ETV Bharat / city

BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের - Jagobangla

মহাষষ্ঠীর সকালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’-র প্রথম পাতায় প্রকাশিত হয়েছে মুখপাত্র কুণাল ঘোষের লেখা ৷ সেখানে তাঁর দাবি, বিজেপি পুজোকে ভয় পাচ্ছে ৷

kunal ghosh attacks bjp on durga puja issue
BJP : পুজোকে ভয় পাচ্ছে বিজেপি, জাগোবাংলায় অভিযোগের কলম কুণালের
author img

By

Published : Oct 11, 2021, 1:28 PM IST

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর আয়োজন থেকে বিসর্জন, নানা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বিজেপির (BJP) ছোট-বড়-মেজ-সেজ নেতাদের ৷ এবার পুজো নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিজেপি (BJP) পুজোকে ভয় পাচ্ছে ৷

আজ, সোমবার মহাষষ্ঠীর সকালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’ (Jagobangla)-র প্রথম পাতায় প্রকাশিত হয়েছে কুণাল ঘোষের লেখা ৷ যে লেখার শিরোনাম, ‘এখন পুজোকে ভয় পাচ্ছে বিজেপি !’ সঙ্গে রয়েছে একটি সাব-হেডিং - ‘বাংলার ত্রিনয়ন’ ৷

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : মণ্ডপ সজ্জায় বিজেপির ফতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

সেখানেই কুণাল ঘোষ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে যে চার আসনে উপ-নির্বাচন হতে চলেছে, সেই ভোটের প্রচারে পুজোর জন্য সমস্যা হবে বলে বিজেপি জানিয়েছে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই সৈনিকের প্রশ্ন, ‘‘এরা কি উন্মাদ ?...পুজোর জন্য প্রচারে সমস্যা ?’’

তাঁর দাবি, মানুষের পাশে নেই বিজেপি ৷ তাই পুজো থেকে অন্যান্য অনুষ্ঠান কোথাও বিজেপিকে দেখা যায় না ৷ সেই কারণে ভোটে হার নিশ্চিত ৷ তাই তারা এই অভিযোগ তুলছে ৷ তাই কুণাল মনে করেন, পুজোকেও ভয় পাচ্ছে বিজেপি ৷

আরও পড়ুন : BJP DURGA PUJA : ষষ্ঠীতে বিজেপি'র দুর্গাপুজোর সূচনা, ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন নাড্ডা

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, ‘‘প্রচার মানে কি শুধু ভোট দিন, আমরা হিন্দু বলে মিছিল আর চিৎকার ? যাঁরা এলাকার পুজোয় মিশে থাকছেন, তাঁদের কি জনসংযোগ চলছে না ?’’ তাঁর দাবি, ‘‘ভোটের সময় আমরা হিন্দু আমাদের ভোট দাও বলার দরকার হয় না ৷ যারা বলে তাদের মানুষ বিশ্বাস করে না ৷’’ এটা থেকেই তাঁর মতে, ‘‘এবার বিজেপি পুজোকেও ভয় পাচ্ছে ৷’’

আরও পড়ুন : Tripura TMC : তেইশের বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপ, ত্রিপুরার পুরভোটে নজর তৃণমূলের

তাছাড়া ওই লেখায় তিনি ‘ত্রিনয়ন’-এর একটি তত্ত্বও লিখেছেন ৷ তাঁর বক্তব্য, বাংলার প্রথম নয়ন হল উন্নয়ন, দ্বিতীয় নয়ন হল কেন্দ্রের বিরুদ্ধে লড়াই এবং আর তৃতীয় নয়ন হল বাংলার মানুষ ৷ কুণালের দাবি, ‘‘বলছে (বিজেপি) পুজোর জন্য নাকি প্রচারে সমস্যা ৷ আসলে ত্রিনয়নের বাংলাকে ভয় পেতে শুরু করেছে জনবিচ্ছিন্ন জনবিরোধী বিজেপি ৷’’

কলকাতা, 11 অক্টোবর : দুর্গাপুজোর আয়োজন থেকে বিসর্জন, নানা ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় বিজেপির (BJP) ছোট-বড়-মেজ-সেজ নেতাদের ৷ এবার পুজো নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা অভিযোগ করল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) দাবি, বিজেপি (BJP) পুজোকে ভয় পাচ্ছে ৷

আজ, সোমবার মহাষষ্ঠীর সকালে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগোবাংলা’ (Jagobangla)-র প্রথম পাতায় প্রকাশিত হয়েছে কুণাল ঘোষের লেখা ৷ যে লেখার শিরোনাম, ‘এখন পুজোকে ভয় পাচ্ছে বিজেপি !’ সঙ্গে রয়েছে একটি সাব-হেডিং - ‘বাংলার ত্রিনয়ন’ ৷

আরও পড়ুন : Dumdum Park Bharat Chakra : মণ্ডপ সজ্জায় বিজেপির ফতোয়া মানব না, হুঁশিয়ারি ফিরহাদের

সেখানেই কুণাল ঘোষ অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে যে চার আসনে উপ-নির্বাচন হতে চলেছে, সেই ভোটের প্রচারে পুজোর জন্য সমস্যা হবে বলে বিজেপি জানিয়েছে ৷ তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের এই সৈনিকের প্রশ্ন, ‘‘এরা কি উন্মাদ ?...পুজোর জন্য প্রচারে সমস্যা ?’’

তাঁর দাবি, মানুষের পাশে নেই বিজেপি ৷ তাই পুজো থেকে অন্যান্য অনুষ্ঠান কোথাও বিজেপিকে দেখা যায় না ৷ সেই কারণে ভোটে হার নিশ্চিত ৷ তাই তারা এই অভিযোগ তুলছে ৷ তাই কুণাল মনে করেন, পুজোকেও ভয় পাচ্ছে বিজেপি ৷

আরও পড়ুন : BJP DURGA PUJA : ষষ্ঠীতে বিজেপি'র দুর্গাপুজোর সূচনা, ভার্চুয়ালি উদ্বোধন করতে পারেন নাড্ডা

একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, ‘‘প্রচার মানে কি শুধু ভোট দিন, আমরা হিন্দু বলে মিছিল আর চিৎকার ? যাঁরা এলাকার পুজোয় মিশে থাকছেন, তাঁদের কি জনসংযোগ চলছে না ?’’ তাঁর দাবি, ‘‘ভোটের সময় আমরা হিন্দু আমাদের ভোট দাও বলার দরকার হয় না ৷ যারা বলে তাদের মানুষ বিশ্বাস করে না ৷’’ এটা থেকেই তাঁর মতে, ‘‘এবার বিজেপি পুজোকেও ভয় পাচ্ছে ৷’’

আরও পড়ুন : Tripura TMC : তেইশের বিধানসভা নির্বাচনের ওয়ার্ম আপ, ত্রিপুরার পুরভোটে নজর তৃণমূলের

তাছাড়া ওই লেখায় তিনি ‘ত্রিনয়ন’-এর একটি তত্ত্বও লিখেছেন ৷ তাঁর বক্তব্য, বাংলার প্রথম নয়ন হল উন্নয়ন, দ্বিতীয় নয়ন হল কেন্দ্রের বিরুদ্ধে লড়াই এবং আর তৃতীয় নয়ন হল বাংলার মানুষ ৷ কুণালের দাবি, ‘‘বলছে (বিজেপি) পুজোর জন্য নাকি প্রচারে সমস্যা ৷ আসলে ত্রিনয়নের বাংলাকে ভয় পেতে শুরু করেছে জনবিচ্ছিন্ন জনবিরোধী বিজেপি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.