কলকাতা, 9 জুলাই: এবার কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে গড়ে তোলা হবে পৃথক একটি পুলিশ কন্ট্রোল রুম । লালবাজার সূত্রের খবর, সেই পৃথক কন্ট্রোল রুম থেকেই এবার শহরের সকল সিসিটিভি ক্যামেরাগুলি অপারেটিং করবেন পুলিশকর্মীরা । ইতিমধ্যেই এই গোটা প্রক্রিয়া বাস্তবায়িত করার জন্য লালবাজারে তরফে দায়িত্ব দেওয়া হয়েছে চারজন অতিরিক্ত নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকদের । তাঁরাই নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করছেন বলে জানা গিয়েছে ।
লালবাজার সুত্রের খবর, শহরের ছোট বড় রাস্তা মিলিয়ে মোট প্রায় 7 হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে । এই সিসিটিভি ক্যামেরাগুলি মধ্যে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা অপারেটিং করেন স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা । আবার বেশ কিছু সিসি ক্যামেরার অপারেটিং থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ করা হয় বিভিন্ন ডেপুটি কমিশনার অফ পুলিশ-এর অফিস থেকে (Lalbazar to start control room in Police training school) ।
আরও পড়ুন: অপরাধীদের ধরতে বিশেষ অ্যাপ লালবাজারের
রাস্তার বেশ কিছু ক্যামেরার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের আধিকারিকরা । ফলে অপ্রীতিকর ঘটনা থেকে শুরু করে চটজলদি কোনও জায়গার সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসার জন্য কাঠখড় পোড়াতে হয় এবং সেটি সময় সাপেক্ষ ব্যাপারও হয়ে দাঁড়ায় । শহরের প্রত্যেকটি ক্লোজ সার্কিট ক্যামেরার দায়িত্ব নির্দিষ্ট করে একটি বিভাগের হাতে থাকলে সেখান থেকে সিসি ক্যামেরাগুলি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে অপারেটিং পদ্ধতি আরও সুবিধাজনক হবে বলে মনে করছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । আর তার জন্যই কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে একটি পৃথক কন্ট্রোল রুম খোলার বন্দোবস্ত করছেন পুলিশ কর্মীরা । কিন্তু সেই কন্ট্রোল রুম সঠিক কী পদ্ধতিতে এগোবে এবং কন্ট্রোল রুমের কীভাবে কাজ হবে সেই বিষয়ে এখনও কিছু স্থির হয়নি ।