ETV Bharat / city

Kunal Replied Dilip সিবিআই ও রাজ্যের সেটিং নিয়ে বিস্ফোরক দিলীপ, পালটা দিলেন কুণাল

author img

By

Published : Aug 21, 2022, 6:29 PM IST

এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে (ED) ভালো দেখাতে গিয়ে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ। আর তা নিয়েই উঠছিল প্রশ্ন। এবার তার পালটা ছুড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh replied Dilip Ghosh) ৷

Etv Bharat
সিবিআই সেটিং নিয়ে বিস্ফোরক দিলীপকে পালটা দিলেন কুণাল

কলকাতা, 21 অগস্ট: কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির করা বক্তব্যে কিছুটা হলেও অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। কারণ এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভালো দেখাতে গিয়ে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ। আর তা নিয়েই উঠছিল প্রশ্ন । এবার তার পালটা ছুড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh replied Dilip Ghosh) ৷ ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ ?

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক (Ministry of Finance) সেটা বুঝতে পেরে ইডি-কে পাঠিয়েছে ৷ যারা সেটিং করেছিল, তারা এখন বলছে ইডি কেন ? তবে এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।" দিলীপ ঘোষ এদিন অভিযোগের সুরে আরও বলেন, "সর্ষের মধ্যেই ভূত ছিল। সকলেরই একটা দাম আছে। সকলেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটি, কেউ 100 কোটিতে বিক্রি হন। এইভাবে সিবিআই আধিকারিকরা বিক্রি হচ্ছিলেন। এটা সরকার বুঝতে পেরেছে। তাই অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর এখানে কাজ শুরু হয়েছে।"

প্রসঙ্গত, এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই সরাসরি প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজকর্ম যে সঠিক পথে হচ্ছিল না, তাও বুঝিয়ে দিতে ছাড়েননি তিনি। রবিবাসরীয় বিকেলে এক সংবাদমাধ্যমে পালটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দিলীপ ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলেন, এটা বিকৃত ভাবনা এবং বিকৃত ভাষার উদাহরণ। কোনও সুস্থ রাজনৈতিক নেতার মুখে এ ধরনের ভাষা মানায় না। তারপরে আবার তিনি কেন্দ্রে শাসকদলের থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

কুণালের প্রশ্ন, "কাকে সেটিং বলছেন দিলীপবাবু ? কিসের সেটিং ? আপনার দলের নেতা অমিত শাহ, আপনার দলের নেতা নরেন্দ্র মোদি । সিবিআই তাঁদের আন্ডারে রয়েছে । কাদের সেটিং'য়ের কথা বলছেন ? তাহলে কি দিলীপ ঘোষ এটা বলতে চাইলেন শুভেন্দু অধিকারী সেটিং করে সিবিআই গ্রেফতার থেকে বেঁচেছেন । কাহি পে নিগাহে কাহি পে নিশানা । উনি কি চাইছেন সিবিআই নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক ? দু'টোই কেন্দ্রীয় সংস্থা । সেক্ষেত্রে কে কার সঙ্গে সেটিং করেছে সেটা তো ওনার বলা উচিৎ। সিবিআই একটা ব্র্যান্ড । এসব বলে সিবিআই'য়ের দক্ষ অফিসারদের অসম্মান করছেন দিলীপবাবু ।"

কলকাতা, 21 অগস্ট: কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির করা বক্তব্যে কিছুটা হলেও অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। কারণ এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভালো দেখাতে গিয়ে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজকর্ম নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছেন দিলীপ। আর তা নিয়েই উঠছিল প্রশ্ন । এবার তার পালটা ছুড়লেন কুণাল ঘোষ (Kunal Ghosh replied Dilip Ghosh) ৷ ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ ?

বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআইয়ের সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক (Ministry of Finance) সেটা বুঝতে পেরে ইডি-কে পাঠিয়েছে ৷ যারা সেটিং করেছিল, তারা এখন বলছে ইডি কেন ? তবে এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।" দিলীপ ঘোষ এদিন অভিযোগের সুরে আরও বলেন, "সর্ষের মধ্যেই ভূত ছিল। সকলেরই একটা দাম আছে। সকলেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটি, কেউ 100 কোটিতে বিক্রি হন। এইভাবে সিবিআই আধিকারিকরা বিক্রি হচ্ছিলেন। এটা সরকার বুঝতে পেরেছে। তাই অর্থমন্ত্রীর বিশেষ প্রয়াসে ইডি এসেছে। তারপর এখানে কাজ শুরু হয়েছে।"

প্রসঙ্গত, এদিন তাঁর বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই সরাসরি প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা। শুধু তাই নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজকর্ম যে সঠিক পথে হচ্ছিল না, তাও বুঝিয়ে দিতে ছাড়েননি তিনি। রবিবাসরীয় বিকেলে এক সংবাদমাধ্যমে পালটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দিলীপ ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলেন, এটা বিকৃত ভাবনা এবং বিকৃত ভাষার উদাহরণ। কোনও সুস্থ রাজনৈতিক নেতার মুখে এ ধরনের ভাষা মানায় না। তারপরে আবার তিনি কেন্দ্রে শাসকদলের থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: দক্ষিণের পর উত্তর, আবার তৃণমূলের নামে হোর্ডিং, আবারও বিতর্ক

কুণালের প্রশ্ন, "কাকে সেটিং বলছেন দিলীপবাবু ? কিসের সেটিং ? আপনার দলের নেতা অমিত শাহ, আপনার দলের নেতা নরেন্দ্র মোদি । সিবিআই তাঁদের আন্ডারে রয়েছে । কাদের সেটিং'য়ের কথা বলছেন ? তাহলে কি দিলীপ ঘোষ এটা বলতে চাইলেন শুভেন্দু অধিকারী সেটিং করে সিবিআই গ্রেফতার থেকে বেঁচেছেন । কাহি পে নিগাহে কাহি পে নিশানা । উনি কি চাইছেন সিবিআই নিজেকে নিরপেক্ষ দেখানোর জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করুক ? দু'টোই কেন্দ্রীয় সংস্থা । সেক্ষেত্রে কে কার সঙ্গে সেটিং করেছে সেটা তো ওনার বলা উচিৎ। সিবিআই একটা ব্র্যান্ড । এসব বলে সিবিআই'য়ের দক্ষ অফিসারদের অসম্মান করছেন দিলীপবাবু ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.