতে পারে বলেই কানাঘুষো শোনা যাচ্ছে পৌরনিগমের অন্দরে । নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । আর তাকে ঘিরেই ফের জোট বেঁধেছে বাম-কংগ্রেস ।
উল্লেখ্য, পৌর সচিবালয় চেয়ারম্যান-সহ পিএসি-র সাত সদস্যের জন্য মনোনয়ন চেয়েছে । আজ শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া । 3 জুন মনোনয়ন প্রত্যাহারের দিন । 6 জুন হবে স্ক্রুটিনি । সাত জনের বেশি কেউ মনোনয়নপত্র জমা করলে আগামী অধিবেশনে হবে নির্বাচন । আর সেটা না হলে ওই দিন পিএসি-র সদস্যদের পাশাপাশি ঘোষণা হবে চেয়ারম্যানের নামও ।
তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, তাঁরা চেয়ারম্যান পদে বিজেপিকে বা কংগ্রেসকে নয়, চাইছে বামেদের । সেই মোতাবেক সব কিছু নিয়মমাফিক চললে আগামী পিএসি চেয়ারম্যান হতে চলেছেন 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব ।
এবিষয় সজল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিপিএম-কংগ্রেস জোট করে কী করবে, সেটা তাঁদের মতাদর্শ কিংবা আদর্শচ্যূতির ব্যাপার । আমার কিছু বলার নেই । তবে এই পদ বিজেপির পাওয়া উচিত ছিল ।’’
আরও পড়ুন : KMC : পৌর সচিবের নামে 'ভুয়ো' মেল, চাকরির নামে 5 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ