ETV Bharat / city

অনুমতি দিল না লালবাজার, মিছিলে অনড় BJP

যদিও লালবাজার সূত্রে খবর, আজ দুপুরের পর BJP-র তরফে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় । বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে । পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না ।

BJP rally
লালবাজার
author img

By

Published : Jan 9, 2020, 9:31 PM IST

Updated : Jan 9, 2020, 9:39 PM IST

কলকাতা, 9 জানুয়ারি : কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মিছিলের ডাক দিয়েছিল রাজ্য BJP ৷ মিছিল হওয়ার কথা ছিল নন্দন থেকে হাজরা মোড় পর্যন্ত ৷ অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে । লালবাজার সূত্রের খবর, অনুমতি দেওয়া হয়নি ‌। কিন্তু, নিজেদের অবস্থানে অনড় BJP। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অনুমতি না পেলেও তাঁরা মিছিল করছেন ৷

যদিও লালবাজার সূত্রে খবর, আজ দুপুরের পর BJP-র তরফে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় । বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে । পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না । এমনিতেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত রয়েছে লালবাজার । তার মধ্যে ওই মিছিলের জন্য সব ধরনের ব্যবস্থা করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না । বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য BJP-কে । BJP-র তরফে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মিছিলের অনুমতির জন্য BJP হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । লোকজন তৈরি আছে । আইনানুগ পথে মিছিলের চেষ্টা করা হবে ।" যদিও BJP-র একাংশ মনে করছে আগের অনেক ঘটনার মতোই ইচ্ছাকৃতভাবে এই অনুমতি দেওয়া হয়নি । সেই সূত্রেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা । "আমরা মিছিলের জন্য লালবাজারে অনুমতি চেয়েছিলাম ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ আমরা হাইকোর্টের দারস্থ হয়েছি ৷ যেহেতু এই মিছিল আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি তাই কাল আমরা মিছিল করব৷" জানিয়েছেন দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, বরিবার কুমারগঞ্জে গণধর্ষণের শিকার হয় কিশোরী । পরিবারের ইচ্ছে ছিল ভালো পাত্র পেলে ওই কিশোরীর বিয়ে দিয়ে দেবেন । কিন্তু কিশোরী নিজের আলাদা ইচ্ছে ছিল ৷ তাঁর ইচ্ছে ছিল প্রেমিক মাহবুরকে বিয়ে করার । তাই বাড়ি থেকে ছেলে দেখার বিষয়টি মাহবুর রহমানকে জানিয়েছিলেন সে । কিন্তু প্রেমিককে বিয়ে করার সেই ইচ্ছে আর পূরণ হয়নি তাঁর ৷ সোমবার সকালে কুমারগঞ্জ ব্লকের সাফারনগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকা থেকে উদ্ধার হয় কিশোরীর অগ্নিদগ্ধ দেহ । ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গণধর্ষণের পর গলার নলি কাটা হয়েছিল । তারপর তাকে পুড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল । ঘটনার তদন্তে নেমে মাহবুরসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

কলকাতা, 9 জানুয়ারি : কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় মিছিলের ডাক দিয়েছিল রাজ্য BJP ৷ মিছিল হওয়ার কথা ছিল নন্দন থেকে হাজরা মোড় পর্যন্ত ৷ অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে । লালবাজার সূত্রের খবর, অনুমতি দেওয়া হয়নি ‌। কিন্তু, নিজেদের অবস্থানে অনড় BJP। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, অনুমতি না পেলেও তাঁরা মিছিল করছেন ৷

যদিও লালবাজার সূত্রে খবর, আজ দুপুরের পর BJP-র তরফে মিছিলের জন্য অনুমতি চাওয়া হয় । বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে । পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না । এমনিতেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত রয়েছে লালবাজার । তার মধ্যে ওই মিছিলের জন্য সব ধরনের ব্যবস্থা করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না । বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য BJP-কে । BJP-র তরফে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "মিছিলের অনুমতির জন্য BJP হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । লোকজন তৈরি আছে । আইনানুগ পথে মিছিলের চেষ্টা করা হবে ।" যদিও BJP-র একাংশ মনে করছে আগের অনেক ঘটনার মতোই ইচ্ছাকৃতভাবে এই অনুমতি দেওয়া হয়নি । সেই সূত্রেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা । "আমরা মিছিলের জন্য লালবাজারে অনুমতি চেয়েছিলাম ৷ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ৷ আমরা হাইকোর্টের দারস্থ হয়েছি ৷ যেহেতু এই মিছিল আমাদের পূর্ব পরিকল্পিত কর্মসূচি তাই কাল আমরা মিছিল করব৷" জানিয়েছেন দিলীপ ঘোষ ৷

প্রসঙ্গত, বরিবার কুমারগঞ্জে গণধর্ষণের শিকার হয় কিশোরী । পরিবারের ইচ্ছে ছিল ভালো পাত্র পেলে ওই কিশোরীর বিয়ে দিয়ে দেবেন । কিন্তু কিশোরী নিজের আলাদা ইচ্ছে ছিল ৷ তাঁর ইচ্ছে ছিল প্রেমিক মাহবুরকে বিয়ে করার । তাই বাড়ি থেকে ছেলে দেখার বিষয়টি মাহবুর রহমানকে জানিয়েছিলেন সে । কিন্তু প্রেমিককে বিয়ে করার সেই ইচ্ছে আর পূরণ হয়নি তাঁর ৷ সোমবার সকালে কুমারগঞ্জ ব্লকের সাফারনগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকা থেকে উদ্ধার হয় কিশোরীর অগ্নিদগ্ধ দেহ । ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গণধর্ষণের পর গলার নলি কাটা হয়েছিল । তারপর তাকে পুড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল । ঘটনার তদন্তে নেমে মাহবুরসহ আরও দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

Intro:কলকাতা, 9 জানুয়ারি: ফের অনুমতি বিতর্ক। আগামীকাল রাজ্য বিজেপির পক্ষ থেকে দমদম থেকে হাজরা পর্যন্ত মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে। লালবাজার সূত্রের খবর সে অনুমতি দেওয়া হয়নি‌। তার জেরে ক্ষোভে ফুঁসছে বিজেপি। বিজেপির তরফে রাজু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মিছিলের অনুমতি জন‍্য বিজেপি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। লোকজন তৈরি আছে। আইনানুগ পথে মিছিলের চেষ্টা করা হবে। ঘটনায় আগামীকাল গোলমালের আশঙ্কা তৈরি হয়েছে।



Body:কুমারগঞ্জে কিশোরীকে গণধর্ষণ। তার প্রতিবাদেই পথে নামতে চাইছে রাজ্য বিজেপি। যদিও সেই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে ভাল পাত্র পেলে ওই কিশোরীর বিয়ে দিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন মা-বাবা। বিষয়টি প্রেমিক মাহবুর রহমানকে জানিয়েছিলেন সেই কিশোরী। তার ইচ্ছা ছিল মাহবুরকে বিয়ে করে সংসার পাতার। তার কোনো ধারণাই ছিল না, যাকে কেন্দ্র করে স্বপ্ন দেখছে, সে এতটা পাশবিক অত্যাচার চালাতে পারে তার ওপর। গত সোমবার সকালে কুমারগঞ্জ ব্লকের সাফারনগর গ্রাম পঞ্চায়েতের বেলঘর এলাকা থেকে উদ্ধার হয় কিশোরীর অগ্নিদগ্ধ দেহ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, গণধর্ষণের পর গলার নলি কাটা হয়েছিল ওই কিশোরীর। তারপর তাকে পুড়িয়ে দেবার চেষ্টা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে মাহবুর, পংকজ বর্মন এবং আরো একজনকে গ্রেপ্তার করে পুলিশ।


Conclusion:লালবাজার সূত্রের খবর, আজ দুপুরের পর বিজেপির মিছিলের জন্য অনুমতি চাওয়া হয়। বলা হয়, কুমারগঞ্জের ঘটনার প্রতিবাদে নন্দন থেকে হাজরা পর্যন্ত মিছিল করা হবে। পুলিশের দাবি, এত কম সময়ের মধ্যে মিছিলের অনুমতি দেওয়ার সুযোগ ছিল না। এমনিতেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত রয়েছে লালবাজার। তারমধ্যে ওই মিছিলের জন্য সব ধরনের ব্যবস্থা করা পুলিশের পক্ষে সম্ভব ছিল না। বিষয়টি জানিয়ে দেওয়া হয় রাজ্য বিজেপিকে। যদিও বিজেপি মনে করছে আগের অনেক ঘটনার মতোই ইচ্ছাকৃতভাবে এই অনুমতি দেওয়া হয়নি। সেই সূত্রেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা।
Last Updated : Jan 9, 2020, 9:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.