বিধাননগর, 31 জুলাই : সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে বিধাননগরের মেয়র হচ্ছেন কৃষ্ণা চক্রবর্তী । ডেপুটি মেয়র থাকছেন তাপস চট্টোপাধ্যায় ও চেয়ারপার্সন পদে আসছেন অনিতা মণ্ডল । গতকাল নবান্নে ফিরহাদ হাকিম ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রে খবর । তাঁদের সঙ্গে বৈঠক করেন বিধাননগর পৌরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় , মেয়র পারিষদ দেবাশিস জানা ও অনিতা মণ্ডল ।
বিধাননগরের মেয়র পদে সব্যসাচী দত্তের ইস্তফার পর থেকেই একাধিক নাম উঠে এসেছে নতুন মেয়র হিসেবে । দৌড়ে একসময় সবচেয়ে এগিয়ে থাকা সুজিত বসুকে গতকালের বৈঠকে দেখা যায়নি । অন্যদিকে, হাবেভাবে কিছুটা হলেও কৃষ্ণা চক্রবর্তী বুঝিয়ে দিয়েছিলেন সব্যসাচী পরবর্তী বিধাননগর পৌরনিগমের হাল ধরতে চলেছেন তিনিই । কখনও আবার মেয়র পদে নাম উঠে এসেছে তাপস চট্টোপাধ্যায়েরও । তবে তিনি মেয়র পদে আসীন হলে অনেকে আস্থা ভোটে চলে যেতে পারে বলে আশঙ্কা ছিল । সূত্রের খবর, তৃণমূল নেতৃত্ব এমন কাউকে মেয়র করতে চাইছিলেন, যাঁকে ওই পদে বসালে অন্তত গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানো যায় ।
সব্যসাচী দত্তর বিরুদ্ধে অনাস্থা আনার পর থেকেই বিধাননগর পৌরনিগমে কার্যত অচলাবস্থা তৈরি হয় । সব্যসাচী পদত্যাগ করার পর দায়িত্ব সামলাচ্ছিলেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । জানা গেছে, সুজিত বসুকে মেয়র করতে চেয়ে দলের একাংশ উদ্যোগী হলেও সেইসময় তিনি মেয়র হতে না চাওয়ায় অনেকেই তাপস চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন । কিন্তু অবশেষে দায়িত্ব দেওয়া হল কৃষ্ণা চক্রবর্তীকে । তিনি আগেও বিধাননগর পৌরনিগমের মেয়রের দায়িত্ব সামলেছেন ।
সূত্রের খবর, কাউন্সিলরদের বড় একটি অংশ জানিয়ে দেয় মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়াসঙ্গী কৃষ্ণা চক্রবর্তী মেয়র হলে তাদের কোনও আপত্তি নেই । যদিও, কৃষ্ণা চক্রবর্তীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি । ফলে এবিষয়ে তিনি এখনই কোনও মন্তব্য করতে চাননি । তবে, মেয়র হতে তাঁর যে কোনও অসুবিধা নেই, সে কথা একাধিকবার সংবাদ মাধ্যমে বলেছেন ।