ETV Bharat / city

বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট বাম-কংগ্রেসের - CPIM

বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা । সংবিধান নিয়ে বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷ এই নিয়েই সরব হন তিনি ৷ অধিবেশন কক্ষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা ।

abdul mannan
আব্দুল মান্নান
author img

By

Published : Nov 27, 2019, 7:21 PM IST

কলকাতা, 27 নভেম্বর : আজ সংবিধান দিবস পালনের দ্বিতীয় দিনে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা । বিশেষ অধিবেশন কক্ষে ভাষণের জন্য সময় চাওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ান বিরোধী দলনেতা আবদুল মান্নান । এই নিয়েই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বাম ও কংগ্রেসের বিধায়কেরা । আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তাঁরা ।

গতকাল সংবিধান দিবসের প্রথমদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তৃতা দেওয়া থেকে বিরত ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান । এই নিয়ে জলঘোলাও হয়েছিল অনেক । আজ দ্বিতীয় দিনেও সেই প্রসঙ্গ ওঠে । সংবিধান নিয়ে বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে সরব হন বিরোধী দলনেতা । অধিবেশন কক্ষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন আবদুল মান্নান ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান

সংবিধান দিবস পালনের নামে বেআইনি কাজ হচ্ছে ৷ এই অভিযোগ তুলে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক-আউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা । পাশাপাশি আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠকও রয়েছে ৷ ওই বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাম ও কংগ্রেসের তরফে । এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কোনও বিল আনতে গেলে 3 দিন আগে নোটিশ দিতে হয়। আইন রয়েছে । তৃণমূলের বিধায়করা পড়ে দেখুন ৷ এই কারণে আগামীকাল আমরা ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । আমি যদি বিধানসভা অবমাননা করে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন । দরকার হলে আমি জেলে যাব । এতটুকুও ভয় পাই না ।"

কলকাতা, 27 নভেম্বর : আজ সংবিধান দিবস পালনের দ্বিতীয় দিনে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা । বিশেষ অধিবেশন কক্ষে ভাষণের জন্য সময় চাওয়া নিয়ে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ান বিরোধী দলনেতা আবদুল মান্নান । এই নিয়েই বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন বাম ও কংগ্রেসের বিধায়কেরা । আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কট করারও সিদ্ধান্ত নিয়েছে তাঁরা ।

গতকাল সংবিধান দিবসের প্রথমদিন বিধানসভার বিশেষ অধিবেশনে বক্তৃতা দেওয়া থেকে বিরত ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান । এই নিয়ে জলঘোলাও হয়েছিল অনেক । আজ দ্বিতীয় দিনেও সেই প্রসঙ্গ ওঠে । সংবিধান নিয়ে বলার জন্য মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল বলে সরব হন বিরোধী দলনেতা । অধিবেশন কক্ষে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েন আবদুল মান্নান ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান

সংবিধান দিবস পালনের নামে বেআইনি কাজ হচ্ছে ৷ এই অভিযোগ তুলে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক-আউট করেন বাম ও কংগ্রেস বিধায়করা । পাশাপাশি আগামীকাল ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠকও রয়েছে ৷ ওই বৈঠকও বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাম ও কংগ্রেসের তরফে । এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কোনও বিল আনতে গেলে 3 দিন আগে নোটিশ দিতে হয়। আইন রয়েছে । তৃণমূলের বিধায়করা পড়ে দেখুন ৷ এই কারণে আগামীকাল আমরা ব্যবসায়িক উপদেষ্টা কমিটির বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছি । আমি যদি বিধানসভা অবমাননা করে থাকি তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন । দরকার হলে আমি জেলে যাব । এতটুকুও ভয় পাই না ।"

Intro:কলকাতা, ২৭ নভেম্বর : আজ সংবিধান দিবসে পালনের দ্বিতীয় দিনে বিধানসভার অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করলেন বাম এবং কংগ্রেসের বিধায়করা। বিশেষ অধিবেশন কক্ষে ভাষণের সময় চাওয়া নিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে বিধানসভার অধ্যক্ষের বাদানুবাদ তৈরি হয়। তা নিয়েই বিধানসভার কক্ষ থেকে ওয়াক আউট করে বাম ও কংগ্রেসের বিধায়কেরা। আগামী কাল বিএ কমিটির বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা।


Body:প্রাথমিক কপি ইন্ট্রোতে


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.