ETV Bharat / city

Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক - চরণজিৎ সিং চান্নি

পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবের সীমান্ত এলাকায় বিএসএফ-এর কার্যক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এর প্রতিবাদে সরব হয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্ত আদতে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ ৷ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও ৷

kunal ghosh slams MHA for increasing access of BSF near international border of three states
Kunal Ghosh : সীমান্তে বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধি, কুণালের নিশানায় স্বরাষ্ট্রমন্ত্রক
author img

By

Published : Oct 14, 2021, 1:58 PM IST

কলকাতা, 14 অক্টোবর : ‘জাতীয় সুরক্ষার স্বার্থে’ পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর (Border Security Force) কার্যক্ষমতার পরিসর বাড়ানোয় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে কুণাল লিখেছেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে 15 কিমির বদলে বাড়িয়ে 50 কিমি করল, তা প্রতিবাদযোগ্য ৷ এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো ৷ তৃণমূল কংগ্রেস এই বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ৷ যথাযথভাবে বক্তব্য জানানো হবে ৷’’

আরও পড়ুন : BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের

প্রসঙ্গত, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে সীমান্ত থেকে 50 কিলোমিটার এলাকার মধ্যে বিএসএফ (BSF) আধিকারিকরা যে কাউকে গ্রেফতার করতে পারবেন ৷ প্রয়োজনে সন্দেহভাজনদের দেহ ও সম্পত্তিতে তল্লাশিও করতে পারবেন তাঁরা ৷ বাজেয়াপ্ত করা যাবে নানা সামগ্রীও ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে পুলিশের মতোই ক্ষমতা থাকবে তাঁদের হাতে ৷ আর এখানেই আপত্তি তুলেছেন কুণাল ৷ তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ সেখানে বিএসএফ-কে ঢোকার সুযোগ করে দিলে সংঘাত বাড়বে ৷ এর ফলে নির্দিষ্ট কোনও ঘটনার ক্ষেত্রে যেমন পুলিশ-বিএসএফ সংঘাত হতে পারে, তেমনই নয়া নিয়মের ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে পারেন বিএসএফ জওয়ান ও আধিকারিকরা ৷ এতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে ৷

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে 15 কিমির বদলে বাড়িয়ে 50 কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথভাবে বক্তব্য জানানো হবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) October 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য হল, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাদের যুক্তি, ইদানীংকালে সীমান্ত পেরিয়ে অস্ত্র ঢোকার ঘটনা বেড়েছে ৷ তাতে রাশ টানতেই বিএসএফ-এর এক্তিয়ারের সীমা বাড়ানো হচ্ছে ৷ দেশের মোট 10টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকবে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা ৷ অনেকেই এই ঘটনাকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) ৷ তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে চান্নি লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকার একতরফাভাবে বিএসএফ-এর এক্তিয়ারের সীমা বাড়িয়ে 50 কিলোমিটার করেছে ৷ আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আমার আবেদন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক ৷’’ এবার একইভাবে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন কুণাল ঘোষও ৷

  • I strongly condemn the GoI's unilateral decision to give additional powers to BSF within 50 KM belt running along the international borders, which is a direct attack on the federalism. I urge the Union Home Minister @AmitShah to immediately rollback this irrational decision.

    — Charanjit S Channi (@CHARANJITCHANNI) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) ৷ তাঁর হুঁশিয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রক যদি বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে কোনও ‘বেচাল’ করে তাহলে তার ফল তাদের ভুগতে হবে ৷

  • The expansion of #BSF area of jurisdiction upto 50 km from border of some states amounts to brazen infringement upon the territory of states.
    @HMOIndia , you should not indulge any 'Chherkhani' else will face the consequences.

    — Adhir Chowdhury (@adhirrcinc) October 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 14 অক্টোবর : ‘জাতীয় সুরক্ষার স্বার্থে’ পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর (Border Security Force) কার্যক্ষমতার পরিসর বাড়ানোয় ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে টুইটারে একটি পোস্ট করেছেন তিনি ৷ তাতে কুণাল লিখেছেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে 15 কিমির বদলে বাড়িয়ে 50 কিমি করল, তা প্রতিবাদযোগ্য ৷ এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো ৷ তৃণমূল কংগ্রেস এই বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে ৷ যথাযথভাবে বক্তব্য জানানো হবে ৷’’

আরও পড়ুন : BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের

প্রসঙ্গত, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, এবার থেকে পশ্চিমবঙ্গ, অসম এবং পঞ্জাবে সীমান্ত থেকে 50 কিলোমিটার এলাকার মধ্যে বিএসএফ (BSF) আধিকারিকরা যে কাউকে গ্রেফতার করতে পারবেন ৷ প্রয়োজনে সন্দেহভাজনদের দেহ ও সম্পত্তিতে তল্লাশিও করতে পারবেন তাঁরা ৷ বাজেয়াপ্ত করা যাবে নানা সামগ্রীও ৷ এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যে পুলিশের মতোই ক্ষমতা থাকবে তাঁদের হাতে ৷ আর এখানেই আপত্তি তুলেছেন কুণাল ৷ তাঁর বক্তব্য, আইনশৃঙ্খলা রাজ্যের বিষয় ৷ সেখানে বিএসএফ-কে ঢোকার সুযোগ করে দিলে সংঘাত বাড়বে ৷ এর ফলে নির্দিষ্ট কোনও ঘটনার ক্ষেত্রে যেমন পুলিশ-বিএসএফ সংঘাত হতে পারে, তেমনই নয়া নিয়মের ফলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়তে পারেন বিএসএফ জওয়ান ও আধিকারিকরা ৷ এতে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে এবং উত্তেজনা সৃষ্টি হতে পারে ৷

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যেভাবে বিএসএফের কর্মক্ষেত্র সীমান্ত থেকে 15 কিমির বদলে বাড়িয়ে 50 কিমি করল, তা প্রতিবাদযোগ্য। এটা রাজ্যের অধিকারভুক্ত এলাকায় পিছনের দরজা দিয়ে নাক গলানো। তৃণমূল কংগ্রেস বিষয়ে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে। যথাযথভাবে বক্তব্য জানানো হবে।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) October 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্য হল, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে ৷ তাদের যুক্তি, ইদানীংকালে সীমান্ত পেরিয়ে অস্ত্র ঢোকার ঘটনা বেড়েছে ৷ তাতে রাশ টানতেই বিএসএফ-এর এক্তিয়ারের সীমা বাড়ানো হচ্ছে ৷ দেশের মোট 10টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর থাকবে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা ৷ অনেকেই এই ঘটনাকে ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে অভিযোগ তুলেছেন ৷

আরও পড়ুন : Kunal Ghosh : মমতার জয় স্পষ্ট হতেই লকেটকে জবাব কুণালের, উচ্ছ্বসিত ফিরহাদও

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি (Charanjit Singh Channi) ৷ তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে চান্নি লেখেন, ‘‘কেন্দ্রীয় সরকার একতরফাভাবে বিএসএফ-এর এক্তিয়ারের সীমা বাড়িয়ে 50 কিলোমিটার করেছে ৷ আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সরাসরি আঘাত ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে আমার আবেদন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক ৷’’ এবার একইভাবে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন কুণাল ঘোষও ৷

  • I strongly condemn the GoI's unilateral decision to give additional powers to BSF within 50 KM belt running along the international borders, which is a direct attack on the federalism. I urge the Union Home Minister @AmitShah to immediately rollback this irrational decision.

    — Charanjit S Channi (@CHARANJITCHANNI) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury) ৷ তাঁর হুঁশিয়ারি, স্বরাষ্ট্র মন্ত্রক যদি বিএসএফ-এর এক্তিয়ার নিয়ে কোনও ‘বেচাল’ করে তাহলে তার ফল তাদের ভুগতে হবে ৷

  • The expansion of #BSF area of jurisdiction upto 50 km from border of some states amounts to brazen infringement upon the territory of states.
    @HMOIndia , you should not indulge any 'Chherkhani' else will face the consequences.

    — Adhir Chowdhury (@adhirrcinc) October 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.