কলকাতা, 28 অগস্ট: মাঝে কয়েকদিন সংবাদমাধ্যম থেকে দূরে ছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল কুণাল কি অভিমানী ! কিন্তু সেই জল্পনাকে মিথ্যে করে গতকাল থেকেই দলের মুখপাত্র হিসাবে সেই পুরনো চেনা কুণাল ।
বিকেলে তৃণমূল ভবন থেকে সাংবাদিক সম্মেলন, ফিরহাদ হাকিম নিয়ে দলের অবস্থান স্পষ্ট করা, সবেতেই দেখা মিলল কুণাল ঘোষের (TMC Spokesperson)। সন্ধ্যায় অভিষেকের হাত থেকে ক্যামাক স্ট্রিটে হল তাঁর উপন্যাস সমগ্রর প্রথম খণ্ডের আত্মপ্রকাশ । আর সেই সঙ্গে বোঝা গেল জল্পনা যতই থাকুক, তৃণমূলের রাজ্য সম্পাদক আছেন তাঁর পুরনো চেনা বৃত্তেই ।
প্রসঙ্গত এ দিন ক্যামাক স্ট্রিটে কুণাল ঘোষের 'উপন্যাসসমগ্র প্রথম খণ্ড' আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করলেন সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
প্রাক্তন সাংসদ ও লেখক-সাংবাদিক কুণালের লেখা পাঁচটি উপন্যাসের এই সংকলনের প্রথম সংখ্যাটি প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও নাট্যকার ব্রাত্য বসু, লেখক কুণাল ঘোষ, দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল, আইনজীবী সঞ্জয় বসু । সেখানে কেক কেটে কুণাল ঘোষকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।