ETV Bharat / city

Kunal Slams Suvendu : জোড়া খুনে অভিযুক্তের পৃষ্ঠপোষক কি শুভেন্দু, প্রশ্ন তুললেন কুণাল - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বছর দুয়েক আগে হলদিয়ায় মা-মেয়েকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে (Haldia Double Murder Case) ৷ মূল অভিযুক্ত সাদ্দাম হোসেনের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করলেন কুণাল ঘোষ ৷ প্রশ্ন তুললেন, ‘‘ছবি কি ঠিক (Kunal slams Suvendu over a Photo with Murder Accused) ?’’

kunal slams suvendu over a photo with murder accused
Kunal Slams Suvendu : জোড়া খুনে অভিযুক্তের পৃষ্ঠপোষক কি শুভেন্দু, প্রশ্ন তুললেন কুণাল
author img

By

Published : Apr 25, 2022, 2:57 PM IST

কলকাতা, 25 এপ্রিল : ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ জোড়া খুনে অভিযুক্তের সঙ্গে ছবি দিয়ে প্রশ্ন তুললেন, ‘‘ছবি কি ঠিক (Kunal slams Suvendu over a Photo with Murder Accused) ?’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তাঁকে নানা ইস্যুতে বিভিন্ন সময় আক্রমণ করেছেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ কখনও সাংবাদিকদের সামনে সরব হয়েছেন, কখনও আবার টুইট করে নিশানা করেছেন শিশির-পুত্রকে ৷

সোমবার তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারের মাধ্যমে আক্রমণ শানিয়েছেন নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে ৷ বছর দুয়েক আগের একটি জোড়া খুনের ঘটনার কথা উল্লেখ করে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দুকে ৷

বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মা-মেয়েকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছিল (Haldia Double Murder Case) ৷ সেই ঘটনায় নাম জড়ায় সাদ্দাম হোসেন নামে এক যুবকের ৷ সোমবার টুইটারে কুণাল তিনটি ছবি পোস্ট করেছেন ৷ প্রতিটি ছবিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে সাদ্দামকে ৷

  • হলদিয়াতে মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার সেই সাদ্দামের পরপর ছবি শুভেন্দুর সঙ্গে।
    ছবি কি ঠিক? ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক। ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কি না।
    দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল। ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল। আর ও কী করেছে। আজ সাধু সাজছে। pic.twitter.com/g2R7lEcHMx

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই ছবিগুলি পোস্ট করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘ছবি কি ঠিক ?’’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক ৷ ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কি না ৷’’

এখানেই না থেমে এই ঘটনায় শুভেন্দুর জন্যই তৃণমূলের বদনাম হয়েছিল বলেও দাবি করেছেন কুণাল ঘোষ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল । ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল । আর ও কী করেছে । আজ সাধু সাজছে ।’’

আরও পড়ুন : Suvendu Adhikari left BJP whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

কলকাতা, 25 এপ্রিল : ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ জোড়া খুনে অভিযুক্তের সঙ্গে ছবি দিয়ে প্রশ্ন তুললেন, ‘‘ছবি কি ঠিক (Kunal slams Suvendu over a Photo with Murder Accused) ?’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, শুভেন্দু অধিকারী (Bengal LoP Suvendu Adhikari) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর তাঁকে নানা ইস্যুতে বিভিন্ন সময় আক্রমণ করেছেন কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ কখনও সাংবাদিকদের সামনে সরব হয়েছেন, কখনও আবার টুইট করে নিশানা করেছেন শিশির-পুত্রকে ৷

সোমবার তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটারের মাধ্যমে আক্রমণ শানিয়েছেন নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে ৷ বছর দুয়েক আগের একটি জোড়া খুনের ঘটনার কথা উল্লেখ করে কাঠগড়ায় তুলেছেন শুভেন্দুকে ৷

বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মা-মেয়েকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছিল (Haldia Double Murder Case) ৷ সেই ঘটনায় নাম জড়ায় সাদ্দাম হোসেন নামে এক যুবকের ৷ সোমবার টুইটারে কুণাল তিনটি ছবি পোস্ট করেছেন ৷ প্রতিটি ছবিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ফ্রেমে দেখা যাচ্ছে সাদ্দামকে ৷

  • হলদিয়াতে মা-মেয়েকে পুড়িয়ে মারার ঘটনার সেই সাদ্দামের পরপর ছবি শুভেন্দুর সঙ্গে।
    ছবি কি ঠিক? ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক। ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কি না।
    দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল। ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল। আর ও কী করেছে। আজ সাধু সাজছে। pic.twitter.com/g2R7lEcHMx

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) April 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওই ছবিগুলি পোস্ট করে কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, ‘‘ছবি কি ঠিক ?’’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ছবি ঠিক হলে শুভেন্দু জবাব দিক ৷ ও এই সাদ্দামের পৃষ্ঠপোষক ছিল কি না ৷’’

এখানেই না থেমে এই ঘটনায় শুভেন্দুর জন্যই তৃণমূলের বদনাম হয়েছিল বলেও দাবি করেছেন কুণাল ঘোষ৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘দেখুন, কার জন্য কীভাবে ওখানে তৃণমূলের বদনাম হয়েছিল । ওর চোখ দিয়ে এলাকাকে দেখেছিল দল । আর ও কী করেছে । আজ সাধু সাজছে ।’’

আরও পড়ুন : Suvendu Adhikari left BJP whatsapp group: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.