ETV Bharat / city

বিক্ষোভের প্রতিবাদে পথে আইনজীবীরা - NRC & CAA

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে বিক্ষোভের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন আইনজীবীরা ৷ জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের তরফ থেকে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় ৷ মিছিল চলে হাইকোর্ট থেকে ব্যাঙ্কশাল পর্যন্ত ৷

Kolkata lawyers
কলকাতার আইনজীবীরা
author img

By

Published : Dec 20, 2019, 10:20 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনজীবীদের ধিক্কার মিছিল কলকাতায় ৷ আজ জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন থেকে এই মিছিল আয়োজন করা হয়েছিল ৷ হাইকোর্ট থেকে ব্যাঙ্কশাল চত্ব র পর্যন্ত এই মিছিল করা হয় ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভকারীদের তাণ্ডব ৷ সরকারি বাস, ট্রেন পুড়িয়ে দেওয়া হয় ৷ এছাড়া দফায় দফায় রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ চলছে ৷ বিরোধিতার নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন আইনজীবীরা ৷ আইনজীবীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্য সরকার সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলছে ৷ তারাই ক্ষিপ্ত হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করছে ৷

জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের মিছিল

জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের (NLF) সহসভাপতি অজয় কুমার নন্দী বলেন, "রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়ার পর কেউ প্রকাশ্যে আইনের বিরোধিতা করতে পারেন না ৷ যদি করতেই হয় তবে সুপ্রিম কোর্টে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে হবে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে আজ আমরা ধিক্কার মিছিলের আয়োজন করেছি ৷" এছাড়া আইনজীবীরা চান কেন্দ্রীয় সরকারকে দোষারোপ না করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার পথ বর্জন করুক রাজ্য সরকার ৷ বিক্ষোভের মুখে পড়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে ৷ তা অবিলম্বে দূর হোক ৷

কলকাতা, 20 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে বিক্ষোভ চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৷ এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনজীবীদের ধিক্কার মিছিল কলকাতায় ৷ আজ জাতীয়তাবাদী আইনজীবী সংগঠন থেকে এই মিছিল আয়োজন করা হয়েছিল ৷ হাইকোর্ট থেকে ব্যাঙ্কশাল চত্ব র পর্যন্ত এই মিছিল করা হয় ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভকারীদের তাণ্ডব ৷ সরকারি বাস, ট্রেন পুড়িয়ে দেওয়া হয় ৷ এছাড়া দফায় দফায় রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ চলছে ৷ বিরোধিতার নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে ৷ তারই প্রতিবাদে আজ পথে নেমেছেন আইনজীবীরা ৷ আইনজীবীদের দাবি, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাজ্য সরকার সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তুলছে ৷ তারাই ক্ষিপ্ত হয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করছে ৷

জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের মিছিল

জাতীয়তাবাদী আইনজীবী সংগঠনের (NLF) সহসভাপতি অজয় কুমার নন্দী বলেন, "রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়ার পর কেউ প্রকাশ্যে আইনের বিরোধিতা করতে পারেন না ৷ যদি করতেই হয় তবে সুপ্রিম কোর্টে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে বক্তব্য পেশ করতে হবে ৷ সরকারি সম্পত্তি নষ্ট করার প্রতিবাদে আজ আমরা ধিক্কার মিছিলের আয়োজন করেছি ৷" এছাড়া আইনজীবীরা চান কেন্দ্রীয় সরকারকে দোষারোপ না করে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করার পথ বর্জন করুক রাজ্য সরকার ৷ বিক্ষোভের মুখে পড়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে ৷ তা অবিলম্বে দূর হোক ৷

Intro:নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে আইনজীবীদের মিছিল কলকাতা হাইকোর্টে

কলকাতা 20 ডিসেম্বর:
নাগরিকত্ব সংশোধনী আইন এর সমর্থনে নগর দায়রা আদালত থেকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত মিছিলে সামিল হলেন নেশনালিস্ট ল,ইয়ার্স ফোরামের আইনজীবীরা।


Body:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার নামে মানুষকে ক্ষেপিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করছে এ রাজ্যের সরকার বলে দাবি করা হয় সংগঠনের তরফ। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অজয় কুমার নন্দী জানালেন," নাগরিকত্ব সংশোধনী আইন রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাওয়ার পর কেউ বিরোধিতা করতে পারেন না। দেশের আইন ব্যবস্থা আছে যারা এর বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে চান তারা সুপ্রিম কোর্টে তাদের বক্তব্য রাখতে পারেন। যেভাবে কয়েকদিন ধরে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এবং এই প্রতিবাদ কে কেন্দ্র করে যেভাবে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট করা হচ্ছে তার বিরোধিতায় আজকে আমরা এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছি। আমরা এখান থেকে বর্তমান রাজ্য সরকারকে জানাতে চাই তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় যে রাস্তা নিয়েছেন তা অবিলম্বে বর্জন করুন। এবং সুস্থভাবে নাগরিকদের বাঁচতে দিন। কেন্দ্রীয় সরকারকে দোষারোপের যে রাস্তা তৈরি করছেন এটা বন্ধ করুন।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.