ETV Bharat / city

Money Recovery: নোটকাণ্ডে পলাতক হাওয়ালা ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার প্রায় সাড়ে 3 লক্ষ টাকা ! - CID

ধৃত তিন কংগ্রেস বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে মঙ্গলবার দুপুরে পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস যান সিআইডি ৷ সেখান থেকেই এদিন উদ্ধার হয় 3 লক্ষ 47 হাজার 700 টাকা ও 250টি রুপোর কয়েন(Money Recovery) ৷

CID
CID
author img

By

Published : Aug 2, 2022, 7:35 PM IST

Updated : Aug 2, 2022, 10:33 PM IST

কলকাতা, 2 অগস্ট: ঝাড়থণ্ডের তিন কংগ্রেস বিধায়কের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিআইডির গোয়েন্দারা পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল-এর অফিসে তল্লাশি অভিযান চালায় । সেখান থেকেই মঙ্গলবার উদ্ধার হয়েছে 3 লক্ষ 47 হাজার 700 টাকা ও 250টি রুপোর কয়েন(Money Recovery)। এদিন সিআইডির(CID) গোয়েন্দাদের সঙ্গে ছিলেন হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্মীরা ।

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে(Jharkhand Three Congress MLA) লাগাতার জিজ্ঞাসাবাদ করে মহেন্দ্র আগরওয়ালের কলকাতার অফিসের ঠিকানা পান সিআইডির গোয়েন্দারা । সেই মতোই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডি এদিন দুপুরে হেয়ার স্ট্রিট থানার সাহায্যে ওই অফিসে যান । যদিও পলাতক মহেন্দ্র আগরওয়ালের খোঁজ এখনও তাঁরা পাননি ।

মনে করা হচ্ছে, এই গোটা ঘটনার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে । কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা সিআইডির তরফ থেকে পরিষ্কার করে বলা হয়নি । গোটা টাকা উদ্ধারের প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

গত শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটির মোড় থেকে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো বিধায়কের গাড়ি আটক করে পুলিশ এবং সেই গাড়ি থেকেই উদ্ধার হয় নগদ 49 লক্ষ টাকা । ঘটনার তদন্ত ভার গ্রহণ করে সিআইডি । গাড়ির মধ্যে থাকা তিন বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ৷ তাঁদের থেকে সিআইডি জানতে পারেন, সদর স্ট্রিটের একটি হোটেলে তাঁরা ওঠেন এবং এরপর তাঁরা বিমানে পাড়ি দেন অসম ।

পরে তাঁরা অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন । সিআইডি তরফ থেকে অনুমান করা হচ্ছে, মহারাষ্ট্রের সরকার কেনা বেচার জন্যই ওই কংগ্রেসের তিন বিধায়ক চুপিসারে অসমে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন । পরে ফের তাঁরা কলকাতায় ফিরে সদর স্ট্রিটের সংশ্লিষ্ট হোটেলে ওঠেন । সেখান থেকেই এক ব্যক্তি লালবাজারের উলটোদিকে হাওয়ালা ব্যবসায়ী মহেন্দ্র আগারওয়াল এর সঙ্গে দেখা করেন এবং তার কাছ থেকে নগদ 49 লক্ষ টাকা নিয়ে সেই ব্যক্তি চলে আসেন সদর স্ট্রিটের হোটেলে । সেখানেই টাকা গোনার পর তারা পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে সিআইডি সূত্রে খবর ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধারের নেপথ্যে বিজেপি-যোগ ?

জানা গিয়েছে, আগাম খবরের ভিত্তিতে পাঁচলা থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়কে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশাল পুলিশের বাহিনী রানিহাটি মোড় থেকে কংগ্রেস বিধায়কের ওই বিলাসবহুল গাড়িটি আটক করেন । সেই গাড়ি থেকেই উদ্ধার হয় নগদ 49 লক্ষ টাকা । সেই টাকার উৎস সম্পর্কে কংগ্রেসের তিন বিধায়ককে লাগাতার জিজ্ঞাসাবাদ করলেও তাঁরা কোন উত্তর দিতে পারেননি । ফলে সেই রাতেই তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ । পরে গোটা ঘটনার তদন্তবার গ্রহণ করে সিআইডি ৷ ধৃত 3 কংগ্রেস বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে মঙ্গলবার দুপুরে পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস যান তাঁরা ৷ সেখান থেকেই এদিন উদ্ধার হয় 3 লক্ষ 47 হাজার 700 টাকা ও 250টি রুপোর কয়েন(Lakhs of rupees recovered from office of businessman Mahendra Aggarwal in Money Recovery case) ।

কলকাতা, 2 অগস্ট: ঝাড়থণ্ডের তিন কংগ্রেস বিধায়কের থেকে পাওয়া তথ্য অনুযায়ী সিআইডির গোয়েন্দারা পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল-এর অফিসে তল্লাশি অভিযান চালায় । সেখান থেকেই মঙ্গলবার উদ্ধার হয়েছে 3 লক্ষ 47 হাজার 700 টাকা ও 250টি রুপোর কয়েন(Money Recovery)। এদিন সিআইডির(CID) গোয়েন্দাদের সঙ্গে ছিলেন হেয়ার স্ট্রিট থানার পুলিশকর্মীরা ।

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে(Jharkhand Three Congress MLA) লাগাতার জিজ্ঞাসাবাদ করে মহেন্দ্র আগরওয়ালের কলকাতার অফিসের ঠিকানা পান সিআইডির গোয়েন্দারা । সেই মতোই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ও সিআইডি এদিন দুপুরে হেয়ার স্ট্রিট থানার সাহায্যে ওই অফিসে যান । যদিও পলাতক মহেন্দ্র আগরওয়ালের খোঁজ এখনও তাঁরা পাননি ।

মনে করা হচ্ছে, এই গোটা ঘটনার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে । কয়েক লক্ষ টাকা ইতিমধ্যেই সেখান থেকে উদ্ধার হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত সঠিক কত টাকা উদ্ধার হয়েছে তা সিআইডির তরফ থেকে পরিষ্কার করে বলা হয়নি । গোটা টাকা উদ্ধারের প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে বলে জানা গিয়েছে ।

গত শনিবার সন্ধ্যায় হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত রানিহাটির মোড় থেকে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো বিধায়কের গাড়ি আটক করে পুলিশ এবং সেই গাড়ি থেকেই উদ্ধার হয় নগদ 49 লক্ষ টাকা । ঘটনার তদন্ত ভার গ্রহণ করে সিআইডি । গাড়ির মধ্যে থাকা তিন বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা ৷ তাঁদের থেকে সিআইডি জানতে পারেন, সদর স্ট্রিটের একটি হোটেলে তাঁরা ওঠেন এবং এরপর তাঁরা বিমানে পাড়ি দেন অসম ।

পরে তাঁরা অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন । সিআইডি তরফ থেকে অনুমান করা হচ্ছে, মহারাষ্ট্রের সরকার কেনা বেচার জন্যই ওই কংগ্রেসের তিন বিধায়ক চুপিসারে অসমে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন । পরে ফের তাঁরা কলকাতায় ফিরে সদর স্ট্রিটের সংশ্লিষ্ট হোটেলে ওঠেন । সেখান থেকেই এক ব্যক্তি লালবাজারের উলটোদিকে হাওয়ালা ব্যবসায়ী মহেন্দ্র আগারওয়াল এর সঙ্গে দেখা করেন এবং তার কাছ থেকে নগদ 49 লক্ষ টাকা নিয়ে সেই ব্যক্তি চলে আসেন সদর স্ট্রিটের হোটেলে । সেখানেই টাকা গোনার পর তারা পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে সিআইডি সূত্রে খবর ।

আরও পড়ুন : ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধারের নেপথ্যে বিজেপি-যোগ ?

জানা গিয়েছে, আগাম খবরের ভিত্তিতে পাঁচলা থানার অন্তর্গত 16 নম্বর জাতীয় সড়কে হাওড়া গ্রামীণ পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশাল পুলিশের বাহিনী রানিহাটি মোড় থেকে কংগ্রেস বিধায়কের ওই বিলাসবহুল গাড়িটি আটক করেন । সেই গাড়ি থেকেই উদ্ধার হয় নগদ 49 লক্ষ টাকা । সেই টাকার উৎস সম্পর্কে কংগ্রেসের তিন বিধায়ককে লাগাতার জিজ্ঞাসাবাদ করলেও তাঁরা কোন উত্তর দিতে পারেননি । ফলে সেই রাতেই তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ । পরে গোটা ঘটনার তদন্তবার গ্রহণ করে সিআইডি ৷ ধৃত 3 কংগ্রেস বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে লাগাতার জেরা করে মঙ্গলবার দুপুরে পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিস যান তাঁরা ৷ সেখান থেকেই এদিন উদ্ধার হয় 3 লক্ষ 47 হাজার 700 টাকা ও 250টি রুপোর কয়েন(Lakhs of rupees recovered from office of businessman Mahendra Aggarwal in Money Recovery case) ।

Last Updated : Aug 2, 2022, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.