ETV Bharat / city

Shoulder Light for Traffic Police : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কিনছে কলকাতা পুলিশ - কলকাতা ট্রাফিক পুলিশ

ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কিনছে কলকাতা পুলিশ (Kolkata Police will buy Shoulder Light for Traffic Division) ৷ শীতের মরশুমে দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ ৷

kolkata police will buy shoulder light for traffic division
Shoulder Light for Traffic Police : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কিনছে কলকাতা পুলিশ
author img

By

Published : Dec 17, 2021, 2:29 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কেনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police will buy Shoulder Light for Traffic Division) ৷ কাঁধে লাগানো এই আলোগুলি লাল ও নীল রঙের হয় ৷ চালু থাকা অবস্থায় অনেক দূর থেকে এই আলোগুলি দেখতে পান গাড়িচালকরা ৷ ফলে শীতকালে ঘন কুয়াশার মধ্যেও পুলিশকর্মীদের দেখতে কোনও সমস্যা হয় না ৷ লালবাজারের বক্তব্য, শীতকালে কুয়াশার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ৷ বিপদের আশঙ্কা সত্ত্বেও মাঝরাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের ৷ তার উপর চালকদের একাংশ বেপরোয়াভাবে গাড়ি চালান ৷ এতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের বিপদের আশঙ্কা বাড়ে ৷ কিন্তু, তাঁদের কাঁধে লাল, নীল আলোর বন্দোবস্ত করলে সেই সম্ভাবনা অনেকটাই কমবে ৷

আরও পড়ুন : Women Safety In Kolkata: মহিলা নিরাপত্তায় লালবাজারের 'হটলাইন কিয়স্ক'

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত 240 টি এলইডি শোল্ডার লাইট কেনা হবে ৷ এই লাইট কাঁধে জ্বালিয়ে বৃষ্টির মধ্যেও কাজ করতে পারবেন ট্রাফিক পুলিশের কর্মীরা ৷ কারণ এই লাইটগুলি ওয়াটারপ্রুফ ৷ তিন ঘণ্টা করে এগুলি চার্জ দিতে হয় ৷ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই লাইটগুলি 12 ঘণ্টা পর্যন্ত টানা জ্বলতে পারে ৷ আলোগুলি কিনতে মোট খরচ হবে 4 লক্ষ 9 হাজার টাকা ৷

এদিকে, শোল্ডার লাইট কেনার খবর প্রকাশ্যে আসতেই সোশ্য়াল মিডিয়ায় এ নিয়ে কিছু বিতর্ক, সমালোচনা শুরু হয়েছে ৷ এক শ্রেণির মানুষের দাবি, একটি ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন লাইট লাগানো পোশাক পরেছিলেন ৷ আর তা দেখেই নাকি কলকাতা পুলিশ এবার তাদের ইউনিফর্মে শোল্ডার লাইট লাগাচ্ছে ! যদিও কলকাতা পুলিশ এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : Photography Exhibition in Police Museum : উর্দিধারীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী পুলিশ মিউজিয়ামে

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) অরিজিৎ সিনহা ইটিভি ভারতকে এই প্রসঙ্গে জানান, ‘‘লাল ও নীল রঙের শোল্ডার লাইট অনেক আগে থেকেই কলকাতা পুলিশ ব্যবহার করছে ৷ এর সঙ্গে কোনও ছবিতে দেখানো দৃশ্যের কোনও সম্পর্ক নেই ৷ এই প্রসঙ্গে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো ৷’’ একই কথা জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে ৷ তিনি বলেন, ‘‘কোনও ছবি থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতা পুলিশ এই সিদ্ধান্ত নেয়নি ৷ আগেও এই আলোগুলি কেনা হয়েছিল ৷ কিন্তু, সময়ের সঙ্গে সেগুলি খারাপ হয়ে গিয়েছে ৷ তাই নতুন করে কিনতে হচ্ছে ৷’’

কলকাতা, 17 ডিসেম্বর : ট্রাফিককর্মীদের জন্য শোল্ডার লাইট কেনার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police will buy Shoulder Light for Traffic Division) ৷ কাঁধে লাগানো এই আলোগুলি লাল ও নীল রঙের হয় ৷ চালু থাকা অবস্থায় অনেক দূর থেকে এই আলোগুলি দেখতে পান গাড়িচালকরা ৷ ফলে শীতকালে ঘন কুয়াশার মধ্যেও পুলিশকর্মীদের দেখতে কোনও সমস্যা হয় না ৷ লালবাজারের বক্তব্য, শীতকালে কুয়াশার কারণে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ৷ বিপদের আশঙ্কা সত্ত্বেও মাঝরাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের ৷ তার উপর চালকদের একাংশ বেপরোয়াভাবে গাড়ি চালান ৷ এতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের বিপদের আশঙ্কা বাড়ে ৷ কিন্তু, তাঁদের কাঁধে লাল, নীল আলোর বন্দোবস্ত করলে সেই সম্ভাবনা অনেকটাই কমবে ৷

আরও পড়ুন : Women Safety In Kolkata: মহিলা নিরাপত্তায় লালবাজারের 'হটলাইন কিয়স্ক'

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত 240 টি এলইডি শোল্ডার লাইট কেনা হবে ৷ এই লাইট কাঁধে জ্বালিয়ে বৃষ্টির মধ্যেও কাজ করতে পারবেন ট্রাফিক পুলিশের কর্মীরা ৷ কারণ এই লাইটগুলি ওয়াটারপ্রুফ ৷ তিন ঘণ্টা করে এগুলি চার্জ দিতে হয় ৷ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই লাইটগুলি 12 ঘণ্টা পর্যন্ত টানা জ্বলতে পারে ৷ আলোগুলি কিনতে মোট খরচ হবে 4 লক্ষ 9 হাজার টাকা ৷

এদিকে, শোল্ডার লাইট কেনার খবর প্রকাশ্যে আসতেই সোশ্য়াল মিডিয়ায় এ নিয়ে কিছু বিতর্ক, সমালোচনা শুরু হয়েছে ৷ এক শ্রেণির মানুষের দাবি, একটি ছবির দৃশ্যে অমিতাভ বচ্চন লাইট লাগানো পোশাক পরেছিলেন ৷ আর তা দেখেই নাকি কলকাতা পুলিশ এবার তাদের ইউনিফর্মে শোল্ডার লাইট লাগাচ্ছে ! যদিও কলকাতা পুলিশ এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ৷

আরও পড়ুন : Photography Exhibition in Police Museum : উর্দিধারীদের তোলা আলোকচিত্র নিয়ে প্রদর্শনী পুলিশ মিউজিয়ামে

কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) অরিজিৎ সিনহা ইটিভি ভারতকে এই প্রসঙ্গে জানান, ‘‘লাল ও নীল রঙের শোল্ডার লাইট অনেক আগে থেকেই কলকাতা পুলিশ ব্যবহার করছে ৷ এর সঙ্গে কোনও ছবিতে দেখানো দৃশ্যের কোনও সম্পর্ক নেই ৷ এই প্রসঙ্গে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো ৷’’ একই কথা জানিয়েছেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে ৷ তিনি বলেন, ‘‘কোনও ছবি থেকে অনুপ্রাণিত হয়ে কলকাতা পুলিশ এই সিদ্ধান্ত নেয়নি ৷ আগেও এই আলোগুলি কেনা হয়েছিল ৷ কিন্তু, সময়ের সঙ্গে সেগুলি খারাপ হয়ে গিয়েছে ৷ তাই নতুন করে কিনতে হচ্ছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.