ETV Bharat / city

Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী - বিজেপি ছেড়ে তৃণমূলে

বৃহস্পতিবার তৃণমূলে ফিরলেন সব্যসাচী দত্ত ৷ তাঁর বক্তব্য আবেগের বশে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ এদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম ৷

leaving TMC was a sentimental decision, says Sabyasachi Dutta
Sabyasachi Dutta : ‘আবেগ’ ভুলে তৃণমূলে ফিরলেন সব্যসাচী
author img

By

Published : Oct 7, 2021, 4:53 PM IST

কলকাতা, 7 অক্টোবর : আবেগের বশে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তবে কি আবার আবেগের বশেই সেই সিদ্ধান্ত বদলে পুরনো দলে ফিরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ? এর উত্তর আপাতত অধরা ৷ বৃহস্পতিবার বিধানসভার সদস্য হিসাবে শপথ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ (Mamata Banerjee) তিনজন ৷ সূত্রের দাবি, এই কর্মসূচির আগেই মমতা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছিলেন সব্যসাচীর ‘ঘরে ফেরা’ পাকা ৷ সংবাদমাধ্যমে সেই তথ্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যে সেই ‘পাকা’ কথাই বাস্তব করে দেখালেন সব্যসাচী ৷ বিধানসভাতেই দলবদলে আবারও তৃণমূলে ফিরলেন তিনি ৷

আরও পড়ুন : Babul Supriyo : দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

এদিন পুরনো দলে সব্যসাচীকে স্বাগত জানান তৃণমূলের প্রথম সারির দুই নেতা তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় তাঁরা দু’জনেই যে খুশি, তা তাঁদের শরীরী ভাষা থেকেই স্পষ্ট ছিল ৷ খুশি ছিলেন সব্যসাচীও ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আবেগের বশেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি ৷ তবে কি আবেগ ভরা মোহ কেটে যাওয়াতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন সব্যসাচী ? এই প্রসঙ্গে অবশ্য একটি বাক্যও খরচ করেননি তিনি ৷

কিছু ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন তিনি ৷ পুরনো দলে ফিরেই দাবি সব্যসাচী দত্তের ৷

বস্তুত, এদিনের দলবদল কর্মসূচিতে খুব কম কথা বলেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র ৷ যেটুকু বলেছেন, তার সারমর্ম হল, 2011 থেকে 2021 সাল পর্যন্ত একুশ পর্যন্ত তিনি যে বিধায়ক পদে থাকতে পেরেছেন, তার প্রধান কারণই হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বলেই আবেগের বশবর্তী হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ এদিন তৃণমূল সুপ্রিমো-সহ সকলে তাঁকে ফিরিয়ে নেওয়ায় তিনি আপ্লুত ৷ আবারও নতুন করে তাঁর পথ চলা শুরু হবে বলে জানান সব্যসাচী ৷ তবে এদিনের সাংবাদিক সম্মেলন চলাকালীনই ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, তিনি বারবার বারণ করা সত্ত্বেও তাঁর কথা শোনেনি সব্যসাচী ! তাঁকে উপেক্ষা করেই সেই সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ! তাহলে কি আগাগোড়া পুরোটাই ভুল সিদ্ধান্ত ছিল ? এর উত্তরও আপাতত অধরা ৷

আরও পড়ুন : TMC Joining : শিলিগুড়িতে ফের বাম গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর

প্রসঙ্গত, 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী ৷ এর পিছনে নানা মুনির নানা মত রয়েছে ৷ কেউ কেউ এর পিছনে তৃণমূল নেতা তথা বিধায়ক সুজিত বসুর সম্পর্ককে কাঠগড়ায় তোলেন ৷ তৃণমূল ছাড়ার পর নানা ইস্যুতে সব্যসাচী যেরকম আক্রমণাত্মকভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দলের সমালোচনা করতেন, সেই স্মৃতি এখনও টাটকা ৷ কিন্তু গত কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলে যায় ৷ বুধবারই লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্তদের সমালোচনায় সরব হন সব্যসাচী ৷ তখনই নানা মহলে কানাঘুষো শুরু হয়, তবে বিজেপি ছাড়তে চলেছেন তিনি ? 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই জল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সব্যসাচী দত্ত ৷

কলকাতা, 7 অক্টোবর : আবেগের বশে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ৷ তবে কি আবার আবেগের বশেই সেই সিদ্ধান্ত বদলে পুরনো দলে ফিরলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ? এর উত্তর আপাতত অধরা ৷ বৃহস্পতিবার বিধানসভার সদস্য হিসাবে শপথ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়-সহ (Mamata Banerjee) তিনজন ৷ সূত্রের দাবি, এই কর্মসূচির আগেই মমতা তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিয়েছিলেন সব্যসাচীর ‘ঘরে ফেরা’ পাকা ৷ সংবাদমাধ্যমে সেই তথ্য প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যে সেই ‘পাকা’ কথাই বাস্তব করে দেখালেন সব্যসাচী ৷ বিধানসভাতেই দলবদলে আবারও তৃণমূলে ফিরলেন তিনি ৷

আরও পড়ুন : Babul Supriyo : দেড় মাসেই ভোলবদল, তৃণমূলে যোগ বাবুলের

এদিন পুরনো দলে সব্যসাচীকে স্বাগত জানান তৃণমূলের প্রথম সারির দুই নেতা তথা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) এবং ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় তাঁরা দু’জনেই যে খুশি, তা তাঁদের শরীরী ভাষা থেকেই স্পষ্ট ছিল ৷ খুশি ছিলেন সব্যসাচীও ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আবেগের বশেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তিনি ৷ তবে কি আবেগ ভরা মোহ কেটে যাওয়াতেই ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন সব্যসাচী ? এই প্রসঙ্গে অবশ্য একটি বাক্যও খরচ করেননি তিনি ৷

কিছু ভুল বোঝাবুঝিতে তৃণমূল ছেড়েছিলেন তিনি ৷ পুরনো দলে ফিরেই দাবি সব্যসাচী দত্তের ৷

বস্তুত, এদিনের দলবদল কর্মসূচিতে খুব কম কথা বলেছেন বিধাননগরের প্রাক্তন মেয়র ৷ যেটুকু বলেছেন, তার সারমর্ম হল, 2011 থেকে 2021 সাল পর্যন্ত একুশ পর্যন্ত তিনি যে বিধায়ক পদে থাকতে পেরেছেন, তার প্রধান কারণই হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ কিন্তু, মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল বলেই আবেগের বশবর্তী হয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি ৷ এদিন তৃণমূল সুপ্রিমো-সহ সকলে তাঁকে ফিরিয়ে নেওয়ায় তিনি আপ্লুত ৷ আবারও নতুন করে তাঁর পথ চলা শুরু হবে বলে জানান সব্যসাচী ৷ তবে এদিনের সাংবাদিক সম্মেলন চলাকালীনই ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, তিনি বারবার বারণ করা সত্ত্বেও তাঁর কথা শোনেনি সব্যসাচী ! তাঁকে উপেক্ষা করেই সেই সময় বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি ! তাহলে কি আগাগোড়া পুরোটাই ভুল সিদ্ধান্ত ছিল ? এর উত্তরও আপাতত অধরা ৷

আরও পড়ুন : TMC Joining : শিলিগুড়িতে ফের বাম গড়ে ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দুই প্রাক্তন বাম কাউন্সিলর

প্রসঙ্গত, 2019 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সব্যসাচী ৷ এর পিছনে নানা মুনির নানা মত রয়েছে ৷ কেউ কেউ এর পিছনে তৃণমূল নেতা তথা বিধায়ক সুজিত বসুর সম্পর্ককে কাঠগড়ায় তোলেন ৷ তৃণমূল ছাড়ার পর নানা ইস্যুতে সব্যসাচী যেরকম আক্রমণাত্মকভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর দলের সমালোচনা করতেন, সেই স্মৃতি এখনও টাটকা ৷ কিন্তু গত কয়েক দিনে ছবিটা অনেকটাই বদলে যায় ৷ বুধবারই লখিমপুর খেরির ঘটনায় অভিযুক্তদের সমালোচনায় সরব হন সব্যসাচী ৷ তখনই নানা মহলে কানাঘুষো শুরু হয়, তবে বিজেপি ছাড়তে চলেছেন তিনি ? 24 ঘণ্টা কাটতে না কাটতেই সেই জল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সব্যসাচী দত্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.